বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

সেরা কিউআর কোড অ্যাপ ও তার সম্পর্কে বিস্তারিত

কিউআর কোড

কিউআর কোড এখন প্রত্যেকটি পণ্যের গায়ে থাকে । সেই কোড স্ক্যান করে আমরা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারি । আর এই কোডটি যদি মোবাইল দিয়ে স্ক্যান করা যায় তাহলে তো ভালোই হয় ।

তাই মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করা এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা হবে । এছাড়া এই অ্যাপের কী কী সুবিধা আমাদের ফ্রিতে প্রদান করছে সে সম্পর্কে জানানো হবে ।

অ্যাপস ডাউনলোড

গুগল প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন QR & Barcode Scanner সাথে সাথে চলে আসবে । ডাউনলোড করে করে নিতে হবে । প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন বার । রিভিউ রয়েছে ২ মিলিয়ন,  রেটিং রয়েছে ৩+ । সার্চবারে গিয়ে ডাউনলোড করা যদি ঝামেলা মনে হয়ে তাহলে এখানে ক্লিক করতে পারেন।

কিউআর কোড এর কাজ

অ্যাপটি ওপেন করার সময় আপনার স্টোরোজের পারমিশন চাইবে । তাই পারমিশন দিতে হবে । প্রথমে স্ক্যান করার পেজ আসবে সামনে কোনো কিউআর কোড থাকলে স্ক্যান করে নিবে সাথে সাথে । যদি না থাকে তাহলে স্ক্যান করার জন্য অপেক্ষায় থাকবে ।

স্ক্যান

অ্যাপ ওপেন করার পর দেখবেন বাম পাশে উপরে থ্রিডট লাইন আছে এখানে ক্লিক করলে প্রথমে আসবে Scan । এই অপশন অ্যাপ ওপেন করার সাথে সাথে কাজ করে ।

Scan Image স্ক্যন ইমেজ

আবারও থ্রিডট মেনুতে ক্লিক করে দুই নম্বরে পাবেন Scan Image নামের এই অপশন । আপনার ফোনে কোনো প্রকার স্ক্যান করার মত ছবি থাকলে সেই ছবির স্ক্যানে কী লেখা আছে সেটা জানা যাবে ।

Scan Image এ ক্লিক করলে আপনার গ্যালারি ও গুগল ফটো এর অপশন দেখাবে । যেখানে আপনার ফটো আছে সেখানে ক্লিক করে ছবি সিলেক্ট করে দিলেয় কাজ হয়ে যাবে । সেই ছবিতে কি লেখা ছিল তা জানা যাবে ।

Favorites

উপরে আবারও ট্যাপ করে চার নম্বরে চলে আসবেন । এখানে আপনার পছন্দের ফাইলগুলো Favorite করে রাখতে পারেন। এখান থেকে ইচ্ছামত ব্যবহার করা যায় ।

কিউআর কোড History

হিস্ট্রিতে পাবেন আপনার আগের যতগুলো ফাইলে স্ক্যান করেছেন তাদের লিস্ট । যত QR কোড স্ক্যান করেছেন তাদের লম্বা একটা লিস্ট ।

My QR

এখানে আপনার নিজের জন্য একটা কিউআর কোড দিয়ে ছবি বানিয়ে রাখতে পারেন। যখন কেউ আপনার সম্পর্কে জানতে চাইবে তখন তখন আপনি বলতে পারেন এই কোডটি স্ক্যান করতে ।

স্ক্যান করার সাথে সাথে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবে । আপনার কষ্ট করে নাম, ফোন নম্বর, কোন প্রতিষ্টানে কাজ করেন, ঠিকানা, ইমেইল ও আপনার সম্পর্কে বলা লাগবে না। এই গুলো আগে থেকে সেট করা থাকবে এই QR Code ছবির মধ্যে ।

Create QR

এখানের প্রথমে আপনি QR Code তৈরি করতে পারবেন এবং নিচে বার কোড তৈরি করতে পারবেন । প্রথমে বলি আপনি আলাদা আলাদা কর তৈরি করতে পারবেন । Content from clipboard, URL, Text, Contact, Email, SMS, Geo, Phone, Calendar, Wifi, MY QR ।

এর মধ্যে থেকে MY QR এখান থেকে আগের মত নিজের সব কিছু দিয়ে QR code তৈরি করতে পারবনে । এবার নিচে আছে বার কোড । বার কোড হলো দেখবেন বিভিন্ন প্রডাক্ট এর গায়ে দাগ দাগ দেওয়া থাকে । এইগুলোকে বার কোড বলে । এখান থেকে বিভিন্ন ধরনের বার কোড তৈরি করা যায় ।

কিউআর কোড সেটিং

এই অ্যাপসের আরও বিভিন্ন ধরনের সেটিং এখান থেকে করা যায় নিজের ইচ্ছামত । নিজের ইচ্ছামত থিমের কালার পরিবর্তন । এছাড়া আরও সেটিং । এছাড়া আরও কিছু অপশন আছে যেমন শেয়ার এখান থেকে এই অ্যাপ শেয়ার করতে পারেন।

Our Apps এখানে থেকে এই কোম্পানির বিভিন্ন অ্যাপ সম্পর্কে জানতে পারেন । সর্বশেষ এই অ্যাপ যেহেতু ফ্রি তাই কিছু অ্যাড শো করবে । তাই আপনি যদি আপনার কাজের মধ্যে কোনো প্রকার অ্যাড না দেখতে চান তাহলে টাকা দিয়ে তাদের প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করতে পারনে । ধন্যবাদ ।

আরও জানতেঃ ব্যাটারি সাশ্রয়ী সেরা ১০টি অ্যাপ সম্পর্কে জেনে নিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x