বর্তমানে অনলাইনে যত প্রকার মিটিং অ্যাপ আছে তার মধ্যে অন্যতম জুম। কর্পোরেট কিংবা সাধারণ মানুষ তাদের সেবা নিয়ে থাকে এই জুম অ্যাপ থেকে । তাদের সেবাকে আরও বড় ও সফল করতে নতুন সার্ভিস নিয়ে আসছে মার্কেটে ।
মার্কেটে বিভিন্ন কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে আনছে ক্যালেন্ডার ও মেইল সার্ভিস । এই সার্ভিস দিলে যেমন জনগণ উপকার পাবে । আবার তাদের ব্যবসার পরিমানও বাড়বে । তাদের সার্ভিস কখন নিয়ে আসবে তা নিয়ে থাকবে আজকের লেখা ।
জুম অ্যাপের নতুন সার্ভিস
কোনো কোম্পানি একটা সেবা নিয়ে কখনও বসে থাকে না । তাই জুম তাদের সেবাকে জনগণের কাছে আরও আকৃষ্ট করতে এই সেবা আনছে । তাদের মেইল সেবার নাম হবে “জেডমেইল” যেখান থেকে গ্রাহক মেইল করতে পারবে ।
গুগলের জিমেইলের মত কাজ করবে । গুগল ছাড়া আরও অনেক কোম্পানি মেইল সার্ভিস দিয়ে থাকে । অন্যটি হলো ক্যালেন্ডার । তাদের ক্যালেন্ডারের নাম হবে “জেডক্যাল” সেখান থেকে সবাই ক্যালেন্ডার ব্যবহার করতে পারবে ।
বর্তমানে তাদের এই সকল সেবা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাইনি জুম । তাই আমাদের তাদের এই সকল সেবা সম্পর্কে জানতে হবে আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
তারা তাদের এই সেবা মার্কেটে আনার জন্য প্রায় দুই বছর যাবত কাজ করছে । তাদের বার্ষিক সম্মেলন হয় মূলত নভেম্বর মাসে তখন এই সম্পর্কে ঘোষণা আসতে পারে ।
অনেক প্রযুক্তিবিদদের ধারণ তারা নতুন এই সকল সেবা মার্কেটে আনার কারণে তারা একটা প্রতিযোগীতার মধ্যে পড়তে পারে । তাই তাদের নতুন সেবা দেওয়ার ক্ষেত্রে অধিক পরিমাণে সর্তক হতে হবে । এ জন্য তাদের প্রতিনিয়ত কাজ করতে হবে । আমাদের তাদের সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
আমাদের লেখাগুলো কেমন লাগে তা জানাতে পারেন আমাদের মেইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এই সকল মাধ্যমে । আপনার প্রযুক্তি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে গ্রুপে পোষ্ট দিতে পারেন তা জানার জন্য । তাছাড়া সকল নিউজ পেতে গুগল নিউজে ফলো করে রাখতে পারেন ।
জুম অ্যাপ সম্পর্কে জানতে এই লেখাটি পড়তে পারেন Zoom Meeting কী? কীভাবে কাজ করে?