ক্রিকেট মানেই বাংলাদেশে অন্য রকম আমেজ । বাংলাদেশের মানুষ যতপ্রকার খেলা দেখতে পছন্দ করে তার মধ্যে অন্যতম ক্রিকেট । তাই T20 ক্রিকেট বিশ্বকাপ খেলা লাইভ দেখার জন্য আমরা এখন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকি তার অন্যতম মোবাইল বা কম্পিউটার ।
টিভির মাধ্যমে আমরা খেলা উপভোগ করতে পারি । যখন আমরা বাড়ির বাইরে থাকি তখন খেলা উপভোগ করার অন্যতম মাধ্যম হয়ে থাকে মোবাইল ফোন । সরাসরি বা ওয়েবসাইট ব্রাউজ করে স্কোর দেখতে পারবেন । তার সকল উৎস দেখানো হবে । সাথে থাকুন ।
টিভিতে T20 বিশ্বকাপ দেখার উৎসসমূহ
সবচেয়ে বেশি মানুষ যার মাধ্যমে খেলা দেখে থাকে সেটা হলো টিভি । বাংলাদেশের টিভিগুলোর মধ্যে প্রায় সকল বিশ্বকাপ খেলা দেখিয়ে থাকে বিটিভি । এবারও তার ব্যতিক্রম নয় । এছাড়া জিটিভি,স্টার স্পোর্টস ও পিটিভিতে খেলা দেখা যাবে ।
ফেসবুকে T20 খেলা দেখার উপায়
টিভির পরে মানুষ লাইভ খেলা দেখার জন্য যে মাধ্যম বেশি ব্যবহার করে সেটা হলো ফেসবুক । কারণ ফেসবুকের মাধ্যমে যেখান সেখান থেকে খেলা দেখা যায় ।
খেলা চলা কালে আপনি ফেসবুকের সার্চবারে গিয়ে লিখলেই হব T20 world cup বা Cricket live বা Today cricket live চলে আসবে সেই দিনের খেলা । দেখবেন একএকটা খেলা দেখছে লক্ষ লক্ষ মানুষ । ফেসবুকের খেলা দেখার সময় একটা সমস্যা আছে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে ।
কারণ ফেসবুকে যারা খেলা লাইভ পরিচালনা করে তারা কেউই খেলার স্বত্ব ক্রয় করে না । তাই যখন তখন বন্ধ হয়ে যায় । তাই আপনি আবার সার্চবারে সার্চ করে খেলা দেখতে পারেন ।
ইউটিউবে খেলা দেখার উপায়
আমাদের কাছে পছন্দের ভিডিও দেখার অন্যতম প্লাটফর্ম হলো ইউটিউব । তাই অনেকে ফেসবুকের মত ইউটিউবে খেলা দেখতে চায় । কিন্তু কোনো কোম্পানি সাধারণত কপিরাইট স্বত্ব কিনে ইউটিউবে তাদের খেলা প্রচার করতে চায় না ।
তারা স্বত্ব ক্রয় করে তাদের টিভি চ্যানেলে প্রচার করে । তাই কোনো কোম্পানি অফিশিয়ালভাবে ইউটিউবে ক্রিকেট বিশ্বকাপ প্রচার করে না । কিছু চ্যানেল আনঅফিশিয়ালভাবে লাইভ চালিয়ে থাকে ।
এই সকল ভিডিও দেখার জন্য সার্চ বারে লিখতে পারেন T20 world cup বা Today cricket match live লিখেই চলে আসবে । যে চ্যানেলগুলো লাইভ খেলা দেখায় তাদের লিস্ট । এছাড়া কিছু ইউটিউবে চ্যানেলে ক্রিকেট বিশ্বকাপ লাইভ স্কোর আপডেট দিয়ে থাকে বিভিন্ন চ্যানেল।
ক্রিকেট বিশ্বকাপ অ্যাপের মাধ্যমে লাইভ
আপনি চাইলেই অ্যাপের মাধ্যমে T20 World cup লাইভ দেখতে পারবেন । তবে তার জন্য একটা শর্ত হচ্ছে পেইড করে খেলা দেখতে হবে । যেমন আমাদের দেশের অন্যতম অ্যাপ মাইজিপি ও র্যাবিটহোল এদের সাবস্ক্রিপশন কিনে আপনি মোবাইলের মাধ্যমে খেলা দেখতে পারেন ।
বিশ্বকাপ ক্রিকেট লাইভ স্কোর আপডেট
আপনি যদি ফ্রিতে মোবাইলে যখন তখন কোনো টাকা ছাড়া আপডেট পেতে পারেন বিভিন্ন প্রকার ওয়েবসাইটের মাধ্যমে । দেশি বিদেশি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই আপডেট পেতে পারেন ।
ক্রিকেট দুনিয়ায় সব চেয়ে বেশি জনপ্রিয় Cricbuzz . com তারা সকল আপডেট দিয়ে থাকে । বল টু বল খেলার সকল আপডেট দিয়ে থাকে । এছাড়া World Cup live লিখে গুগলে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন ।
আপনি চাইলেই এই সকল খেলার লাইভ আপডেট স্কোর পেতে পারেন । এছাড়া ক্রিকবাজে খেলার সিডিউল পাওয়া যায় । খেলার পয়েন্ট টেবিল দেখা যায় । ক্রিকেট বিশ্বকাপ সকল প্লেয়ারদের আপডেট পাওয়া যায় ।
আরও পড়ুনঃ মোবাইলে পর্ণসাইট বন্ধ করুন এক মিনিটে