মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ বর্তমানে খুজে পাওয়া খুবই কষ্টসাধ্য । আমাদের দেশের ছোট থেকে বড় সব ধরনের মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকে ।
অনেকে স্মার্টফোন আবার অনেকে ফিচার ফোন আবার অনেকে ট্যাবলেট ব্যবহার করে থাকে । তবে ফোন ব্যবহারের একেক জনের উদ্দেশ্য থাকে ভিন্ন ।
যায় হোক প্রাথমিকভাবে সবাই উদ্দেশ্য থাকে কথা বলা বা প্রয়োজনীয় কাজ করা । এছাড়া অনেকে অনেক ধরনের কাজ করে থাকে ।
মোবাইল ফোন নিয়ে আলোচন
মোবাইল ফোন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে নেটওয়্যার ব্যবহার করে দ্বি-মুখী টেলিযোগাযোগ করা যায় । যোগাযোগের জন্য বেতার যন্ত্র ব্যবহার হয়ে থাকে
। MOVE ইংরেজি শব্দ হতে মোবাইল শব্দটি এসেছে । আমরা সাধারণভাবে জানি যে, Move শব্দের অর্থ নাড়ানো বা এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া ।
এই যে নিয়ে যাওয়া বা নিয়ে আশা এই ধরনের ব্যবহারের জন্য মোবাইল ফোন বলা হয় । এই কারণে মোবাইল ফোনগুলোকে সেলফোন, হ্যান্ডফোন আবার অনেকে মুঠোফোন বলে থাকে ।
মোবাইল ফোনের আবিষ্কারক
সর্বো প্রথম ১৯৭৩ সালে এপ্রিল মাসে ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবক হিসেবে ধরা হয় । তবে আমরা বিভিন্ন বইয়ে মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক হিসেবে দেখি । প্রথমে যে ফোন আবিষ্কার হয় তার ওজন ছিল প্রায় ২ কেজি ।
প্রথমে জাহজ বা ট্রেনে এনালগ রেডিও কমিউনিকেশন ব্যবহার করে এই ফোন গুলো ব্যবহার করা হত । ফোনের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সালে ।
তবে ১৯৯১ সালের দিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশে খুব দ্রুতহারে মোবাইল ফোন ব্যবহার বাড়াতে শুরু করে । তবে জনসংখ্যা বেশি চীনে বেশি তাই তারা বেশি ফোন ব্যবহার করে ।
ফোনের কিছু বৈশিষ্ট্য
বিভিন্ন প্রজন্মের ফোনের জন্য বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষতি হয়ে থাকে । তবে সকল ফোনের কিছু সাধারন বৈশিষ্ট্য দেখা যায় ।যা থেকে নিচে দেওয়া হলো।
১) সকল ফোনের ক্ষেত্রে এটা করে ব্যাটরি দেখা যায় যা ফোনের শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে । এবং আমাদের মোবাইলকে সচল রাখে ।
২) সকল ফোনে সিম কার্ড ব্যবহার করা যায় সেটা ফিচার ফোন বা স্মার্টফোন হোক ।
৩) সরাসরি কথা বলা থেকে আরও একটি সুবিধা থাকে যে ক্ষুদে বার্তার মাধ্যমে অন্য মানুষের সাথে যোগাযোগ করা যায় ।
৪) সেলুলার ফোনের মাধ্যমে আপনি দী-মুখী যোগাযোগ করতে পারবেন । আপনি কারও সাথে কথা বলার জন্য কল করতে পারেন বা কেও আপনার কাছে কল করতে পার ।
আরও পড়ুনঃ স্মার্টফোন ব্যবহারে যে ক্ষতি হচ্ছে জেনে নিন