ইমো অ্যাপ যে সকল বাংলাদেশি সকলের কাছে খুব প্রিয় তা সকলেয় জানেন । বাংলাদেশে যে কয়েকটা জনপ্রিয় মেসেজিং অ্যাপ আছে তার মধ্য ইমো ধরা যায় এক নম্বরে আছে ।
যেহেতু সকলের কাছে এই অ্যাপের অনেক গ্রহণ যোগ্যতা রয়েছে । তাই বাংলাদেশের সরকার কোভিডের বিরুদ্ধে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়াতে তাৎক্ষণিক এই জনপ্রিয় মেসেজিং এই অ্যাপ কে বেছে নিয়েছে ।
এই কাজ আরও সহজ করতে ইমো তাদের নতুন ফিচার সংযুক্ত করেছে । যা এই কাজকে আরও সহজ করে তুলবে ।
এই পদ্ধতিগ্রহণের অন্যতম কারণ হিসেবে ধরা হয়েছে যে, বাংলাদেশিরা যেন কোনো ভাবেই টিকা গ্রহণের কোনো প্রকার বাধার সম্মুখিন না হয় ।
টিকা রেজিস্ট্রশনের যত প্রকার জটিলতা আছে তা যেন সহজে সমাধান করতে পারে । এখানে এমন একটি ফিচার সংযুক্ত করা হয়েছে এই খানে ক্লিক করলে সহজেই সরকারের সুরক্ষা নামের যে ওয়েব সাইট তৈরি করেছে সেখানে নিয়ে যাবে ।
সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং কোন হাসপাতালে টিকা গ্রহণ করতে ইচ্ছুক সেই কাজ সেট করতে পারবে ।
ওয়েব সাইটে রেজিস্টেশন প্রক্রিয়া শেষ হলে কর্তৃপক্ষ টিকা গ্রহণকারীর মোবাইলে টিকা গ্রহণের সময় ও ডেট জানিয়ে দেবে ।
আপনি যদি ইমো ইউজার হয়ে থাকেন তাহলে নিচের ছবিটি একটু লক্ষ করেলেই বুঝতে পারবেন যে ইমো তাদের নতুন ফাংশনটি কোথায় যোগ করেছে । তাই নিচের ছবিটি একটু লক্ষ করুন ।

IMO DOWNLOAD LINK
এই বিষয়টি ইমো কর্তৃপক্ষ জানিয়েছে । এই ফিচার ইমোর নতুন ফাংশনটি Explore ট্যাবে “ কোভিড-19 ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট ” এখানে পাবেন ।
তাই ইমো ব্যবহারকারীরা খুব সহজেই কোভিড-19 এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন । এই ট্যাবে চাপ দেওয়ার পর আপনার কি কি করতে হবে তার সকল টিউটোরিয়াল সমূহ দেখিয়ে দিবে । সেই অনুপাতে কাজ করলে সকল কাজ সমুহ সঠিকভাবে শেষ হয়ে যাবে ।
তাই সঠিকভাবে রেজিস্ট্রেশন করুন টিকা নিন সুস্থ থাকুন ভালো থাকুন ।আর আপনি চাইলেই ইমোতে অডিও ও ভিডিও কলসমূহ রেকড করতে পারেন । এই সুবিধাটি পেতে নিচের পোষ্টি পড়ে নিতে পারেন ।
বিঃদ্রঃ ইমোতে এই সু্যোগ সব সময় নাও থাকতে পারে কারণ সরকার এখন জনগনের দ্রুত টিকা দেওয়ার জন্য এই সিস্টেম করেছে । তাই পরবর্তিতে রেজিস্টেশন নাও থাকতে পারে ।
ইমোতে কল রেকর্ড (অডিও + ভিডিও) কিভাবে