বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

চেক করুন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

সিম রেজিস্ট্রেশন

সিম রেজিস্ট্রেশন ছাড়া আমরা সেটা কোনো ভাবেই ব্যবহার করতে পারি না । আর সেই সিম রেজিস্ট্রেশন হতে হবে অবশ্যই বায়োমেট্রিক্স পদ্ধতিতে । আমরা অনেকেই দেখি আমাদের এনআইডি দিয়ে পারিচিত জনদের রেজিস্ট্রেশন করে থাকি তাতে কোনো সমস্যা নেই ।

যদি তারা এই সিম দিয়ে কোনো প্রকার অপরাধ প্রবণ কাজ করে থাকে তাহলে সেই সমস্যা যার এনআইডি মালিকের উপর যাবে । দেখা যায় আমরা অনেকে রেজিস্ট্রেশনের সু্যোগ দিয়ে থাকি তবে আমাদের মনে নাই ।

তখনই আপনি আপনার এনআইডি দিয়ে চাক করে নিতে পারেন আপনার নামে কে কে সিম ব্যবহার করে । তখন চাইলে আপনি সেই সিম বন্ধ করে দিতে পারেন ।

এক এনআইডি বিপরীতে কয়টি সিম ব্যবহার করা যায় ?

আপনার শুধু এনআইডি নয় পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে সবোর্চ্চ ১৫ টি সিম ক্রয় করতে পারবেন।তা ছাড়া আপনি সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন ।

আরও জেনে নিনঃ ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সকল সিমের কোড এক সাথে

আর যদি এমন মনে হয় যে সব সিম রেজিস্টেশন লিস্ট দেখার পর যে, এই সিম আমি ব্যবহার করি না বা সিম হারিয়ে গিয়েছে চাইলে সেই সব সিম বন্ধ করতে পারবেন সিমের কাস্টমার কেয়ার এর অফিসে গিয়ে ।

সিম রেজিস্ট্রেশন চেক করা উপায়

প্রথমে ফোন নিয়ে ডায়াল করতে হব *16001#  নিচের ছবির মত দেখাবে Please enter the last four digit of your ID এখানে আপনার এনআইডি’র শেষের চারটি নম্বর দিয়ে Send এ ক্লিক করতে হবে ।

এছাড়া আপনি এসএমএস এর মাধ্যমে এই গুলো যাচাই করতে পারেন । এসএমএস অপশনে গিয়ে এনআইডি’র শেষের চারটি নম্বর টাইপ করে 16001 এই নম্বরে সেন্ড করলে আপনার এনআইডি দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তাদের লিস্ট পরবর্তি ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে ।

সিম ওয়াইজ দেখতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে

Banglalink  থেকে ডায়াল করতে হবে *16001#  নম্বরে ।

Grameenphon: এই সিমে *4949#  ডায়াল করলে ফিরতি এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে ।

Robi: ডায়াল করুন *16001# এই নম্বরে ।

Airtel:  ডায়াল করতে হবে *121*4444#

TeleTalk: টেলিটকের ক্ষেত্রে সব সময় ভিন্ন থাকে এবারো তার ব্যতিক্রম নয় তাই মেসেজ করতে হবে এসএমএস এর কোনো অপশন নাই info লিখে এই নম্বরে 1600 সেন্ড করতে হবে ।

বিঃদ্রঃ যার নামে সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়ে হয়েছে সেই আইডি দিয়ে চেক করতে হবে তা না হলে কোনো ভাবেই কাজ হবে না । এছাড়া বিভিন্ন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x