বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

বিরক্তিকর মেসেজ আশা বন্ধ করুন খুব সহজে

বিরক্তিকর মেসেজ

বিরক্তিকর মেসেজ মানুষজন অনেক সমস্যা মনে করে । তাই বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) জানিয়েছে এখন থেকে আর কোনো প্রমোশনাল কোনো মেসেজ আসবেনা ।

সেই জন্য সকল গ্রাহকে ডু নট ডিস্টার্ব (ডিএনডি) সেবা চালু করতে হবে । বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল কোম্পানিগুলো যখন কোনো নতুন অফার নিয়ে আশে তখন প্রত্যেক গ্রাহককে জানিয়ে থাকে ।

জানানোর মাধ্যম হিসেবে তারা প্রমোশনাল মেসেজ সিস্টেমটা বেছে নিয়ে থাকে । এক্ষেত্রে অনেক গ্রাহক এটা বিরক্তি মনে করে থাকে । তাই এই বিরক্তিকর মেসেজ বন্ধ করে গ্রাহকদের কিভাবে আরও উন্নত সেবা দেওয়া যায় সেই লক্ষে সিম কোম্পানি গুলো ডু নট ডিস্টার্ব (ডিএনডি) সেবা নিয়ে এসেছে ।

বিরক্তিকর মেসেজ আশা বন্ধ করার সহজ উপায়ঃ

এখানে কিছু কোড ও এস এম এস বা ফোন করে তাদের বলে দিলেই তারা এই সার্ভিসগুলো বন্ধ করে দিবে । তাই চলুন জেনে নিয় ।

১) গ্রামীণফোন

গ্রামীণফোনের প্রমোশনাল এসএমএস বন্ধ করতে যা ডায়াল করতে হবে *121*1101#  আবার যদি এই প্রমোশনাল মেসেজ পেতে চান তাহলে ডায়াল করতে হবে *121*1102#

2) রবিঃ


রবির ক্ষেত্রে আমরা সব সময় একটু ভিন্নতা লক্ষ করি এবার ও এর ব্যতিক্রম নয় । তাই রবির গ্রাহকরা 123 নম্বরে ডায়ায় করে ডু নট ডিস্টার্ব (ডিএনডি) এই সেবাটি চায় না বা চায় বললে তারা নিয়ে যাবে তাদের ডিএনডি সেবাদাতা স্থানে এবং আপনি যেটা চায়ছেন সেটা করে দিবে । এছাড়া *7# ডায়াল করে একই রকম সেবা নেওয়া যাবে

৩) এয়ারটেল

রবি গ্রাহকদের মত এয়ারটেল গ্রাহকদেরও 123 এই নম্বরে ডায়াল করে বলতে হবে ডিএনডি সেবাটি নিতে কিনা তারা সব কিছু করে দিবে । এছাড়া *7# ডায়াল করে একই রকম সেবা নেওয়া যাবে।

৪) বাংলালিংকঃ

বাংলালিংকে কোনো প্রকার প্রমোশনাল মেসেজ না চাইলে যা করতে হবে । প্রথমে ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে অফ (OFF) এবং 6121 নম্বরে এসএসএম পাঠায়তে হবে । এছাড়া *121*8*6# ডায়াল করে একই রকম সেবা নেওয়া যাবে ।

৫) টেলিটকঃ

টেলিটকে এধরনের কোনো সার্ভিস এখনও পর্যন্ত চলু করে নি ।  

তাই দেরি না করে এখনই সেবা নিন ভালো থাকুন

বিঃদ্রঃ বিটিআরসি প্রত্যেকটা মেসেজ এর শেষে উল্লেখ করে দিচ্ছে যে আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে বন্ধ করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে বন্ধ করার কোরার দরকার নেই ।

আরও পড়ুনঃ চেক করুন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x