বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

মোবাইলে পিডিএফ তৈরি করার সেরা উপায়

মোবাইলে পিডিএফ তৈরি

বর্তমানে পিডিএফ ফাইল আমাদের সকলের কাছে চেনা । মোবাইল বা কম্পিউটারে আমারা পিডিএফ ফাইল ব্যবহার করি । আর মোবাইলে পিডিএফ তৈরি করা যায় তাহলে তো কোনো কাথায় নেয় । নিজের ইচ্ছামত মোবাইল আপনি যেকোনো ছবির পিডিএফ তৈরি করতে পারবে ।

কেন পিডিএফ তৈরি করবেন

আমার ফোনের কিছু পিকচার গড়ে ৩ এমবি করে জায়গা খেয়েছে । ১০টি ছবিতে ৩০ এমবি জায়গা শেষ । যখন সেই ছবি দিয়ে পিডিএফ তৈরি করেছি তখন আমার ফোনের জায়গা খরচ হয়েছে মাত্র ৫ এমবি ।তাই মেমরির জায়গা বাচাতে এই ভাবে মোবাইলে পিডিএফ তৈরি করতে পারেন ।

আর এই অ্যাপ দিয়ে তৈরি পিডিএফ এর ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে । তাই আমি প্রতিনিয়ত এই অ্যাপটি ব্যবহার করছি । আপনি চাইলেই এই অ্যাপটি ব্যবহার করতে পারন । আর ফোনের কোনো ইন্টারনেটের সংযোগ না থাকলে কাজ করতে পারবেন ফ্রিতে । শেষে অ্যাপের লিংক দেওয়া থাকবে ।

মোবাইলে পিডিএফ তৈরি

প্রথমে গুগল প্লেস্টোরে গিয়ে সার্চ দিবেন Image to PDF – PDF Maker বা এই লিংকে ক্লিক করতে পারেন । মাত্র ৯ এমবির এই অ্যাপ পেয়ে যাবেন ।  এই অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ মিলিয়ন প্লাস । তাই বলা যায় মোবাইলে পিডিএফ তৈরি এইটি সম্পূর্ণ ভালো অ্যাপ । ডাউনলোড হয়ে গেল অ্যাপ ওপেন করবেন ।

প্রথম Welcome page আসবে । এর নিচে আছে CONTINUE এখানে ক্লিক করতে হবে । এর পর আসবে নিচে লেখা SELECT IMAGES এখানে ক্লিক করতে হবে । এখানে দুই ভাবে ছবি এড করা যায়  প্রথমে থাকবে ক্যামেরা চিহ্ন । এখান থেকে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে পিডিএফ তৈরি করতে পারবেন ।

আর পাশে থাকবে আপনার ফোনের গ্যালারির সকল ছবি এখান থেকে আপনার পছন্দের সকল ছবি সিলেক্ট করে নিচে IMPORT এখানে ক্লিক করতে হবে । এবার আপনার সিলেক্ট করা সকল ছবি এখানে দেখাবে । আর নিচে DONE নামের একটা বাটন থাকবে এখানে ক্লিক করতে হবে ।

pdf creator app

এবার আসবে CONVERT TO PDF এখানে ক্লিক করতে হবে  ।তার পর আপনার PDF এর নাম দিবেন প্রথমে যেখানে image to pdf লেখা আছে এখানে ক্লিক করলে ইডিট করা যাবে । এবার নিচে একটা অপশন আছে Compression Settings  এখানে ক্লিক করতে পিডিএফ এর সাইজ নিয়ন্ত্রণ করা যায় ।

এখানে ক্লিক করে  এখান থেকে আপনার যেই সাইজ পছন্দ হয় সেটা ব্যবহার করতে পারেন । আমি এখান থেকে Medium Compression ব্যবহার করি । ভালো মানের ছবি পিডিএফ পাই । আপনি চাইলেই এভাবে মোবাইলে পিডিএফ তৈরি করতে পারেন ।

কম্পিউটারে পিডিএফ তৈরি করতে হলে PDF/পিডিএফ তৈরি করে ফেলুন খুব সহজে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

1 thought on “মোবাইলে পিডিএফ তৈরি করার সেরা উপায়”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x