কম্পিউটার অটো রিস্টার্ট হতে পারে বিভিন্ন কারণে । তাদের মধ্যে অন্যতম কারণ হলো কম্পিউটারে হার্ডওয়্যার এর কারণে বেশি রিস্টার্ট হয়ে থাকে । তবে আমরা অনেক সময় দেখে থাকি সফটওয়্যার এর কারণে হয়ে থাকে ।
তবে বলা যায় যে, একক সফটওয়্যার বা হার্ডওয়্যার এর কারণে হয়ে থাকে না । তবে আমার কম্পিউটারের একবার এমন সমস্যা হয়েছিল । সেখানে ছিল আমার কম্পিউটারের হার্ডওয়্যার গত সমস্যা। এছাড়া আমার পরিচিত একজনের কম্পিউটারে এমন সমস্যা হয়েছিল সেখানে দেখা যায় তার কম্পিউটারের মাদারবোর্ডএর সমস্যা ।
তাছাড়া অসম্পূর্ণভাবে কোনো সফটওয়্যার ইনস্টল দিলেও অনেক সময় কম্পিউটার অটো রিস্টোর্ট নিয়ে থাকে । তাই এমন সমস্যা হয়ে তা নিয়ে আলোচনা হবে সাথেই থাকুন ।
কম্পিউটার অটো রিস্টার্ট নেওয়ার কারন
১)হার্ডওয়্যারগত সমস্যা
কম্পিউটারে বেশিরভাগ দেখা যায় হার্ডওয়্যার এর কারণে রিস্টোর্ট নিয়ে থাকে । যদি মাদারবোর্ড কোনো সমস্যা থেকে থাকে তাহলে এমন সমস্যা বেশি হয়ে থাকে । দেখা যায় প্রসেসর এর সাথে মাদারবোর্ডে ভালো কানেকশন না হওয়ার কারণে এমন বেশি হয়ে থাকে ।
২) প্রসেসর
কোনো কারণে যদি প্রসেসর অধিক পরিমাণে গরম হয় বা তাপ সৃষ্টি করে থাকে । তখন দেখা যায় যে, আপনার কম্পিউটারের অনেক সময় রিস্টার্ট নিয়ে থাকে । বর্তমানের কম্পিউটারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে সেগুলো একটু বেশি গরম হয়ে গেলে বন্ধ হওয়ার চান্স বেশি থাকে ।
৩) কুলিং ফ্যান
অনেক সময় দেখা যায় যে, কুলিং ফ্যানে অধিক পরিমাণে ময়লা জমার কারণে বাতাস বের হতে পারে না । তখন কম্পিউটার অধিক পরিমাণে গরম হতে থাকে । এখন এই সব কম্পিউটারে অধিক পরিমাণে গরম হওয়ার কারণে অটো রিস্টার্ট নিয়ে থাকে ।
৪) ভাইরাস
আমরা এখন কম্পিউটার ইন্টারনেটের সাথে বেশি সংযুক্ত করে থাকি । আবার অনেক বেশি ইন্টারনেট ব্রাউজ করি । যেখান সেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে থাকি । তবে ফ্রি বেশি সফটওয়্যার এর মধ্যে অনেক সময় ভাইরাস থাকে ।
অনেক ভাইরাস আবার অনেক শক্তিশালী । তারা তাদের কাজ করতে না পারলে বা কম্পিউটারে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কম্পিউটার রিস্টার্ট করে থাকে ।
৫) উইন্ডোজ
কম্পিউটারে অধিক পরিমাণে যদি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে । তাহলে উইন্ডোজের অনেক ফাইল মিসিং হতে থাকে । আর এই সব ফাইল সমূহ মিসিং হওয়ার কারণে কম্পিউটার অটো রিস্টার্ট নিতে থাকে ।
কম্পিউটার অটো রিস্টার্ট হওয়া থেকে সমাধান
যদি দেখা যায় আমাদের কম্পিউটার অনাকাঙ্ক্ষিত কোনো কাজ হচ্ছে । বা আমরা যে কাজ করি নাই সেই কাজ ও হচ্ছে তাহলে বুঝতে হবে কম্পিউটারে ভাইরাস এ আক্রান্ত হয়েছে । এছাড়া অন্যতম কারণ কম্পিউটারের হার্ডওয়্যার এর কারণে কম্পিউটার অটো রিস্টার্ট নিয়ে থাকে ।
তবে এর মধ্যে বেশি সমস্যা হয়ে থাকে মাদারবোর্ড এর কারণে । তাই দেখা যায় যে, কম্পিউটারের এই বিষয়গুলো একটু খেয়াল করলে আপনার কম্পিউটার অটো রিস্টোর্ট নিবে না ।
আরও পড়ুনঃ এন্টিভাইরাস কি? সেরা ৫টি এন্টিভাইরাস (কম্পিউটার)