বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

অ্যান্ড্রয়েড ফোন ফ্যাক্টরি রিসেট করার নিয়ম জেনে নিন

ফোন ফ্যাক্টরি রিসেট

স্মার্টফোন জগতে যত প্রকার ফোন ব্যবহার হচ্ছে তার মধ্যে অন্যতম অ্যান্ড্রয়ড ফোন । আমাদের বিভিন্ন কারণে ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে । অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম হওয়ায় বিভিন্ন কোম্পানি তাদের মোবাইল ফোনগুলোতে খুব সহজে ব্যবহার করতে পারছে ।

যেটি মোডিফাইল লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । আমাদের দেশের মানুষ যত স্মার্টফোন ব্যবহার করে তার অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোন । আইফোন খুব কম মানুষ ব্যবহার করে । চাইনিজ কোম্পানিগুলো কম টাকায় ফোন সরবরাহ কারণ আমাদের দেশে অ্যান্ড্রয়েড ফোন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।

বর্তমানে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম কোনটি

বিশ্বর জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড । যা বিশ্বে ৮০ শতাংশের বেশি স্মার্টফোনে ব্যবহার হচ্ছে ।তাই বলা যায় অ্যান্ড্রয়েড সবচেয়ে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম ।

আন্ড্রয়ড ফোন কেন ফ্যাক্টরি রিসেট দেওয়া প্রয়োজন

ফোন বিভিন্ন কারণে ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন দেওয়া লাগতে পারে । সেই সব কারণগুলো জেনে নেওয়া যাক

১) আমাদের ফোন বিক্রি করার সময় অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেওয়া উচিত । কারণ আমাদের ফোনে অনেক সময় ব্যক্তিগত ফাইল থাকতে পারে যা আমাদের মনে থাকে না । এই ফাইলগুলো সরিয়ে দেওয়ার জন্য ফোন রিসেট দিতে হবে ।

২) ফোনের যদি অনেক বয়স হয়ে যায় তাহলেও কাজের অনেক ক্ষমতা কমে যায় । অনেক ক্যাশ ফাইল জমে যায় । সেইগুলো ক্লিয়ার করার জন্য হলেও ফোন ফ্যাক্টিরি রিসেট দিতে হয় ।

৩) ফোনের কার্যক্ষমতা বাড়াতে রিসেট দেওয়া উচিত ।

রিসেট দেওয়া আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

  • ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ করে নিতে হবে । কারণ রিসেট হতে অনেক সময় লেগে যায় । কাজ হওয়ার মাঝখানে চার্জ শেষ হয়ে গেলে ফোনের বড় ধরনের ক্ষতি হতে পারে ।
  • অ্যান্ড্রয়েড ফোনগুলো গুগল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে তাদের সকল সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য । তাই ফোনের সাথে ওয়াই-ফাই বা সেলুলার ইন্টারনেট কানেকশন দিয়ে নিশ্চিত করে নিন ।
  • ফোনের সকল ফাইলগুলো ব্যাকআপ করে নিন গুগল ড্রাইভে । কারণ ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়া কারণে সকল ফাইল মুছে যাবে ।
  • ফোনের যে সকল অ্যাকাউন্ট আছে তাদের পাসওয়ার্ড জেনে নিন যদি মনে না থাকে । যেমনঃ ফোনে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকলে পার্সওয়াড রিকভার করে নিন । কারণ ফোন রিসেট করার পর ফোনের সকল অ্যাকাউন্ট চলে যাবে । তাই আগে থেকে সর্তক হওয়া উচিত ।
  • এছাড়া সকল মোবাইল নম্বর ব্যাকআপ দিয়ে নিন গুগল ড্রাইভে ।

আজকের পোষ্টে সকল ফোনে সাধারণ কোথায় ফ্যাক্টরি রিসেট পাওয়া যায় ও সিম্ফনি ও রিয়েলমি ফোনের অপশন গুলো দেখানো হবে ।

সিম্ফনি ফোন রিসেট করার উপায়

  • প্রথমে ফোনের সেটিং এ প্রবেশ করবেন ।
  • প্রবেশ করার পর একেবারে নিচে দেখবেন System নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ।
  • এখানে নিচের দিকে Reset Options  নামের যে অপশন আছে সেখনে ক্লিক করুন ।
  • এখান থেকে শেষেরটা Erase all data (factory reset) এখানে ক্লিক করলে কাজ হয়ে যাবে ।

রিয়েলমি ফোন রিসেট করার উপায়

  • প্রথমে সেটিং এ প্রবেশ করতে হবে ।
  • একটু নিচের দিকে এসে দেখবেন Additional settings আছে সেখানে ক্লিক করতে হবে ।
  • একেবার নিচের চলে আসবেন নিচে আছে Back up and reset এখানে ক্লিক করতে হবে ।
  • এখানে অনেক অপশন আছে একেবারে নিচের অপশন Erase all data (factory  reset)  এখানে ক্লিক করতে হবে ।
  • এখানেও অনেক অপশন আছে আপনার যদি ফোনের সকল অপশন রিসেট দিতে হয় তাহলে Erase all data তে ক্লিক করতে হবে ।

সাধারণ যেকোনো অ্যান্ড্রয়েড ফোন এ Settings এর মধ্যে পাওয়া যায় । এখান থেকে খুঁজে বের করা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার হতে পারে । তাই সহজ উপায় হচ্ছে প্রথমে Settings এর সার্চ বারে লিখবনে Erase all data (factory reset)  এইটুকু লিখলেই চলে আসবে ।

এখান থেকে ওকে করলেই আপনার ফোন ফ্যাক্টরি রিসেট হওয়া শুরু হবে । তবে পড়ে নিবেন সকল ডাটা রিসেট দিচ্ছেন না বিশেষ কোনো ডাটা ।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি এর কিছু টিপস ও ট্রিকস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x