কিউআর কোড এখন প্রত্যেকটি পণ্যের গায়ে থাকে । সেই কোড স্ক্যান করে আমরা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারি । আর এই কোডটি যদি মোবাইল দিয়ে স্ক্যান করা যায় তাহলে তো ভালোই হয় ।
তাই মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করা এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা হবে । এছাড়া এই অ্যাপের কী কী সুবিধা আমাদের ফ্রিতে প্রদান করছে সে সম্পর্কে জানানো হবে ।
অ্যাপস ডাউনলোড
গুগল প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন QR & Barcode Scanner সাথে সাথে চলে আসবে । ডাউনলোড করে করে নিতে হবে । প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ১০০ মিলিয়ন বার । রিভিউ রয়েছে ২ মিলিয়ন, রেটিং রয়েছে ৩+ । সার্চবারে গিয়ে ডাউনলোড করা যদি ঝামেলা মনে হয়ে তাহলে এখানে ক্লিক করতে পারেন।
কিউআর কোড এর কাজ
অ্যাপটি ওপেন করার সময় আপনার স্টোরোজের পারমিশন চাইবে । তাই পারমিশন দিতে হবে । প্রথমে স্ক্যান করার পেজ আসবে সামনে কোনো কিউআর কোড থাকলে স্ক্যান করে নিবে সাথে সাথে । যদি না থাকে তাহলে স্ক্যান করার জন্য অপেক্ষায় থাকবে ।
স্ক্যান
অ্যাপ ওপেন করার পর দেখবেন বাম পাশে উপরে থ্রিডট লাইন আছে এখানে ক্লিক করলে প্রথমে আসবে Scan । এই অপশন অ্যাপ ওপেন করার সাথে সাথে কাজ করে ।
Scan Image স্ক্যন ইমেজ
আবারও থ্রিডট মেনুতে ক্লিক করে দুই নম্বরে পাবেন Scan Image নামের এই অপশন । আপনার ফোনে কোনো প্রকার স্ক্যান করার মত ছবি থাকলে সেই ছবির স্ক্যানে কী লেখা আছে সেটা জানা যাবে ।
Scan Image এ ক্লিক করলে আপনার গ্যালারি ও গুগল ফটো এর অপশন দেখাবে । যেখানে আপনার ফটো আছে সেখানে ক্লিক করে ছবি সিলেক্ট করে দিলেয় কাজ হয়ে যাবে । সেই ছবিতে কি লেখা ছিল তা জানা যাবে ।
Favorites
উপরে আবারও ট্যাপ করে চার নম্বরে চলে আসবেন । এখানে আপনার পছন্দের ফাইলগুলো Favorite করে রাখতে পারেন। এখান থেকে ইচ্ছামত ব্যবহার করা যায় ।
কিউআর কোড History
হিস্ট্রিতে পাবেন আপনার আগের যতগুলো ফাইলে স্ক্যান করেছেন তাদের লিস্ট । যত QR কোড স্ক্যান করেছেন তাদের লম্বা একটা লিস্ট ।
My QR
এখানে আপনার নিজের জন্য একটা কিউআর কোড দিয়ে ছবি বানিয়ে রাখতে পারেন। যখন কেউ আপনার সম্পর্কে জানতে চাইবে তখন তখন আপনি বলতে পারেন এই কোডটি স্ক্যান করতে ।
স্ক্যান করার সাথে সাথে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবে । আপনার কষ্ট করে নাম, ফোন নম্বর, কোন প্রতিষ্টানে কাজ করেন, ঠিকানা, ইমেইল ও আপনার সম্পর্কে বলা লাগবে না। এই গুলো আগে থেকে সেট করা থাকবে এই QR Code ছবির মধ্যে ।
Create QR
এখানের প্রথমে আপনি QR Code তৈরি করতে পারবেন এবং নিচে বার কোড তৈরি করতে পারবেন । প্রথমে বলি আপনি আলাদা আলাদা কর তৈরি করতে পারবেন । Content from clipboard, URL, Text, Contact, Email, SMS, Geo, Phone, Calendar, Wifi, MY QR ।
এর মধ্যে থেকে MY QR এখান থেকে আগের মত নিজের সব কিছু দিয়ে QR code তৈরি করতে পারবনে । এবার নিচে আছে বার কোড । বার কোড হলো দেখবেন বিভিন্ন প্রডাক্ট এর গায়ে দাগ দাগ দেওয়া থাকে । এইগুলোকে বার কোড বলে । এখান থেকে বিভিন্ন ধরনের বার কোড তৈরি করা যায় ।
কিউআর কোড সেটিং
এই অ্যাপসের আরও বিভিন্ন ধরনের সেটিং এখান থেকে করা যায় নিজের ইচ্ছামত । নিজের ইচ্ছামত থিমের কালার পরিবর্তন । এছাড়া আরও সেটিং । এছাড়া আরও কিছু অপশন আছে যেমন শেয়ার এখান থেকে এই অ্যাপ শেয়ার করতে পারেন।
Our Apps এখানে থেকে এই কোম্পানির বিভিন্ন অ্যাপ সম্পর্কে জানতে পারেন । সর্বশেষ এই অ্যাপ যেহেতু ফ্রি তাই কিছু অ্যাড শো করবে । তাই আপনি যদি আপনার কাজের মধ্যে কোনো প্রকার অ্যাড না দেখতে চান তাহলে টাকা দিয়ে তাদের প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করতে পারনে । ধন্যবাদ ।
আরও জানতেঃ ব্যাটারি সাশ্রয়ী সেরা ১০টি অ্যাপ সম্পর্কে জেনে নিন ।