বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন অনলাইন থেকে এক ক্লিকে

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের একান্ত প্রয়োজন হয়ে থাকে অনেক সময়। ফটোতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড করে চাই আমরা যেটা ফটোশপ দিয়ে আমরা যেটা খুব সহজে করতে পারি।

কিন্তু অনেকের কম্পিউটারে ফটোশপে না কাজ করতে পারে বা না ফটোশপ সফটওয়্যার নাও থাকতে পারে বা ফটোশপ লোড দেওয়ার পরে হ্যাং হতে পারে তাদের জন্য সহজ সমাধান হচ্ছে অনলাইন থেকে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ।

সেই সম্পর্কে কয়কটি ওয়েব সাইট সম্পর্কে জানব । ওয়েব সাইটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কোনো প্রকার কাজ করতে হয় না । কয়েক ক্লিক এর মাধ্যমে কাজ শেষ করে ফেলা যায় ।

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকে দেখে নিন

প্রথমে আপনি যেকোনো ব্রাউজার ওপেন করবেন । ওপেন করার পর ব্রাউজারে লিখবেন remove.bg লেখার পর ওয়েব সাইটে প্রবেশ করবেন । এখানে দুই ভাবে ফটো/ ছবি লোড করা যায় । একটা ড্রাগ এ্যান্ড ড্রপ ও সরাসরি আপলোড করে ।

তবে ড্রাগ এ্যান্ড ড্রপ করে কাজ করলে অনেক দ্রুত করা যায় ।নিচের ছবির দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কি করতে হবে।

উপরের ছবিতে যেভাবে দেখানো হয়েছে । এই ভাবে কাজ করার পর নিচের ছবিটা দেখবেন ।এখানের দেখানো ছবিতে ব্যাকগ্রাউন্ড ছিল  ।

প্রথমে আছে Original এই ট্যাবে আপনি ক্লিক করলে যে ছবি আপলোড দিয়েছেন সেই ছবি দেখতে পাবেন । Removed Background এট্যাবে যে ছবির ব্যাকগ্রাউন্ড হবে সেই ছবি দেখাবে । ওয়েব সাইট লিংক

এখানে ছবি দেওয়ার সাথে সাথে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে কোনো কিছু করা লাগবে না । পাশে আছে Download এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবি ডাউনলোড হয়ে যাবে ।

আপনার যদি এই ওয়েব সাইটে ভালো না লাগে তাহলে নিচের ওয়েব সাইটগুলোতে কাজ করতে পারেন । তবে সব ওয়েব সাইটে একই কাজ করে থাকে । এরকম চারটি সাইটের নাম দেওয়া হল

১)clippingmagic.com

২)burner.bonanza.com

৩)slazzer.com

৪)pixlr.com/remove-background

এই চারটি ওয়েব সাইট থেকে আপনি একই রকম কাজ করতে পারবেন । এখন আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন । তবে আমি সব সময় remove.bg এই ওয়েব সাইটটি ব্যবহার করে থাকি । আপনি কোন ওয়েব সাইটটি ব্যবহার করছেন জানতে পারেন কমেন্টের মাধ্যমে ।

আরও পড়ুনঃ ইমোতে প্রাইভেসি সেটিং যা আপনার জানা দরকার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x