বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের আছে একটা নিত্যপ্রয়োজনীয় জিনিস হয়ে দাড়িয়েছে । মোবাইল ফোন হাতে না থাকলে কেমন যেন হতে থাকে । তবে স্মার্টফোন হলে আরও ভালো হয়ে থাকে । আমাদের স্মার্টফোন বাড়ির ছোট বড় সকলেই হাতে নিয়ে থাকে ।
তখন তারা গেম, কার্টুন, ইউটিউব দেখতে শুরু করে । দেখতে দেখতে অনেক সময় পর্ণসাইট চলে আসতে পারে । তাই পর্ণসাইট বন্ধ করাটা একান্ত প্রয়োজন । কারণ অশ্লীল ছবি বা ভিডিও দেখলে তাদের মানষিকভাবে ব্যপক প্রভাব ফেলে । পর্ণসাইট বন্ধ না করে রাখলে অনেক সমস্যায় পড়তে হতে পারে।
আপনার ফোন দিয়ে যদি কেউ পর্ণসাইটে সার্চ করে তাহলে অটোমেটিক ব্লক হয়ে যাবে । তখন কোনো ভাবেই প্রবেশ করতে পারবে না অ্যাডাল্ট সাইটে । তাই ছোট একটা সেটিং এর মাধ্যমে আপনার ফোনকে আরও নিরাপদ করে রাখতে পারেন ।
তাই আপনি থাকবেন নিরাপদ আপনার ফোনও থাকবে অধিক নিরাপদ । আর আগামীর প্রজন্ম হয়ে উঠবে সঠিক ও সুস্থ্য । তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পর্ণসাইট বন্ধ রাখা যায় ।
পর্ণসাইট বন্ধ রাখার সহজ উপায়
এই সেটিং টি একবার করে রাখলে কেউ গুগলে সার্চ করলেও কোনো প্রকার অ্যাডাল্ট সাইটের খোজ পাবে না । স্মার্টফোনের সেটিং থেকে Wireless Connections অপশনে প্রবেশ করতে হবে । সেখান থেকে যেতে হবে Private DNS অপশনে ।
এরপর Private DNS এ ক্লিক করলে ৩টা অপশন আসবে । এর মধ্যে একটা অপশন Edit করা যায় । যেইটা Edit করা যায় সেটা হলো Adult-filter-dns.cleanbrowsing.org লিখে আপনাকে সেভ করে দিতে হবে ।
বিঃদ্রঃ বিশেষ করে যদি স্মার্টফোনটি অনেক পুরাতন হয় তাহলে এই অপশনটি অন্য জায়গায় পেতে পারেন বা নাও পেতে পারেন । পর্ণসাইট বন্ধ করতে হলে আপনার DNS অপশনটি লাগবেই । তাই ফোনের অন্য কোনো জায়গায় থাকলে খুজে বের করুন DNS এই অপশন খুজে বের করার চেষ্টা করুন ।
এইটুকু কাজ করা হয়ে গেলে মোবাইল ফোন দিয়ে গুগলে কেউ পর্ণসাইটে সার্চ দিলে কখনও আসবে না । কেউ কোনো ভাবেই খুজে পাবেন । DNS অন্য নামে থাকতে পারে সেখান থেকে বের করে কাজ করতে হবে ।
তাই উন্নত জাতি গড়ে তুলতে এখনই পোষ্টটি শেয়ার করে আপনার পরিচিত জনদের কাছে দিন যেন তারাও এই উপকারটা পেতে পারে ।
আরও পড়ুনঃ মোবাইলের নোটিফিকেশন বন্ধ করুন এক মিনিটে