বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

রিদ্মিক কিবোর্ড মোবাইলে ব্যবহার করার নিয়ম

ridmik keyboard

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করেনি এমন মানুষ পাওয়া যাবে না যারা বাংলা ভাষাভাষী স্মার্টফোন ব্যবহার করে ।বাংলা লেখার জন্য প্রায় সবাই রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে থাকে । কারণ ব্যবহার করা খুব সহজ ।

বাংলা লেআউট আছে যারা মোটামুটি বাংলা জানে তারা সবাই এই কিবোর্ডটি ব্যবহার করতে পারবে । এছাড়া ইংরেজি ও অভ্র লেআউট আছে । অনেকে দেখা যায় সঠিকভাবে কিবোর্ডটি সেটআপ না দেওয়ার কারণে ব্যবহার করতে পারে না ।

তাই আজকে জানতে পারবেন কিভাবে সেটআপ করতে হয়, অক্ষর লেখার নিয়ম কিছু যুক্তাক্ষর ও সুবিধাসমূহ তাই সংঙ্গে থাকুন ।

রিদ্মিক কিবোর্ড এর পরিচিতি

২০১২ সালে দিদ্মিক ল্যাবস তাদের অ্যাপস সর্বোপ্রথম বাজারে আনেন । তবে ২০১৮ সাল থেকে তারা রিদ্মিক ল্যাবসকে একটি কোম্পানি হিসেবে কাজ শুরু করে ।

এরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপস বানায় না আইওএস এর জন্য অ্যাপস বানিয়েছে । তাই আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস এর জন্য ব্যবহার করতে পারবেন ।

কিবোর্ডের জনপ্রিয়তা কেমন?

এই কিবোর্ডটি গুগল প্লে স্টোরে ৫০ মিলিয়ন + ডাউনলোড হয়েছে এবং রিভিউ রয়েছে 281,385+ । তাহলে বোঝা যায় কত মানুষ এই কিবোর্ডটি ব্যবহার করে । এই অ্যাপসটি সাইজ হলো ৯.৪ এম্বি । যা বেশি জায়গা নিয়ে বসে থাকে না ।

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যাবে

বাংলা কিবোর্ডের জন্য গুগল প্লে স্টোরে শুধু মাত্র একটা বাংলা কিবোর্ড নয় । এখানে আছে শত শত কিবোর্ড । এর ভেতর থেকে কিছু সুবিধার জন্য এই কিবোর্ডটি অন্যদের থেকে একটু বেশি জনপ্রিয় হয়েছে । তার কিছু সুবিধাসমূহ নিচে আলোচনা করা হল ।

১) সাধারণ এই অ্যাপে কোনো প্রকার অ্যাড শো করে না । যা একজান ব্যবহারকারীর কাছে খুব ভালো লাগে ।

২)এই কিবোর্ডে বিভিন্ন প্রকার লে-আউট পাওয়া যায় যেমনঃ ইংলিশ, অভ্র, প্রভাত ও জাতীয় । এখান থেকে আপনি অভ্র, প্রভাত ও জাতীয় দিয়ে বাংলা টিইপিং করতে পারবনে ।

৩) এই অ্যাপসটি আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য সম্পূর্ণরূপে ফ্রিতে পাবেন । এটা একটা বিরাট সু্যোগ ।

৪) আপনি চাইলেই নিজের ইচ্ছামত থিম সাজিয়ে নিতে পারেন। যা আপনার পছন্দ হয় ।

কিবোর্ড সেট-আপ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য

প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপসটি । ডাউলোড করতে এখানে ক্লিক করুন । ডাউনলোড করার পর অ্যাপসে ট্যাপ/প্রবেশ করুন। প্রথমে ওয়েলকাম পেজ আসবে । নিচের ছবিটি একটু দেখে নিন ।

এই পেজে আছে Setup and Get Started এখানে ক্লিক করুন । এই পেজের নাম Setting up রিদ্মিক কিবোর্ড । এই পেজে নিচে আছে Enable in Settings এখানে ক্লিক করুন । এবার পরের পেজ আসবে Available virtual keyboard এখান থেকে Ridmik keyboard এখানে ক্লিক করতে হবে ।

এবার আসবে Switch input methods এখানে ক্লিক করে Ridmik keyboard এখানে ক্লিক করতে হবে । এবার Finished এ ক্লিক করলে কাজ শেষ হবে ।এবার যেকোনো জায়গা লেখার জন্য পুরাতন যে কিবোর্ড আছে সেটা স্পেসবার থেকে পরিবর্তন করে হবে ।  

বাংলা কিভাবে লিখবেন । এখানে আপনি তিন ভাবে বাংলা লিখতে পারবেন । আপনি অভ্র, প্রভাত ও জাতীয় ব্যবহার করে । তবে এখানে বাংলার জন্য ২টি লেআউট ব্যবহার করা যায়।

তাই যেকোন একটি সব সময় বন্ধ রাখতে হয় । যেখানে লিখবেন সেখানে যাওয়ার পরে স্পেসবারে সোয়াইপ করলেই প্রত্যেকটা লেআউট পরিবর্তন করতে পারবেন ।

আরও পড়ুনঃ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x