ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করার অনেক সময় প্রয়োজন হতে পারে । যেমনঃ আপনার বাসাতে কোনো ওয়াই-ফাই এর লাইন নাই ।
তখন আপনি আপনার কোনো পরিচিত লোকের কাছে যান ওয়াই-ফাই চালাইতে । তখন দেখা যায় যে, সে আপনাকে আপনার ফোন নিয়ে নিজে পাসওয়ার্ড সেট করে দিয়ে থাকে সে কখনও পাসওয়ার্ড বলে না ।
লগ-ইন থাকা অবস্থায় কিভাবে আপনি Wi-Fi এর পাসওয়ার্ড বের করতে পারবেন সে সম্পর্কে জানব ।
বিঃদ্রঃ পোষ্টটি সম্পূর্ণ না পড়ে কোনো প্রকার মন্তব্য করবেন না ।
Wi-Fi এর পাসওয়ার্ড বের করার সহজ টেকনিকঃ
প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিং আপশনে । সেখান থেকে দেখবেন Connections নামের যে আপশন আছে সেখানে ক্লিক করতে হবে ।
ক্লিক করার পর Wi-Fi নামের যে অপশন সেখানে ক্লিক করতে হবে । Wi-Fi অন করার পর আশেপাশে যে কয়টি কানেকশন আছে সব কয়টি দেখাবে । এবার আপনার যেই টি কানেকশন আছে সেই Wi-Fi এর নামের উপর প্রেস করে ধরে রাখতে হবে ।
হাত দিয়ে প্রেস করে ধরে রাখার ফলে একেবারে নিচের দিকে ডান পাশে অথবা বাম পাশে একটা QR Code দেখাবে । কিছু ফোনে প্রেস করে ধরে রাখতে হয় আবার কিছু ফোনে সেটিং আইকন আশে সেখানে চাপ দিলে হয় ।
QR Code এ ক্লিক করলে একটু বড় করে দেখাবে । তখন ফোন থেকে একটা স্কিনশট নিতে হবে । আপনার ফোনে যেভাবে স্কিনশট নেওয়া যায় সেইভাবে স্কিনশট নিয়ে নিন । এই খানের কাজের কাজ শেষ ।
এবার চলে যাবেন আপনার ফটো গ্যালারিতে যেখানে আপনার ফটো থাকে । সেখান থেকে স্কিনশট নেওয়া ফটোটি শূধুমাত্র QR Code টুকু Edit করে নিবেন ।
Edit করার ক্ষেত্রে Crop করে শুধুমাত্র QR Code টুকু নিয়ে সেইভ করে একটা ফটো তৈরি করবেন ।এখান এর কাজ শেষ । এবার চলে যাবে Google Play store এ সার্চ বারে লিখবেন ।
Apps Download link
QR & Barcode Scanner লিখলেয় প্রথমে চলে আসবে ।এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন । অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে ওপেন করতে হবে ।
ওপেন করার পর দেখবেন ডান পাশে ইমেজের/ফটোর একটা আইকন আছে সেখান থেকে সিলেক্ট করে আপনাকে নিয়ে যাবে ইমেজ/ফটো গ্যালারিতে ।
এবার আপনি QR Code ছবিটি সিলেক্ট করবেন । সিলেক্ট করার পর একেবারে যাদুর মত লাগবে । আপনার কাঙ্খিত ওয়াই-ফাই এর পাসওয়ার্ড পেয়ে যাবেন।
বিঃদ্রঃ আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড এর আপডেট ভার্সন না হয় তাহলে কাজ করবেন । তাই পুরাতন ফোন দিয়ে চেষ্টা করে কোনো কাজ নাও হতে পারে ।