বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ফেসবুক অ্যাকাউন্ট ১০০% নিরাপদের উপায়

fb-secure

বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বব্যহার করে থাকি । আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে অনেক সময় আমাদের অনেক ব্যক্তিগত তথ্য ফেসবুকে ব্যবহার করে থাকি।

আর এই ব্যক্তিগত তথ্য যদি সুরক্ষিত না থাকে তাহলে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় । এ কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত করা প্রয়োজন । আর যদি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত না থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হতে পারে ।

যার কারণে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে । হ্যাকার আপনার ফেসবুকের আইডি আসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে । আপনার কাছে টাকা দাবি করতে পারে। বিষয়টা আসলেই খুব কষ্টদায়ক । যখন আমাদের ফেসবুক আইডি হ্যাক এর স্বীকার হয়।

ফেসবুক অ্যাকাউন্ট ১০০% নিরাপদের উপায়

তবে আপনার ফেসবুক আইডি তৈরি করার সময় কতগুলো স্টেপ মেনে চললেই এর থেকে রেহায় পেতে পারেন । হ্যাক করার চেষ্টা করলে আপনি জানতে পারবেন । আইডি তৈরি করার সময় আপনার মোবাইল নম্বরের চাইতে যেকোনো মেইল এ্যড্রেসটা বেশি গুরুত্বপূর্ণ । সাথে ফোন নম্বর ও দিয়ে রাখবেন .

আপনার আইডিতে ফোন নম্বর ও মেইল দুইটায় রাখবেন কিন্তু মেইল এ্যড্রেস মেইন হিসাবে রাখবেন এবং মোবাইল নম্বর অতিরিক্ত হিসেবে রাখবেন । এখন আরও সিকিউরিটির জন্য আপনার আইডি পিসি Log In করবেন।

ছবিতে দেখানো মার্ক করা স্থানে ক্লিক করবেন । তারপর আনেক গুলো অপশন আসবে সেখান থেকে প্রথমে Settings অপশনে চাপ দিন

ছবিতে দেখানো Security and Login স্থানে চাপ দিন তারপর পরবর্তি ছবিতে দেখুন ।

মার্ক করে দেখানো জায়গায় Use two-factor authentication চাপ দিন এবং নিচের ছবিতে দেখুন ।

facebook-maintain

Text message (SMS) তার নিচে Use Text Message (SMS) অপশানে চাপ দিলে আপনার মোবাইল নম্বার দেওয়া থাকলে দেখাবে নতুন দেওয়ার জন্য Add Number থাকবে । ওখানে Number দিয়ে continue এ ক্লিক করলে আপনার নম্বরে একটা কোড আসবে । কোডটি দিলেই Two-factor authentication চালু হয়ে যাবে ।

বিঃ দ্রঃ প্রত্যেক বার ফেসবুকে লগ ইন করার সময় আপনার ঐ নম্বরে একটা কোড আসবে । তাই যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি কাছে রাখুন । এভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখতে পারেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x