বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

এক ফোনে একাধিক ইমো অ্যাকাউন্ট সাপোর্ট

imo

ভিডিও কলের জন্য ইমো একটা সাধারণ অ্যাপ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশীদের কাছে । কারণ অধিকাংশ বাংলাদেশের মানুষ ভিডিও কলের জন্য ইমো অ্যাপ ব্যবহার করে থাকে । এই কথা মাথায় রেখে কোম্পানি তাদের নতুন ফিচার এনেছে বাংলাদেশীদের জন্য এক ফোনে একাধিক ইমো আকাউন্ট ।

তারা একটা মোবাইলে একাধিক অ্যাকাউন্ট সাপোর্ট করার সু্যোগ দিবে বাংলাদেশীদের জন্য । এই ফিচার যুক্ত হওয়ার কারণে একটা মোবাইলে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে তাদের ব্যাক্তিগত অ্যাকাউন্ট পরিবর্তন লগ ইন করতে পারবে । এই সুবিধাটা যারা বাংলাদেশী ইউজার আছে তাদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে ।

পরিবারে একটা মোবাইল থাকলে সেখানে একাধিক অ্যাকাউন্ট তৈরি করে সবাই নিজেস্ব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে । একটা লগ ইন করে কাজ শেষ হয়ে গেলে লগ আউট করে নতুন আইডিতে কাজ করতে পারবে সবাই ।

বাংলাদেশে সবার কাছে স্মার্টফোন নেই  তবে স্মার্টফোন ব্যবহারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।  ইমো তাদের এক জরিপ চালিয়ে দেখেছে  দেশের প্রায় ৬৫ ভাগ মা বাবাদের কাছে স্মার্টফোন নেই ।

অন্য দিকে ইমো ব্যবহারকারীদের ৫০ ভাগ তারা তাদের পরিবারের সাথে ইমো ব্যবহারে মোবাইল ফোন শেয়ার করে থাকে । সেই ক্ষেত্রে দেখা যায় ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পেতে বেশি আগ্রহী ।

ইমো এর একাধিক অ্যাকাউন্ট সাপোর্ট করার জন্য যা যা করতে হবে  

প্রথমে আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে হবে বা লগ ইন করা থাকলে ইমোতে প্রবেশ করতে হবে । তারপর সর্ব বামপাশের “Me” নামে যা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে ।

প্রথমে আপনার নাম ও ফোন নম্বর থাকবে তার নিচে  Switch Account নামের একটা অপশন পাবেন । এই জায়গায় ক্লিক করতে হবে । এবার Add Account এ আপনি সর্বোচ্চ ৫ টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন । যে কয়টা অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সেই সব অ্যাকাউন্ট এর লিস্ট এখানে দেখাবে ।

আর যে অ্যাকাউন্ট পাশে টিক চিহ্ন দেওয়া থাকবে সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে । দারুন একটা ফিচার উপভোগ করতে থাকেন ।

কি কারণে এই ফিচার আনল ইমো

বাংলাদেশে ইমো ব্যবহারকারী অনেক তাদের ব্যবসার কথা চিন্তা করে তারা এমন ফিচার এনেছে ।

বাংলাদেশে ইমো জনপ্রিয় হওয়ার কারণ বাংলাদেশে এখনো ইন্টারনেটে সহজ লভ্য নয় । তাছাড়া ইন্টারনেটের গতির কারণে অন্য যে অ্যাপগুলো আছে তারা তাদের কলের মান অনেক খারাপ হয় । সেই দিক থেকে ইমো অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে ।

কম ডাটা ও  ইন্টারনেটের গতি কম হলেও ভালো কাজ করে । অন্য অ্যাপের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডাটা সেভ করে থাকে । download link

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x