বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ফেসবুকের নাম পরিবর্তন করার সহজ উপায়

facebook-name-change

বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুজেঁ পাওয়া খুবই অভাব। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে। আবার দেখা যায যে অনেকের অনেক গুলো থাকে । তাই এই ফেসবুক ব্যবহার করার জন্য অনেক সময় ফেসবুকের নাম পরিবর্তন করতে হতে পারে ।

তাই সঠিকভাবে ফেসবুকের নাম পরিবর্তন না করতে পারলে অ্যাকাউন্টের সমস্যা হতে পারে । তাই আমরা দেখব সঠিক উপায়ে কীভাবে নাম পরিবর্তন করা যায় ।

ফেসবুকের নাম পরিবর্তন করার সহজ উপায়

প্রথমে আপনার অ্যাকাউন্ট Log In করতে হবে ।

ফেসবুকের নাম পরিবর্তন

তারপর ছবিতে দেখানো লাল ঘরের মধ্যে ক্লিক করতে হবে । তারপর নিচে Settings & Privacy তে ক্লিক করতে হবে । তারপর প্রথমে Settings নামে একটা অপশান আসবে সেখানে ক্লিক করতে হবে । সেখানে General এর ভেতরে আপনার বর্তমান নামটি দেওয়া থাকবে । নিচের ছবিতে যেভাবে দেখানো হলো ।

facebook name change

নামের পাশে Edit নামে একটা অপশান থাকবে ।দেখছেন Name নামে একটা ট্যাব ওপেন হয়েছে । সেখানে লেখা আছে প্রথমে First name , দ্বিতীয় নম্বরে আছে Middle name পাশে দেওয়া আছে Optional মানে এটা দিলে হবে আবার না দিলে হবে, তৃতীয় নম্বরে আছে Surname |

আমার এখানে অতিতের নাম গুলো মুছে দিয়েছি । ক্লিক করে আপনার অতিতের নাম মুছে দিয়ে বর্তমানে যে নামেটি দিতে চাচ্ছেন সেই নামটি দিতে হবে । নিচের ছবির দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ।

facebook name change bangla

সব গুলো সঠিকভাবে পূরণ করে দেখুন নিচে লেখা আছে Review Change এ ক্লিক করতে হবে । ক্লিক করলে আপনার কাজ শেষ হবে না আর একটু কাজ বাকি আছে ।

Review Change এ ক্লিক করার পর একটা Popup ওপেন হবে সেখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটি দিতে হবে । পাসওয়ার্ডটি দেওয়ার পর Save Changes নামে একটা অপশান আসবে সেখানে ক্লিক করতে হবে । হয়ে গেল আপনার ফেসবুকের নাম পরিবর্তন ।

বিঃদ্রঃ নাম পরিবর্তন করার পরে আপনার নাম ৬০ দিনের মধ্যে কোনো ভাবে পরিবর্তন করতে পারবেন না ।আর হ্যাঁ নামের মধ্যে কোনো প্রকার বিশেষ চিহ্ন যেমনঃ কমা দাড়ি ফুলস্টপ । আরো যে সব চিহ্ন আছে সেগুলো ব্যবহার করা যাবে না । ব্যবহার করলে নামের কোনো পরিবর্তন করতে পারবেন না । একারণে কোনো প্রকার বিশেষ চিহ্ন ব্যবহার করবেন না ।

আর এটা দেখানো হয়েছে পিসিতে ফেসবুক ব্যবহার করে । তবে পিসি ও মোবাইল একই রকম । পিসি এবং মোবাইলে খুব একটা পার্থক্য নেয় । একটু ভালোভাবে পড়ে নিবেন একবারে পেরে যাবেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x