স্মার্টফোন চার্জিং এর বিষয়টা খুব গুরত্বের সাথে দেখা দরকার । কারণ স্মার্টফোন ব্যবহার করে অনেকটা চার্জ এর স্থায়ি কতক্ষন হবে এর উপর । আপনি যদি যথাযথ ভাবে স্মার্টফোনে চার্জ করতে না পারেন বা যদি নিয়ম না মানেন তাহলে ফোনের ব্যাটরি যত ভালো হোক না কেন বেশি দিন স্থায়ি হবে না । খুব তাড়াতাড়ি ফোনের ব্যাটরি নষ্ট হয়ে যাবে । তাই কিভাবে স্মার্টফোন চার্জিং করতে হয় সেই বিষয় আজকে আমরা জানব ।
স্মার্টফোন চার্জিং টিপস
১)অরিজিনাল চার্জার ব্যবহার করা
স্মার্টফোন কিংবা ফিচার/বাটন ফোন যেই ফোন ব্যবহার করেন না কেন কখনো অরিজিনাল চার্জার ছাড়া অন্য কোনো চার্জার ব্যবহার করবেন না । কারণ আপনার ব্যবহৃত ফোনটি যখন উৎপাদন করা হয়েছে তখন একটা নির্দিষ্ট পরিমাপের পাওয়ার দিয়ে ফোন ও ব্যাটরির পাওয়ার সমান করে তৈরি করা হয়েছে ।
যখনই অরিজিনাল চার্জার ছাড়া অন্য চার্জার ব্যবহার করবেন তখন চার্জের সময় ফোনের ব্যাটরি অনেক গরম হবে এভাবে আপনার ফোনের ব্যাটরির লাইফ শেষ হয়ে যাবে ।
২) অতিরিক্ত চার্জ না দেওয়া
অনেকের একটা অভ্যাস যে ফোন ব্যবহারের পরে রাতে ঘুমানোর সময়ে স্মার্টফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন এটা ফোনের জন্য অনেক খারাপ । হতে থাকে । ফোনে কখনো অতিরিক্ত চার্জ নেয় না এর ফলে আপনার ফোনের ব্যাটরি নষ্ট হতে পারে ।
আপনার ফোন যদি নতুন আপডেট ভার্সনের হয়ে থাকে তাহলে দেখবেন চার্জ ফুল হয়ে গেলে লেখা দেয় (নো অভার চার্জ) আর কতক্ষন আগে ফোনে চার্জ সম্পূর্ণ হয়েছে সেটার একটা মেসেজ দিয়ে থাকে ।
৩) যথাযথ পাওয়ার চার্জার ব্যবহার করা
এই কথাটির অর্থ হলো যে ফোনের যে রকম পাওয়ার নেওয়ার কথা সেই রকম চার্জার ব্যবহার করা । অনেকে ফোনে ফাস্ট চার্জার ব্যবহার করেন এটা মারাত্মক ভুল হয়ে থাকবে যদি আপনার ফোনে ফাস্ট চার্জার সাপোর্ট না করে থাকে ।
যে ফোনে ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে সেই ফোনের জন্য কোনো সমস্যা নেই । আর যে ফোনে ফাস্ট চার্জার সাপোর্ট করে না সেই ফোনে ফাস্ট চার্জার ব্যবহার করলে খুব অল্প সময়ের মধ্যে ফোনের ব্যাটরির লাইফ শেষ হয়ে যাবে ।
৪)থার্ড পার্টি অ্যাপস ব্যবহারকে না বলুন
আমরা অনেকে ফোনে অনেক বেশিক্ষণ ব্যাটরি ব্যাকআপ পাওয়ার থার্ডপার্টি অ্যাপস ব্যাটরি সেভার বিভিন্ন প্রকার অ্যাপস ব্যবহার করে থাকি এটা একটা মারাত্মক ভুল । যদি আপনার ফোনের যথাযথ ক্ষমতা না থাকে তাহলে যতই থার্ডপার্টি ব্যাটরি ব্যাক আপ অ্যাপস ব্যবহার করেন না কেন তাতে কোনো কাজ হবে না ।
এতে করে আরও বেশি পরিমানে ফোনের চার্জ ক্ষয় হতে থাকবে । কারণ আমরা জানি অতিরিক্ত অ্যাপস ব্যবহার করলে ফোনের র্যাম রম এর উপর চাপ পড়ে এবং চার্জ শেষ হতে থাকে ।
৫) ফোন চার্জে দিয়ে ব্যবহার না করা
স্মার্টফোন চার্জিং অবস্থায় রেখে কখনও ব্যবহার করবেন না । এতে করে ফোনের উপর ব্যাটরির উপর অনেক বেশি চাপ পড়ে । আপনি কখনও ফোন চার্জ রেখে কথা বলা বা নেট ব্রাউজিং বা গেম খেললে ফোনের সাথে সাথে ব্যাটরি খুব অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে ।
আরও পড়ুনঃ
- অ্যান্ড্রয়েড ফোন এর ৫টি গুরুত্বপূর্ণ টিপস
- স্মার্টফোন ব্যবহারে যে ক্ষতি হচ্ছে জেনে নিন
- স্মার্টফোনের ১০টি অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনে নিন