আমরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন বা পুরাতন অ্যাপ ব্যবহার করছি । ছাত্ররা একটু বেশি পরিমাণ অ্যাপ ব্যবহার করে থাকে । এই কারণ ছাত্রদের অ্যাপ বলে নাম দেওয়া হয়েছে । কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার করলে আপনার চলাফেরা আরও সহজ হবে ।
আপনারকে কেউ আর আটকাতে পারবে না । যেকোনো প্রশ্নের সম্মূখিন হলে খুব সহজে সমাধান পাবেন । তাই আজকে ছাত্রদের অ্যাপ সম্পর্কে জানব ।
ছাত্রদের অ্যাপ সম্পর্কে বিস্তারিত
Quora app
কোরা একটা question and answer অ্যাপ বা ওয়েবসাইট । কারণ এদের অ্যাপ ও ওয়েবসাইট আছে । এখানে আপনি ইংরেজি ও বাংলা এই দুই ভার্সনের পেয়ে যাবেন । যদি আপনি বাংলাতে সকল প্রশ্ন ও উত্তর পেতে চান তাহলে ওয়েব ব্রাউজারে লিখতে হবে bn. Quora. com ।
এখানে ফেসবুক আইডি বা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিলে হবে । এখানে যেমন প্রশ্ন করতে পারবেন আবার অন্যরা যে সকল প্রশ্ন করবে সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবনে । আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষে বসে আছে । আমি নিজে অনেক প্রশ্ন করে এখান থেকে উত্তর পেয়েছি ।
বানান আন্দোলন
এই অ্যাপটা আমার খুব সাহায্য করে বাংলা বানানের ক্ষেত্রে । অনেক সময় আমরা বাংলা বানান ভুলে যায় । গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কিছু লিখতে গিয়ে বানান ভুল হলে অনেক সমস্যা হতে পারে । এছাড়া আমরা লজ্জায় পড়তে পারি ।
তাছাড়া কোনো ছাত্রছাত্রীর বাংলা বানান ভুল লেখা উচিত নয়। তাই আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে সঠিক বানান জেনে নিতে পারেন ।
Image to pdf
এই অ্যাপের নাম image to pdf- pdf maker পিডিএফ তৈরির অন্যতম অ্যাপ ।এই অ্যাপের মাধ্যমে আপনার ফোনের তোলা যেকোনো ছবি খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন ।
অ্যাপ ইনস্টল করার সাথে সাথে আপনার নির্দেশনা দিবে কিভাবে ফাইল সিলেক্ট করতে হবে । সেই নির্দেশনা অনুযায়ী কাজ করলে হবে । আপনার হাতের মোবাইল দিয়ে যদি পিডিএফ ফাইল তৈরি করতে পারেন । তাহলে কম্পিউটারের কোনো প্রয়োজন নেই ।
Camscanner – pdf scanner app
এই অ্যাপের অন্যতম সুবিধা হলো কম্পিউটারে স্ক্যানার ব্যবহার করে যেমন সকল ফাইল স্ক্যান করা যায় । তেমনি এই মোবাইল অ্যাপ দিয়ে ক্যামেরা ব্যবহার করে scann করতে পারেন । তবে আমার মনে হচ্ছে আগের থেকে ফ্রি সুবিধা এখন অনেক সীমাবদ্ধ করে দিয়েছে ।
এই অ্যাপের কিছু সুবিধা হলো যেকোনো কাগজ স্ক্যান করতে পারবেন । সেই ফাইলকে পিডিএফ বা ফটোয় রুপান্তর করতে পারবেন । আপনার সিগনেচার তৈরি করতে পারবনে ।সেই সকল ফাইল ফ্যাক্স বা ইমেইল করতে পারবেন ।
বিকাশ অ্যাপ ছাত্রদের অ্যাপ
সুবিধার অ্যাপ বলা হয় বিকাশ অ্যাপ । বর্তমানে আমাদের অনেক প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে টাকা বিকাশে প্রদান করতে পারি । সরকারি বা বেসরকারি সকল ক্ষেত্রে এই সুবিধা পেয়ে থাকি । এখান থেকে কিছু সেবা সেখানে আমরা টাকা পে করতে পারি তার কিছু নাম বলছি ।
বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্র্যাকার, অন্যান্য । এছাড়া অনলাইনে যে কোনো কোর্সের সকলে বিকাশে পেমেন্ট নিয়ে থাকে ।
সরকারি অনেক ফি এখন বিকাশের মাধ্যমে দেওয়া যায় । বিদ্যুৎ আর ইন্টারনেটের কত কোম্পানি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে তার বড় একটা লিস্ট দেওয়া আছে বিকাশ অ্যাপে । ছাত্রদের অ্যাপ এর লিস্টে এই অ্যাপ বেশি ব্যবহারের মধ্যে ধরা যায় ।
Puthika – Biggest eBook Library ছাত্রদের অ্যাপ
যাদের বই পড়তে অনেক বেশি ভালো লাগে তাদের জন্য অন্যতম একটা অ্যাপ । এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক বেশি বই ফ্রিতে পাড়তে পারবেন । এখানে পড়তে,শুনতে, পারবেন । কমিকস , ম্যাগাজিন পাওয়া যায় ।
তাই একাডেমিক বই এর পাশাপাশি বই পড়তে পারেন এই অ্যাপের মাধ্যমে । তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন । ছাত্রদের অ্যাপ গুলো কেউ ব্যবহার করলে যেকোনো ছাত্র উপকার পাবে ।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের মোবাইলে যে ৫টি অ্যাপ থাকা প্রয়োজন
1 thought on “ছাত্রদের অ্যাপ বলে পরিচিত যে সকল অ্যাপ”
May I borrow your tongue