বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

সার্চ ইঞ্জিন কি ? বিশ্বের জনপ্রিয় ১০টি সার্চ ইঞ্জিন

search engine

সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার আগ্রহ সকলের আছে । কারণ এই ইন্টারনেটের এই যুগে আমরা কোনো কিছু খুজতে গেলে আগে সার্চ ইঞ্জিনে সেটা জানার চেষ্টা করি ।

আপনার নির্দিষ্ট তথ্যকে সকলের আগে স্কিনে হাজির করে থাকে এই ইঞ্জিন । সেখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলোকে নিয়ে থাকি ।

সার্চ ইঞ্জিন কী?

সার্চ ইঞ্জিনকে মূলত ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফটওয়্যার প্রোগ্রাম বলা হয় যেখানে তথ্য জমা করে রাখে প্রয়োজনীয় সময় সার্চ দিলে আপনার কাছে উপস্থাপন করে থাকে তথ্য ।

সার্চ ইঞ্জিন একটি স্ক্রিপ্টের মাধ্যমে রান হয়ে থাকে যা নেট জগতে ঘুরে বেডায় । ঘুরে বেড়ানোর সাথে সাথে সকল তথ্যকে সংরক্ষন করে থাকে ।

যখন কেউ কোনো তথ্যকে সার্চ করে তখন তাদের জমানো কোটি কোটি ওয়েব পেজের তথ্য থেকে বাচাই করে সার্চকারীর নির্দিষ্ট তথ্যটি দিয়ে থাকে ।

সার্চ ইঞ্জিনের প্রকারভেদ

কাজ ও অ্যালগরিদমের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনকে ৩ ভাগে ভাগ করা হয় ।(১)প্রাইমারি সার্চ ইঞ্জিন (২) সেকেন্ডারি সার্চ ইঞ্জিন (৩) টার্গেটেড সার্চ ইঞ্জিন

বিশ্বের জনপ্রিয় ১০টি সার্চ ইঞ্জিন

১. Google

সার্চ ইঞ্জিন এর কথা যখনই আমাদের মাথায় আশে তাখনই আমরা ভেবে নিই গুগলের কথা । গুগল তাদের মধ্যে জনপ্রিয় ।

গুগল সার্চ জগতের এই মুহুর্তে ৯২.৪৭ মার্কেট শেয়ার নিয়ে বসে আছে । য দিন দিন আরও বাড়ছে । ব্যবহারকারীর উন্নত সেবা দেওয়ার জন্য তারা সর্বদা কাজ করে যাচ্ছে ।

২.Bing

মাইক্রোসফট এর উইন্ডোজ দিলে আপনার পিসি বা ল্যাপটপে একটি ডিফল্টভাবে সার্চ ইঞ্জিন থাকবে সেটা হল বিং । এই ইঞ্জিনটি মাইক্রোসফট ডেভেলপ করেছে ।

এরা তাদের ব্যবসার বিভিন্ন পরিশেবা যেমনঃ ভিডিও, ইমেজ, মানচিত্র, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । বিং এখন পর্যন্ত ২.৭১ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।

৩. Baidu

এটি একটি মূলত চীনা সার্চ কোম্পানি । তারা ২০০০ সালের ১ল জানুয়ারি বাজারে আশে । তাদের চীনে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । এরা তাদের ব্যবসার বিভিন্ন পরিশেবা যেমনঃ ভিডিও, ইমেজ, মানচিত্র, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে ।

চীন তারা নিজেদের কাজে ব্যবহার করে থাকে । তারা বাইরের তা তেমন ব্যবহার করে না ।  এখন পর্যন্ত গ্লোবাল ১.৪৫ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।

৪.Ask.com

এই ওয়েব সাইটটি মূলত প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দিয়ে থাকে । যদি তাদের ওয়েব সাইটে কোনো প্রকার উত্তর না থাকে তাহলে তারা অন্য সাইট থেকে উত্তর নিয়ে ব্যবহারীর কাছে উপস্থাপন করে । এখন পর্যন্ত গ্লোবাল ০.১৮ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।

 ৫. Yahoo

এক সময়কার জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু । এক সময় এই জগতে মার্কেট পায় সব তাদের দখলে ছিল । এরা তাদের ব্যবসার বিভিন্ন পরিশেবা যেমনঃ ভিডিও, ইমেজ, মানচিত্র, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে ।

তারা বিভিন্নভাবে গ্রাহকের কাছে সেবা প্রদান করে থাকে । এখন পর্যন্ত গ্লোবাল 1.64 ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে .

৬. DuckDUckGO

আপনি যদি গোপনীয়তা নিয়ে একটু বেশী চিন্তায় থাকেন তাহলে এইটি ব্যবহার করতে পারনে । তাদের তাদের ব্রাউজার ও সার্চ সেবাটি অধিক পরিমানে গোপনীয়তের সাথে করে থাকে ।

তাদের এই গোপনীয় এই নীতির কারণে আল্প কয়েক বছরে ভালো জনপ্রিয়তা পেয়েছে । এখন পর্যন্ত গ্লোবাল ০.৬৬ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।

৭. AOL

এটি মূলত একটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা  । এরা ১৯৮৩ সালে কন্ট্রোল ভিডিও কনফারেসিং হিসেবে তাদের যাত্রা শুরু করে । এরা কোম্পনির বিজ্ঞাপন দিয়ে আয় করে থাকে । এখন পর্যন্ত গ্লোবাল ০.৬ ভাগ মার্কেট শেয়ার নিয়ে আছে ।

৮. Yandex

এটা মূলত একটা রাশিয়ান ইন্টারনেট কোম্পানি । রাশিয়ায় এটা সর্বাধিক ব্যবহার হয়ে থাকে । এরা ও গুগলের মত অনেক সার্ভিস দিয়ে থাকে ।

৯. Excite

এই সাইট অনেক পুরাতন হয়ে তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারে নি । তারা অল্প পরিমাণ সেবা দিয়ে থাকে ।

১০. Wolfram Alpha

এই সাইটি সার্চ করার পর অনুসন্ধান করার ফলাফল প্রদান করে না । এই সাইটটি অনেকটা উইকিপিয়ার এর মত কাজ করে থাকে । বিভিন্ন সময়, ইতিহাস, গণিত, রসায়ন, আরও বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিয়ে থাকে ।

বিঃদ্রঃ এখানে যে মার্কেট শেয়ার দেখানো হয়েছে তা পর্বতীতে কম বেশি হতে পারে কারণ বর্তমানেরটা দেখেনো হয়েছে ।

আরও অন্য বিষয়ে আপডেট পেতে আমাদের ফেসবুকে লাইক দিতে পারেন লিংক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x