বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

মোবাইল ব্যাংকিং কি? সুবিধা ও অসুবিধা

মোবাইল ব্যাংকিং

মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানে না এখন খুব মানুষের সংখ্যা খুব কম । কারণ আমাদের দেশের প্রায় সকল মানুষ মোবাইল ব্যাংকিং এর সাথে জড়িত । মানুষ এর সাথে জড়িয়ে যাওয়ার অনেক কারণ আছে ।

আমাদের দেশের মানুষ খুব একটা ব্যাংকের সাথে কাজ করতে পছন্দ করে না । কারণ ব্যাংকে অনেক ঝামেলা বা অনেক কারণ আছে । তাই ব্যাংকের কাজ যদি খুব সহজে করা যায় মোবাইলের মাধ্যমে সে দিকেই তো মানুষ যাবে ।

তাছাড়া আমাদের দেশ গ্রাম নির্ভর হওয়ায় মানুষ ব্যাংকে লেনদেন করে না। তাই বলা যায় যে, খুব সহজে ব্যাংকের কাজ আমরা খুব সহজে যদি বাড়ি বসে করতে পারি তাহলে সমস্যা কি । সেই সুযোগে আমাদের দেশে মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।

মোবাইল ব্যাংকিং কি

মোবাইল ব্যাংকিং হলো একটি আর্থিক প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত একটি  পরিষেবা যার মাধ্যমে গ্রাহকের মোবাইল দিয়ে অন্য গ্রাহকের মোবাইলে আর্থিক লেনদেনকে বোঝায় । যার মাধ্যমে আপনি যেকোনো ধরনের আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন ।  

বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কে

প্রথমে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ২০১১ সালের ৩১শে মার্চ । কার্যক্রম শুরু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড । তবে এখন  বাংলাদেশের অনেক ব্যাংক আমাদের সেবা দিয়ে যাচ্ছে । তবে তাদের মধ্যে অধিক জনপ্রিয় হলো ব্র্যাক ব্যাংকের বিকাশ ।

বিকাশ জনপ্রিয় হওয়া কারণ

আপনি দেখবেন আপনার এলাকায় যদি ৫টি সাধারণ দোকান থাকে সেখানে একটা বিকাশের এজেন্ট আছে । তাই মানুষের কাছে যা সহজ হয় সেইটা ব্যবহার করে । গ্রাম থেকে শহর সব জায়গায় তাদের এজেন্ট পাওয়া যায় সেই কারণে বিকাশের এত পরিমাণ জনপ্রিয়তা ।

বাংলাদেশের মোবাইল ব্যাংকিং তালিকা

  • Bkash-ব্র্যাক ব্যাংক লিমিটেড-ডায়াল কোড *247#
  • Nagad- বাংলাদেশ ডাক বিভাগ- ডায়াল কোড *167#
  • Rocket – ডাচ বাংলা ব্যাংক লিমিটেড- ডায়াল কোড *322#
  • Upay- ইউ সি বি ব্যাংক লিমিটেড- ডায়াল কোড *268#
  • OK- ওয়ান ব্যাংক লিমিটেড- ডায়াল কোড *269#
  • Tcash- ট্রাস্ট ব্যাংক লিমিটেড-ডায়াল কোড *201#
  • Mycash- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-ডায়াল কোড *225#
  • SureCash- রূপালী ব্যাংক লিমিটেড – ডায়াল কোড *495#
  • Mcash- ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড- ডায়াল কোড *259#
  • বিঃদ্রঃ কোডগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে ।

মোবাইল ব্যাংকিং এর সুবিধা

অসুবিধার চেয়ে মোবাইল ব্যাংকিং এ সুবিধাই বেশি । তাই সুবিধাগুলো নিচে বর্ণনা করা হলো

১) মোবাইল ব্যাংকিং এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি যখন তখন লেনদেন করতে পারবেন । আপনার কোনো ধরা বাধা কোনো সময় নেই ।

২) খুব সহজেই মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন । বাইরে যাওয়ার কোনো ঝামেলা নেই । এই যেমন আমি, কত দিন আগে মোবাইলে টাকা রিচার্জ করেছি দোকানে গিয়ে তা আমার মনে নেই ।

৩) আপনার যদি স্মার্টফোন থাকে তাহলে এই সেবা নিতে পারবেন আবার ফিচারফোন/ বাটন ফোন থাকলেও একই সেবা নিতে পারবেন ।

৪)এখন আরও সুবিধা দিয়েছে এই কোম্পানি গুলো যেমনঃ ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এছাড়া বিভিন্ন ধরনের বিল দিতে পারবেন ।

৫) এই সকল অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করলে অনেক সুবিধা ও টাকা রিটার্ন পাওয়া যায়

৬) ট্রেনের টিকিট, বিমানের টিকিট কাটতে পারেন এই সকল অ্যাপ ব্যবহার করে ।

৭) আপনার যদি কোনো প্রকার ব্যাংক স্টেস্টমেন্ট লাগে তাহলে আপনি খুব সহজে এখান থাকে সেই স্টেস্টমেন্ট বের করতে পারবেন ।

মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে অসুবিধা

আমাদের এই সেবা বেশি সুবিধা দিয়ে থাকে । তবে কিছু পরিমাণ অসুবিধা আছে যেমনঃ গ্রাহকে টাকা চুরি । তবে এটা অনেক সময় অসাবধানতার কারণে এই সকল কাজ হয়ে থাকে ।

প্রত্যেক কোম্পানি বলে দেয় যে, তাদের কোনো গ্রাহকের তথ্য লাগে না । তার পরও কোনো প্রতারক চক্র যখন ফোন দিয়ে তাদের ইনফরমেশন চাই তখন যাই বলুক না কেন তাদের আমরা কোনো ভাবেই কোনো ইনফরমেশন দেব না ।

তাই সকলকে সাবধান হতে হবে । আমরা যদি সকলে সাবধান হয়ে যায় তাহলে কোনো প্রতারক চক্র কোনো আমাদের ক্ষতি করতে পারবেন না । তাই সকলেই সাবধান ।

আরও পড়ুনঃ মোবাইল চার্জ দেওয়া নিয়ে যত ভুল ধারণা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

1 thought on “মোবাইল ব্যাংকিং কি? সুবিধা ও অসুবিধা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x