বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

সেরা অ্যাপস মোবাইলের জন্য জেনে নিন

সেরা অ্যাপস নিয়ে আজকে আলোচনা হবে । আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজে মোবাইল অ্যাপস ব্যবহার করে থাকি ।এখন এর মধ্যে থেকে আমরা অনেকে জানি না কোন অ্যাপসগুলো আমাদের অনেক কাজে লাগতে পারে আর কোনগুলো রাখলে আমাদের ফোনের জন্য অনেক ক্ষতি হতে পারে । তাই জেনে নিন কোন অ্যাপসগুলো আমাদের ফোনে রাখা জরুরি ।

সেরা অ্যাপস গুলো জানা দরকার

১) Screenshot touch

এই অ্যাপসটি মূলত যাদের ফোনের ডিফল্ট  স্কিন শট কাজ করে না তাদের জন্য ব্যাপক কাজের একটি অ্যাপস । এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেয় হবে ।

ডাউনলোড করার পর সেটআপ করে আপনি ইচ্ছামত স্কিনশট নিতে পারেন ফোনে । গুগল প্লে স্টোরে গিয়ে screenshot touch  লিখে সার্চ করলেই হবে । তাই ডাউনলোড করুন আর উপভোগ করুন ।

২) 10 Minute School

আপনি যদি বাংলাদেশি হয়ে হয়ে থাকে এবং স্টুডেন্ট হন তাহলে আপনাকে  এই অ্যাপ টি মোবাইল  রাখা একান্ত প্রয়োজন । এই অ্যাপে আপনি যে কোনো শ্রেণির হন না কেন সকল ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন ।

এছাড়া ভর্তি চাকরির প্রস্তুতি  বা স্কিল ডেভেলপমেন্ট এর সকল ধরনের ভিডিও টিউটোরিয়া পেয়ে যাবে ফ্রি ও পেইড । তাই দেরি কেন এখনই সফটওয়্যার টি ডাউনলোড করুন এবং উপভোগ করুন ।

৩) Hello English

হ্যালো ইংলিশ এমন একটি অ্যাপস  যেটি ব্যবহার করে আপনি আপনার ইংলিশ এর লেভেলটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন । খানে গেম খেলার মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারেন ।

তাই দেরি না করে এখনই আপনার ইংরেজির লেভেল যদি কম হয়ে থেকে ডাউনলোড করে ইংরেজি শেখা শুরু করে দিন ।

৪)Adobe Reader

আমরা এখন সবাই ডিজিটাল সময়ে বসবাস করছি ।আর ডিজিটাল সময়ে সব কিছু ডিজিটাল হবে এটাতো স্বাভাবিক । এখন প্রায় সব ধরনের বই পিডিএফ ভার্সন পাওয়া যায় ।

এই পিডিএফ ফাইল আপনি ওপেন করতে পারবেন না যদি আপনার ফোনে adobe reader নামের এই আপসটি না থাকে । তাই সব ধরনের পিডিএফ ফাইল ওপেন করতে এখনই এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিয় ।

৫) Advance Bangla Dictionary

এই অ্যাপসটি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য । এখানে আপনি  ইংরেজি লিখলে তার অর্থ চলে আসবে ।

সাথে সাথে আরও কি কি অর্থ হতে পারে তার সব কিছু চলে আসবে । তাই দেরি কেন এখনই ডাউনলোড করে শুরু করে দিন এই অ্যাপসটি ।

বিঃদ্রঃ এখানে একটি অ্যাপসের ডাউনলো লিংক দেওয়া হলো । আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসগুলোর নাম লিখে সার্চ দিলে অ্যাপস গুলো চলে আসবে কারণ এই অ্যাপসগুলো খুব জনপ্রিয় । তাই দেরি না করে এখনই ব্যবহার করতে পারেন ।

এই সেরা অ্যাপস গুলো ব্যবহার করলে আপনার জীবন আরও স্মার্ট হয়ে উঠবে ।

আরও পড়ুনঃ স্মার্টফোনে যে ৫টি বিপদজনক অ্যাপস এখনই ডিলিট করা উচিত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x