বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ছাত্রদের অ্যাপ বলে পরিচিত যে সকল অ্যাপ

ছাত্রদের অ্যাপ

আমরা প্রতিদিন প্রতিনিয়ত নতুন বা পুরাতন অ্যাপ ব্যবহার করছি । ছাত্ররা একটু বেশি পরিমাণ অ্যাপ ব্যবহার করে থাকে । এই কারণ ছাত্রদের অ্যাপ বলে নাম দেওয়া হয়েছে । কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার করলে আপনার চলাফেরা আরও সহজ হবে ।

আপনারকে কেউ আর আটকাতে পারবে না । যেকোনো প্রশ্নের সম্মূখিন হলে খুব সহজে সমাধান পাবেন । তাই আজকে ছাত্রদের অ্যাপ সম্পর্কে জানব ।

ছাত্রদের অ্যাপ সম্পর্কে বিস্তারিত

Quora app

কোরা একটা question  and answer  অ্যাপ বা ওয়েবসাইট । কারণ এদের অ্যাপ ও ওয়েবসাইট আছে । এখানে আপনি ইংরেজি ও বাংলা এই দুই ভার্সনের পেয়ে যাবেন । যদি আপনি বাংলাতে সকল প্রশ্ন ও উত্তর পেতে চান তাহলে ওয়েব ব্রাউজারে লিখতে হবে bn. Quora. com  ।

এখানে ফেসবুক আইডি বা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিলে হবে । এখানে যেমন প্রশ্ন করতে পারবেন আবার অন্যরা যে সকল প্রশ্ন করবে সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবনে । আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষে বসে আছে । আমি নিজে অনেক প্রশ্ন করে এখান থেকে উত্তর পেয়েছি ।

বানান আন্দোলন

এই অ্যাপটা আমার খুব সাহায্য করে বাংলা বানানের ক্ষেত্রে । অনেক সময় আমরা বাংলা বানান ভুলে যায় । গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কিছু লিখতে গিয়ে বানান ভুল হলে অনেক সমস্যা হতে পারে । এছাড়া আমরা লজ্জায় পড়তে পারি ।

তাছাড়া কোনো ছাত্রছাত্রীর বাংলা বানান ভুল লেখা উচিত নয়। তাই আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে সঠিক বানান জেনে নিতে পারেন ।

Image to pdf

এই অ্যাপের নাম image to pdf- pdf maker পিডিএফ তৈরির অন্যতম অ্যাপ ।এই অ্যাপের মাধ্যমে আপনার ফোনের তোলা যেকোনো ছবি খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন ।

অ্যাপ ইনস্টল করার সাথে সাথে আপনার নির্দেশনা দিবে কিভাবে ফাইল সিলেক্ট করতে হবে । সেই নির্দেশনা অনুযায়ী কাজ করলে হবে । আপনার হাতের মোবাইল দিয়ে যদি পিডিএফ ফাইল তৈরি করতে পারেন । তাহলে কম্পিউটারের কোনো প্রয়োজন নেই ।

Camscanner – pdf scanner app

এই অ্যাপের অন্যতম সুবিধা হলো কম্পিউটারে স্ক্যানার ব্যবহার করে যেমন সকল ফাইল স্ক্যান করা যায় । তেমনি এই মোবাইল অ্যাপ দিয়ে ক্যামেরা ব্যবহার করে scann করতে পারেন । তবে আমার মনে হচ্ছে আগের থেকে ফ্রি সুবিধা এখন অনেক সীমাবদ্ধ করে দিয়েছে ।

এই অ্যাপের কিছু সুবিধা হলো যেকোনো কাগজ স্ক্যান করতে পারবেন । সেই ফাইলকে পিডিএফ বা ফটোয় রুপান্তর করতে পারবেন । আপনার সিগনেচার তৈরি করতে পারবনে ।সেই সকল ফাইল ফ্যাক্স বা ইমেইল করতে পারবেন ।

বিকাশ অ্যাপ ছাত্রদের অ্যাপ

সুবিধার অ্যাপ বলা হয় বিকাশ অ্যাপ । বর্তমানে আমাদের অনেক প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে টাকা বিকাশে প্রদান করতে পারি । সরকারি বা বেসরকারি সকল ক্ষেত্রে এই সুবিধা পেয়ে থাকি । এখান থেকে কিছু সেবা সেখানে আমরা টাকা পে করতে পারি তার কিছু নাম বলছি ।

বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্র্যাকার, অন্যান্য । এছাড়া অনলাইনে যে কোনো কোর্সের সকলে বিকাশে পেমেন্ট নিয়ে থাকে ।

সরকারি অনেক ফি এখন বিকাশের মাধ্যমে দেওয়া যায় । বিদ্যুৎ আর ইন্টারনেটের কত কোম্পানি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে তার বড় একটা লিস্ট দেওয়া আছে  বিকাশ অ্যাপে । ছাত্রদের অ্যাপ এর লিস্টে এই অ্যাপ বেশি ব্যবহারের মধ্যে ধরা যায় ।

Puthika – Biggest eBook Library ছাত্রদের অ্যাপ

যাদের বই পড়তে অনেক বেশি ভালো লাগে তাদের জন্য অন্যতম একটা অ্যাপ । এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক বেশি বই ফ্রিতে পাড়তে পারবেন । এখানে পড়তে,শুনতে, পারবেন । কমিকস , ম্যাগাজিন পাওয়া যায় ।

তাই একাডেমিক বই এর পাশাপাশি বই পড়তে পারেন এই অ্যাপের মাধ্যমে । তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন । ছাত্রদের অ্যাপ গুলো কেউ ব্যবহার করলে যেকোনো ছাত্র উপকার পাবে ।

আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের মোবাইলে যে ৫টি অ্যাপ থাকা প্রয়োজন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

1 thought on “ছাত্রদের অ্যাপ বলে পরিচিত যে সকল অ্যাপ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x