বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

VPN কি? এর সুবিধা আসুবিধা নিয়ে আলোচনা

vpn

VPN শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি । VPN এর অর্থ Virtual Private Network . VPN হলো ইন্টারনেট জগতে একটা কাল্পনিক সুড়ঙ্গ পথের সাথে তুলনা করা যেতে পারে যার কোনো বাস্তবে অস্তিত্ব নেই । এই সুড়ঙ্গ পথের মাধ্যমে আপনার তথ্যগুলোকে অন্য জায়গায় সঠিকভাবে পৌছাতে পারে এটাকেই মূলত কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো হয়েছে ।

ইন্টারনেট জগতে প্রাইভেসি রক্ষার পাশাপাশি নিজেকে সম্পূর্ণরুপে সুরক্ষিত রাখার জন্য অনেকে ভিপিএন ব্যবহার করে থাকেন। এছাড়া বিভিন্ন ওয়েব সাইট ব্লক থাকলে সেখানে প্রবেশের জন্য ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে থাকেন ।

ভিপিএন কীভাবে কাজ করেঃ

আমরা সকলেই ভালোভাবে জানি ইন্টারনেট তথ্য আদান প্রদান করা হয়ে থাকে । কিন্তু ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা । যেহেতু ইন্টারনেট উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা পৃথিবীর সবাই এই নেটওয়ার্ক এর সাথে যুক্ত আছে তাই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেক সময় অনেক ঝুঁকি থেকে যায় ।

তথ্যকে গোপনভাবে আদান প্রদান করা খুব কঠিন হয়ে পড়ে । আর ইন্টারনেট জগতে এই ঝুঁকি থেকে বাচার জন্য মানুষ ইন্টারনেট জগতের সুড়ঙ্গ প্রাইভেট নেটওয়ার্ক বা VPNব্যবহার করে থাকে |

আর VPN ব্যবহারে করার ফলে তার তথ্যকে খুব নিরাপদে পৌছাতে পারে নির্দিষ্ট স্থানে । একটা উদাহরণ দেওয়া যাক । ধরুন দেশের একটা গুরুত্বপূর্ণ স্থানে একটা সেমিনার হচ্ছে সেখানে শুধুমাত্র খেলোয়াড় ছাড়া অন্য কোনো মানুষ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ।কিন্তু আপনার যাওয়া একান্ত প্রয়োজন ।

আপনি খেলোয়াড় না হওয়ার কারণে আপনাকে যেতে দিবে না । তাই আপনাকে খেলোয়াড় সেজে সেখানে প্রবেশ করতে হবে । তেমনি ইন্টারনেট জগতে আপনাকে নিরাপদে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য VPN ব্যবহার করতে হবে।

কয়েকটি ভিপিন এর নামে দেওয়া হল

(1) CyberGhost

(2) PrivateVPN

(3) NordVPN

(4) HMA VPN

(5) TunnelBear

(6) Pure VPN

ভিপিএন এর সুবিধাসমূহঃ (১) ভিপিএন এর মাধ্যমে আপনার তথ্যসমূহকে নিরাপদে পৌছাতে পারবেন । (২) ফ্রিতে অনেক ভালো VPN ব্যবহার করা যায় । (৩) ভিপিএন ব্যবহার করে লোকেশান পরিবর্তন করা যায় । (৪) ভিপিএন যেহেতু IP Address লুকিয়ে রাখে সেহেতু হ্যাকারের কাছে ধরা খাওয়ার সম্ভাবনা নেই ।

ভিপিএন এর অসুবিধাসমূহঃ যেহেতু প্রত্যেক জিনিসের যেমন সুবিধা আছে তেমনি আছে আসুবিধা । ভিপিএন এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয় । তাই অসুবিধাগুলো নিচে আলোচনা করা হলো ।

(১) ভালো মানের ভিপিএন ব্যবহার করতে হলে আপনাকে টাকা প্রদান করতে হবে । (২) ফ্রি ভিপিএন এ আপনার ব্যক্তিগত তথ্য চাইতে পারে যার মাধ্যমে ঝুঁকি থেকে যায় । (৩) ভিপিএন আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোড করতে দিবে না । (৪) প্রফেশনাল ওয়েব সাইটে ভিপিএন ব্যবহার করার ফলে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে । (৫) ভিপিএন এর মাধ্যেমে আপনার লোকেশান বার বার পরিবর্তন করার কারণে ফেসবুক,ইউটিউব আপনাকে ব্লক করতে পারে ।

ইউটিউব এর ইতিহাস সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x