বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান টেলিটক সব সময় আমাদের অনেক বেশি অফার প্রদান করে থাকে । তাই ৭ মার্চ এর স্মরনীয় করার জন্য এনেছে নতুন অফার । ঐতিহাসিক দিনের জন্য বিশেষ অফার নিয়ে হাজির টেলিটক ।
৭ জিবি মাত্র ৫০ টাকায়
আমি বাংলাদেশের সকল সিম ব্যবহার করেছি । তবে এমন অফার কখনও পায় নি । বর্তমানে টেলিটক আর অন্য একটি সিম ব্যবহার করছি । সেখান থেকে টেলিটকে ঐতিহাসিক ৭ই মার্চের অনুপ্রেরণায় টেলিটক এর দুর্দান্ত অফার নিয়ে হাজির সকলের জন্য ।
এই রকম অফার আর কোনো কোম্পানি দিচ্ছে না । ৭ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ মাত্র ৫০ টাকা । এটা শুধুমাত্র আমরা যারা সিম ব্যবহার করি তাদের কাছে মেসেজ এসেছে। এছাড়া টেলিটকের ওয়েব সাইটে গিয়ে এই অফার সম্পর্কে জানতে পারেন ।৫০ টাকায় এই প্যাকেজটি কিনতে হলে ডায়াল করতে হবে *১১১*৫০# । এই ভাবে আপনি কিনতে পারেন । এই প্যাকেজ সম্পর্কে সংক্ষেপে
- ৭ জিবি
- ৭ দিন মেয়াদ
- ৫০ টাকা
- ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে । আর মেয়াদ বাড়ালে তাদের ওয়েব সাইটে জানিয়ে দিবে ।
তবে এই প্যাকেজ কিনতে কিছু শর্ত দিয়েছে টেলিটক বাংলাদেশ । শর্তসমূহ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে । নিচে দেওয়া হলো ।
১) *১১১*৫০# ডায়াল করতে হবে অথবা টেলিটকের ওয়েবসাইট গিয়ে ক্রয় করতে হবে ।
২)আপনি এই প্যাকেজটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় উপভোগ করতে পারবেন।
৩) আপনার ৭ দিনের ৭ জিবি ইন্টারনেট আগে শেষ হয়ে গেলে আপনার কাছ থেকে প্যাকের ডাটা ১৫ কেবি/পয়সা হারে ৫ টাকা পর্যন্ত পে-পার-ইউজ চার্জ প্রযোজ্য হবে।
৪) আর এই অফারে সকল চার্জ অন্তভূর্ক্ত করা হয়েছে ।
৫)ডাটা ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *১৫২ #
তাই আপনি এখনি নিয়ে নিতে পারেন এই অফার । এছাড়া আমরা টেলিটকের প্রতিনিয়ত নতুন নতুন অফার দেখতে পায় । তাই দেশের টাকা দেশে রাখতে টেলিটক ব্যবহার করুন । তাই নিতে পারেন এই অফারটি । এছাড়া টেলিটক আমাদের প্রতিনিয়ত অফার প্রদান করে থাকে বিশেষ করে বর্ণমালা সিমে বেশি অফার দিয়ে থাকে ।
আরও জানতে
টেলিটক সিম কেন ব্যবহার করবেন? এর সুবিধা