বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

Wi-Fi এর পাসওয়ার্ড বের করার সহজ উপায় ।

wifi

ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করার অনেক সময় প্রয়োজন হতে পারে । যেমনঃ আপনার বাসাতে কোনো ওয়াই-ফাই এর লাইন নাই ।

তখন আপনি আপনার কোনো পরিচিত লোকের কাছে যান ওয়াই-ফাই চালাইতে । তখন দেখা যায় যে, সে আপনাকে আপনার ফোন নিয়ে নিজে পাসওয়ার্ড সেট করে দিয়ে থাকে সে কখনও পাসওয়ার্ড বলে না ।

লগ-ইন থাকা অবস্থায় কিভাবে আপনি Wi-Fi এর পাসওয়ার্ড বের করতে পারবেন সে সম্পর্কে জানব ।

বিঃদ্রঃ পোষ্টটি সম্পূর্ণ না পড়ে কোনো প্রকার মন্তব্য করবেন না ।

Wi-Fi এর পাসওয়ার্ড বের করার সহজ টেকনিকঃ

প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিং আপশনে । সেখান থেকে দেখবেন Connections  নামের যে আপশন আছে সেখানে ক্লিক করতে হবে ।

ক্লিক করার পর Wi-Fi নামের যে অপশন সেখানে ক্লিক করতে হবে । Wi-Fi অন করার পর আশেপাশে যে কয়টি কানেকশন আছে সব কয়টি দেখাবে । এবার আপনার যেই টি কানেকশন আছে সেই Wi-Fi এর নামের উপর প্রেস করে ধরে রাখতে হবে ।

হাত দিয়ে প্রেস করে ধরে রাখার ফলে একেবারে নিচের দিকে ডান পাশে অথবা বাম পাশে একটা QR Code  দেখাবে । কিছু ফোনে প্রেস করে ধরে রাখতে হয় আবার কিছু ফোনে সেটিং আইকন আশে সেখানে চাপ দিলে হয় ।

QR Code এ ক্লিক করলে একটু বড় করে দেখাবে । তখন ফোন থেকে একটা স্কিনশট নিতে হবে । আপনার ফোনে যেভাবে স্কিনশট নেওয়া যায় সেইভাবে স্কিনশট নিয়ে নিন । এই খানের কাজের কাজ শেষ ।

এবার চলে যাবেন আপনার ফটো গ্যালারিতে যেখানে আপনার ফটো থাকে । সেখান থেকে স্কিনশট নেওয়া ফটোটি শূধুমাত্র QR Code টুকু Edit করে নিবেন ।

Edit করার ক্ষেত্রে Crop করে শুধুমাত্র QR Code টুকু নিয়ে সেইভ করে একটা ফটো তৈরি করবেন ।এখান এর কাজ শেষ । এবার চলে যাবে Google Play store এ সার্চ বারে লিখবেন ।

Apps Download link

QR & Barcode  Scanner লিখলেয় প্রথমে চলে আসবে ।এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন । অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করতে হবে ।

ওপেন করার পর দেখবেন ডান পাশে  ইমেজের/ফটোর একটা আইকন আছে সেখান থেকে সিলেক্ট করে আপনাকে নিয়ে যাবে ইমেজ/ফটো গ্যালারিতে ।

এবার আপনি QR Code ছবিটি সিলেক্ট করবেন । সিলেক্ট করার পর একেবারে যাদুর মত লাগবে । আপনার কাঙ্খিত ওয়াই-ফাই এর পাসওয়ার্ড পেয়ে যাবেন।

বিঃদ্রঃ আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড এর আপডেট ভার্সন না হয় তাহলে কাজ করবেন । তাই পুরাতন ফোন দিয়ে চেষ্টা করে কোনো কাজ নাও হতে পারে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x