বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

Kotha app বাংলাদেশী সোশ্যাল মিডিয়া অ্যাপ

kotha app

Kotha app মুলত বাংলাদেশী ডেভেলপারদের তৈরি একটি অ্যাপ । অনেকে এই অ্যাপকে সোশ্যাল মিডিয়া ও লাইফ স্টাইল অ্যাপ বলে থাকে । যদি এরকম হয় একের ভিতর সব । কারণ এই অ্যাপে আপনি একই সাথে অনেক গুলো ফিচার একই সাথে পেয়ে যাবেন।

মানে একটা অ্যাপের ভিতর সোশ্যাল মিডিয়, নিউজ, খেলাধুলার নিউজ, ডক্তারি সেবা, অনলাইন গেইম, রিসেন্ট আপডেট, ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং গান, ইউটিউব এর ট্রেন্ডিং, মুভি ট্রেন্ডিং, এছাড়া আরো আছে ট্রাভেল, ক্যারিয়ার, বিনোদন,অনলাইন শপিং সব কিছু ।

এক কথায় বলা যায় যে, kotha app এর মধ্যে আপনার যা যা প্রায়োজন সবকিছু পেয়ে যাবেন একই সাথে।

Kotha app এর সকল কাজ

প্রথমে আপনার মোবাইল এর গুগল প্লে স্টোর থেকে kotha লিখে সার্চ দিতে হবে এবং ডাউনলোড করা নিতে হবে । ডানলোড লিংক, তার পর ওপেন করতে হবে । প্রথমে ফোন নম্বর চাইবে, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।

অনেকটা ইমো অ্যাপের মত ।ইমো তে ৬টি টিপস জানতে ক্লিক করুন । রেজিস্ট্রশন করার সময় যে পারমিশন চাইবে সেগুলো দিতে হবে ।আপনি যে নম্বর দিয়ে রেজিস্ট্রশন করবে সেই নম্বর ই kotha app এর নম্বর হবে । মানে ইমোতে যেভাবে থাকে। রেজিস্ট্রশন করার পর নিচের ছবির মত দেখাবে।

Chat:

প্রথমে থাকবে চ্যাট । আপনি যতগুলো মানুষের সাথে চ্যাট করবেন সকল মানুষের লিস্ট থাকবে এখানে । ও আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এখানে ।

Lifestyle:

লাইফস্টাইলে এই অ্যাপের সব কিছু পাবেন । যেমনঃ প্রথমে আছে Virtual hospital  এখানে আপনি পাবেন সকল ধরনের ভার্চুয়াল ডাক্তারি সেবা ।তারপরে গেইম এখন অনলাইনে ট্রেন্ডিং পজিশনে কি কি গেইম আছে সে সম্পর্কে জানা যাবে এভাবে আরো আছে, করোনার সকল সেবা ।

অডিও ভিডিও ট্রেন্ডিং গান । খেলার আপডেট, ইউটিউব,নিজউ, এছাড়া অনেক কিছু  এক কথায় অসাধারণ ।

Feed

এই ফিডের মাধ্যমে আপনি ফাসবুকের যেমন নিউজ ফিড দেখা যায় তেমনি এই kotha app এর নিউজ ফিড দেখা যায় । আপনি বা অন্য কেউ স্টাটাস দিলে সব কিছু দেখা যাবে এই নিউজ ফিডে।

Communities

ফেসবুকে যেমন গ্রুপ আছে এখানে অনেক গ্রুপ আছে এই কমিউনিটির মাধ্যমে । আপনার ইচ্ছা মত অনেক গ্রুপে জয়েন হতে পারবেন । এবং বিভিন্ন সাহায্য নিতে পারবেন।

Friends

এখানে আপনার কন্ট্রাক লিস্টে যতগুলো মানুষের kotha app এ  অ্যাকাউন্ট আছে সকলের লিস্ট এখানে দেখাবে । এখান থেকে যোগাযোগ করতে পারবেন। এছাড়া নতুন গ্রুপ ও তৈরি করতে পারবেন এখান থেকে ।

এখন পর্যন্ত এক লাখের ও বেশি বার ডাউনলোড করা হয়েছে ।রিভিউ আছে চার হাজার ।তাই আমাদের উচিত বাংলাদেশী অ্যাপের সাথে থাকা ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x