মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা আমাদের মধ্যে দিন দিন বাড়ছে । তাই মোবাইল চার্জ দেওয়া লাগে আমাদের ফোন প্রতিনিয়ত । এই ফোনে চার্জ দেওয়াকে পুঁজি করে অনেকে অনেক কথা বলে । যেগুলোর তেমন কোনো ভিত্তি নেই ।
যেগুলো আগে অনেকে সময় দেখা গেলেও এখন আর দেখা যায় না স্মার্টফোন গুলোতে । কারণ বর্তমানের স্মার্টফোন গুলো আসলেই স্মার্ট । এই ফোনগুলো চার্জ ফুল হয়ে গেলে চার্জ নেওয়া থেকে বিরত থাকে । তাই মোবাইল চার্জ দেওয়া নিয়ে ভুল ধারণা নিয়ে আলোচনা করা হবে । সাথেই থাকুন ।
মোবাইল চার্জ দেওয়া নিয়ে ভুল ধারনা তুলে ধরা হলো
নতুন মোবাইল চার্জ দেওয়া
মোবাইল নতুন কেনার পরে ১০-১২ ঘন্টা চার্জ দিতে হবে । এমন ধারণা একে বারে ভুল । কয়েক বছর আগে এমন ধারণ ছিল মানুষের মধ্যে । কিন্তু স্মার্ট ফোন কেনার পরে এখন জিজ্ঞাসা করলে বলবে, আপনার ফোনে ১০০% চার্জ হয়ে গেলে চার্জ না দিতে ।
কোম্পানি গুলো এমন ভাবে স্মার্টফোন গুলো তৈরি করেছে চার্জ ১০০% হয়ে গেলে আর চার্জ নিবে না । অতএব ভুল ধারনা থেকে বেরিয়ে আসতে হবে ।
চার্জে বেশি সময় রাখলে চার্জ বেশি থাকবে
অনেকে এটা মনে করে যে চার্জে বেশিক্ষণ রাখলে মোবাইলে বেশি সময় চার্জ থাকবে । এটা একটা বদ্ধ ভুল ধারণ । এখনকার স্মার্টফোন গুলো ১০০% চার্জ হয়ে গেলে আর কোনো কাজ হবে না । এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ।
সকল ফোনের চার্জার একই
ফোন সম্পর্কে যত ভুল ধারণা আছে তার মধ্যে অন্যতম । প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা করে ফোনের চার্জার তৈরি করে । সেই সব ফোনের ক্ষমতার উপর নির্ভর করে । আপনার যদি ফোনের ১৮ ওয়ার্ট ফাস্ট চার্জার হয়ে থাকে ।
আর সেখানে যদি নরমাল চার্জার দিয়ে চার্জ দেন তাহলে কয়েক দিন বাদে দেখবেন । ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতা কমে গিয়েছে আগের তুলনায় অনেক কম । ব্যাটরি, মোবাইলের পারফরমেন্স অনেক কমে গিয়েছে ।
তাই সব সময় অরজিনাল চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করবেন । আর কোনো কারণে চার্জার নষ্ট হয়ে গেলে কাছাকাছি কোনো চার্জার নেওয়ার চেষ্টা করবেন । নয়ত ফোনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় ।
চার্জ ০% হলে চার্জ দেওয়া
অনেকের মুখে একথা শোনা যায় যে, ফোন চার্জে দেওয়ার জন্য ০% চার্জ হওয়া লাগে । একথা সঠিক নয় । বর্তমানের স্মার্টফোনগুলোতে ২০% চার্জ চলে আসলেই সিগনাল দেওয়া শুরু করে ।
এই সময় দেখবেন আপনার ফেসবুকে যে সব ভিডিও অটো প্লে হতো । চার্জ কমে যাওয়ার কারণে আর অটো প্লে হবে না । এই পরীক্ষাটা করে দেখতে পারেন । আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ১১ ।
চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা
চার্জে দিয়ে ফোনে হেভি কাজ না করা ভালো । যেমনঃ কথা বলা, গেমস খেলা, অধিক পরিমানে ভিডিও দেখা ইত্যাদি । আর এর মাঝে যদি কল আসে তাহলে ১-২ মিনিটের জন্য কথা বলতে পারেন ।
তবে আমার মতামত হলো ফোন চার্জে দিয়ে কোনো ধরনের না কাজ করায় উত্তম । কারণ একই সাথে ফোনে চার্জ হয়ে থাকে আবার একই সাথে খরচ হয় । এর কারণে ফোন গরম হয়ে থাকে ।
ফোনের চার্জে দেওয়া নিয়ে অনুরোধ
ফোন চার্জে রাখার সময় বালিশের নিচে রাখা আমাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে । আমরা ফোন চার্জে রাখা অবস্থায় বালিশের নিচে এটা খুবই খারাপ অভ্যাস । বিশেষ করে ঘুমানোর সময় করা যাবে না ।
কারণ মোবাইল একটা ইলেক্ট্রনিক্স ডিভাইস । চার্জে থাকা অবস্থায় গরম হয়ে থাকে । তাই বালিশের নিচে রাখার কারণে গরমে দূর্ঘটনা ঘটে যেতে পারে । তাই সাবধান হওয়া ভালো ।
তাই মোবাইল চার্জ দেওয়া নিয়ে সব সময় সর্তক থাকার চেষ্টা করবেন ।
আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি এর কিছু টিপস ও ট্রিকস