বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

টাইপিং টেস্ট করার সেরা ওয়েবসাইটগুলো

টাইপিং টেস্ট

কম্পিউটার ছাড়া বর্তমানে জীবন যাপন করা খুব কঠিন । কম্পিউটার আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে । আর আপনি যে কোনো সেক্টরে চাকরি করতে চাইলেই কম্পিউটার জানা আবশ্যক । কম্পিউটার টাইপিং খুব গুরুত্বপূর্ণ কাজ । তাই টাইপিং টেস্ট করতে হয় ।

আপনি প্রতি মিনিটে কতগুলো শব্দ লিখতে পারেন । সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হয় ইংরেজিতে । এছাড়া আপনার নিজের প্রতিষ্ঠান বা কোম্পনিতে কাজ করতে গেলে টাইপিং টেস্ট করাটা খুব দরকার । যত বেশি টাইপিং এ গতি থাকবে তত বেশি কাজ করতে পারবেন ।

এই লেখায় ইংরেজি typing test ও অনুশীলন করার জন্য কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হবে । যা আমি নিজেও ব্যবহার করি ।

টিপিং টেস্ট করার সেরা ওয়েবসাইট

প্রথমে typing test করার পর আপনার লেখা আসবে Speed  10 বা 22 WPM  বা অন্য কিছু । এখানে WPM এর অর্থ Words per minute  । যার অর্থ দাঁড়ায় আপনি প্রতি মিনিটে কতগুলো করে শব্দ টাইপিং করছেন । এখানে দেখানো প্রত্যেকটা ওয়েবসাইটের লিংক দেওয়া হবে অনুশীলন করার জন্য ।

Speedtypingonlie

এই ওয়েবসাইটে আপনার ইচ্ছামত সময় দিয়ে নিতে পারবেন ।এই ওয়েবসাইটে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত লেখা অনুশীলন করা যায় । লেখা সিলেক্ট করে নিতে পারেন আপনার ইচ্ছামত। যে সব বিষয় আপনার ভালো লাগে সেই সকল বিষয় সিলেক্ট করে নিতে পারেন । লিংক

Typingtest

আমাদের দেশে যারা টাইপিং টেস্ট বা অনুশীলন করে তারা বেশির ভাগ মানুষ এই ওয়েব সাইট ব্যবহার করেন । যাদের বাসায় ইন্টারনেট লাইন নেই তার Typing test এর সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে টাইপ শেখে ।

আপনার বাসায় ইন্টারনেট লাইন থাকলে অনলাইনে শিখতে পারেন । আর ইন্টারনেট লাইন না থাকলে এই কোম্পানির সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন ।লিংক

Thetypingcat

এই ওয়েবসাইটের অন্যতম ফিচার হলো এখানে যারা সবচেয়ে বেশি স্পিড তুলতে পারছে তাদের নামের লিস্ট আকারে দিয়ে থাকে । এখানে বিভিন্ন দেশের মানুষ টাইপিং অনুশীলন করে থাকে ।আপনার স্পিড বেশি হলে আপনার নামও দেখাবে তাদের ওয়েবসাইটে । তাই টাইপিং এর স্পিড টেস্ট করুন।লিংক

10fast fingers টাইপিং টেস্ট

যদি এই স্পিড টেস্ট করার জন্য কোনো প্রকার টাকা প্রদান করতে না চান তাহলে আপনার জন্য এই ওয়েবসাইট সেরা । উপরের কিছু ওয়েবসাইট আছে ফ্রি আবার পেইড আর এই ওয়েবসাইট ফ্রিতে ব্যবহার করতে পারবেন ।লিংক

Typing টাইপিং টেস্ট

উপরের সব ওয়েবসাইটে আপনি অনুশীলন ও স্পিড টেস্ট করতে পারবেন । কিন্তু সেই সকল ওয়েবসাইটের ডিজাইন পছন্দ না হতে পারে । কারণ তাদের ডিজাইন ভাল নয় । কিন্তু এই ওয়েবসাইটের ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । অনেক সুন্দর ডিজাইন করেছে তারা । লিংক  

তাই দেরি না করে উপরের যেকোনো একটা ওয়েবসাইট ওপেন করে আপনার টাইপিং টেস্ট করে নিতে পারেন । আর টাইপিং অনুশীলন করার প্রয়োজন থাকলে এখানে করতে পারেন ।

আরও পড়ুনঃ কম্পিউটার শর্টকার্ট কি ব্যবহারের কিছু কিছু নিয়ম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x