বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

কি ও কী এর মধ্যে পার্থক্য নির্ণয় করা একান্ত প্রয়োজন

কী ও কি একই ভেবে আমরা ভুল করে থাকি । আমরা অনেকেই মনে করি কী ও কি মধ্যে আসলে কোনো পার্থক্য নেয় দুইটার অর্থ মনে হয় একই হবে । কিন্তু বাংলা ব্যাকারণ এর দিকে তাকালে আমরা দেখি কী ও কি একে বারেই আলাদা । যদি আমরা এদের পার্থক্য সম্পর্কে জানতে পারি তাহলে আমরা বাক্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারব ।

কি ও কী এর ব্যবহার ঃ

কি” যেসব প্রশ্নের উত্তর শুধু মাত্র হাঁ বা না দ্বারা দেওয়া যায অথবা মাথা বা ঘাড় নেড়ে দেওয়া যায় সেই সব প্রশ্নে কি ব্যবহার হয় । উদাহরণঃ (ক) তুমি কি ভাত খাবে? (খ) তোমার বাবার নাম কি রফিক? (গ) তুমি কি আগের মত ছবি আঁক? (ঘ) তুমি কি আমার সাথে যাবে? উপরের উদাহরণ দেখে বোঝা যাচ্ছে কি কখন বসবে ।

কী” আর যে সব প্রশ্নের উত্তর হাঁ বা না দ্বারা অথবা ঘাড় বা নেড়ে দেওয়া যায় না সেই সব প্রশ্নে কী ব্যবহার করা হয় । উদাহরণঃ (ক) তুমি কী কারণে আজ আসলে না? (খ) কী এমন দঃখ তোমার? (গ) বাংলাদেশে কী কী সুন্দর জিনিস পাওয়া যায়? (ঘ) তুমি কী ভাবে ভালো কিছু করবে?

ই ও য় এর ব্যবহার জানব

এবার আমরা শিখব কখন শব্দের শেষে ই ও য় হয়ে থাকে । কারণ সব শব্দের শেষে ই ও য় ব্যবহার করা যায় না যদি এভাবে বলি আমি যাই । সে যাই । এখানে যাই /যায় বানানে পার্থক্য আছে আমরা আজকে এই পার্থক্য সম্পর্কে জানব । আমরা জানি বাংলা ব্যাকারণে তিন প্রকার পুরুষের উল্লখে আছে যথা – (ক) উত্তম পুরুষ (খ) মধ্যম পুরুষ (গ) নাম পুরুষ

(ক) বক্তা যখন নিজেই কথা বলেন সেটা উত্তম পুরুষ । এর সর্বনাম পদ আমি,আমরা ইত্যাদি । (খ) যে কথা শোনেন তিনি মধ্যম পুরুষ । এর সর্বনাম তুমি,তোমরা ইত্যাদি । (গ)যে কথা বলে এবং যে কথা শোনে এ ছাড়া অন্য কারোর কথা বললে তিনি নাম পুরুষ । এর সর্বনাম সে,তিনি ইত্যাদি ।

যদি কোনো বাক্যের প্রথমে আমি,আমরা থাকে সেই সেই বাক্যের শেষে যাই,পাই,খাই,হই সব জায়গায় ই হয় যেমন – আমি ভাত খাই । আমি বাজারে যাই । বাকি অন্য ক্ষেত্রে বাক্যের প্রথমে সে ,তিনি, তাহারা ইত্যাদি থাকে সেয় বাক্যের শেষে যেমন – সে ভাত খায় । সে বিদ্যালয়ে যায় । সব বাক্যের শেষে য় ব্যবহার করতে হয় ।

Google translate এক ক্লিকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x