বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

অ্যান্ড্রয়েড ফোন এর ৫টি গুরুত্বপূর্ণ টিপস

android tips

বর্তমান প্রযুক্তির এই বিশ্বে প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকে । তার মধ্যে প্রায় ৮৫% মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকে ।

প্রায় সব বয়সের মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে,তার মধ্যে কিশোর থেকে যুবক বয়সের মানুষ বেশি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। আর যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা অ্যান্ড্রয়েড টিপস নিতে বেশি পছন্দ করে থাকে ।

অ্যান্ড্রয়েড ফোনের ৫টি টিপস সম্পর্কে জানব

১.অ্যান্ড্রয়েড ফোনে antivirus apps ব্যবহার করা :

বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত তথ্যকে খুব সুরক্ষিত রাখতে চাই । আর এই তথ্যকে সুরক্ষিত থেকে বাঁধা দিতে পারে একমাত্র ভাইরাস । তাই অ্যান্ড্রয়েড কোনো ভাইরাস না আসতে পারে তার জন্য প্রয়োজন antivirus apps .

আনেক সময় বিভিন্ন উৎস থেকে আমরা অ্যাপ্স বা ফাইল ডাউনলোড করি । ডাউনলোড করা ফাইলের সাথে বিভিন্ন প্রকার malware ভাইরাস আসতে পারে আপনার ফোনে জায়গা করে নিতে পারে ।

তাই আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো প্রকার ভাইরাস আসতে না পারে সে জন্য একাটা ভালো মানের antivirus app ব্যবহার করবেন ।

২. Auto-rotate screen feature :

Auto-rotate screen feature আমদের অ্যান্ড্রয়েড ফোন খুব কাজে দিয়ে থাকে । Auto-rotate screen মানে আপনার ফোনে যে দিকে ঘোরাবেন সেই দিকে screen টা ঘুরতে থাকবে । Auto-rotate screen অন করতে হলে আপনাকে প্রথমে Settings যেতে হবে ।

settings থেকে Accessibility অপশানে যেতে হবে । সেখান থেকে একটু নিচে Auto-rotate screen নামে অপশান আছে সেটা অন করলেই হবে ।

তাছাড়া আরও সহজ হতে পারে মোবাইলের screen উপর থেকে নিচের দিকে টান দিলে Auto-rotate অপশান পেয়ে যাবেন । সেখানে থেকেও অন করতে পারেন ।

৩. অপ্রয়োজনীয় অ্যাপস বাদ দওয়া

আমরা যখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ক্রয় করে থাকি নতুন ফোনে অনেক প্রকার অপ্রয়োজনীয় apps install করা থাকে ।

যেমন: কোম্পানির অ্যাপস বিভিন্ন প্রকার Game যার কারণে আপনার মোবাইল ফোনের মেমোরির জায়গা নষ্ট হয়ে থাকে । তাই আমরা অপ্রয়োজনীয় apps ফোনে রাখব না ।

৪. ফোনের ইন্টারনাল মেমরির জায়গা ফাঁকা করা

প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনাল মেমরি থাকে যা ফোনের বিভিন্ন প্রকার ফাইল ও apps save অবস্থায় থাকে ।

যদি ইন্টারনাল মেমরিতে যথাযথ জায়গা না থাকে তখন Apps install করতে গেলে ( Low internal storage ) নামে একটা মেসেজ দেখাতে থাকে যার ফলে নতুন ভাবে কোনো অ্যাপস install করা যায় না ।

তাই আমরা ফোনের ইন্টারনাল মেমরি সব সময় ফাঁকা রাখার চেষ্টা করব । শুধুমাত্র যে কয়েকটা অ্যাপ্স কাজে লাগে সেই কয়েকটা রাখব । কীভাবে ইন্টারনাল মেমরির জায়গা ফাঁকা করা যায় সে সম্পর্কে জানব ।

(ক) অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করে জায়গা ফাঁকা করা যায় (খ) ইন্টারনাল ফোনের তথ্য/ডাটা External মেমরিতে নিয়ে যাওয়া (গ) ইন্টারনাল মেমরিতে অটোমেটিক কিছু ডাটা তৈরি হয়ে থাকে তাই নিয়মিত সেগুলোকে ডিলিট করা ।

৫. অ্যান্ড্রয়েড ফোন Screen pinning করা

Screen pinning অ্যান্ড্রয়েড ফোনের ব্যপক একটা ফিচার । আপনি screenএর যে App বা কিছু পিন করে রাখবেন সেটা অন্য কোথাও কেউ যেতে পারবে না ।

একটু বুঝিয়ে বলছি ধরুন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপনার বন্ধু নিতে চায় সে শুধুমাত্র ইউটিউব এর ভিডিও দেখবে কিন্তু সে ভিডিও দেখা বাদ দিয়ে গ্যালারি মেসেজ অপশানে গেল এতে আপনার পারসোনাল জিনিস দেখতে পারে তায় screen pin করে দিলে YouTube ছাড়া অন্য কোথাও যেতে পারবে না ।

Screen pin করার জন্য ফোনের Settings এ যেতে হবে । Settings থেকে চলে যাবেন Security & location অপশনে সেখান থেকে নিচে Screen pinning নামে অপশান থাকবে সেখানে চাপ দিয়ে অন করে দিবেন ।

Screen pinning অন করার পর যে ফাইলটি পিন করতে চান সেটি মিনিমাইজ করে নিবেন

screen pin

ছবিতে দেখানো যে পিন দেখা যাচ্ছে সেই পিন এর উপর চাপ দিবেন তাহলে সেই ফাইলটি পিন হয়ে যাবে । এবার পিন থেকে আনপিন করার জন্য ব্যাক এবং ওভারভিউ বাটন একসাথে চেপে ধরতে হবে কিছুক্ষন ।

যদি প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিলে আগের অবস্থানে ফিরে আসবে ।

বিঃদ্রঃ মোবাইলে যে তিনটা বাটন থাকে বাম সাইটেরটা ব্যাক বাটন ডান সাইটেরটা অভারভিউ বাটন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x