বর্তমান সময় বলা যায় মোবাইল ফোনের জয়জয়কার । যেখানেই যাবেন সেখানেই মোবাইল ব্যবহার দেখতে পাবেন । ইন্টারনেটের এই যুগে মোবাইলে টিভি দেখা কোনো ব্যাপার নয় ।
মোবাইলে কিছু অ্যাপ ইনস্টল দিয়েই আপনার পছন্দের সকল টিভি চ্যানেলগুলো লাইভ দেখতে পাবেন । আবার কিছু অ্যাপ আছে, এক অ্যাপে ক্যাবল টিভির মতো অনেক চ্যানেল দেখা যায় ।
মোবাইলে টিভি দেখার সুবিধা
বর্তমান সময়ে মোবাইলে টিভি দেখার সব চেয়ে ভালো সুবিধা হলো ইচ্ছামত যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন । আমাদের দেখা যায় বাইরে থেকে অনেক সময় বিভিন্ন ধরনের খবর দেখতে হয় । তখন টিভির খবর নিতে পারি না ।
তাই মোবাইল ব্যবহার করে এই সকল খবর নিতে পারবেন । আপনার মোবাইলে কিছু অ্যাপস ব্যবহার করে শত শত চ্যানেল লাইভ দেখতে পারবেন। আপনার পছন্দের সকল ধরনের কন্টেন দেখতে পারবেন ।
অ্যাপস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল যেখান-সেখান থেকে ব্যবহার করা যায় । লোডশেডিং এর কারণে স্বাভাবিক চ্যানেলগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় । এর এমন কোনো ঝামেলা নেই ।
মোবাইলে টিভি দেখার সব সেরা অ্যাপ
Toffee – TV, Sports and Drama
টফি অ্যাপসকে বলা যায় একের ভিতর সব । এখানে শত শত চ্যানেল তো আছে এছাড়া অনেকটা ইউটিউবের মত কাজ করে । টফির প্লাটফর্মে চ্যানেল খোলার সুযোগ দিয়ে রেখেছে সেগুলো দেখতে পারবেন ।
এখানের কিছু ক্যাটাগরি নিচে দেওয়া হলো সেই ক্যাটাগরির ভিডিও পাবেন ।Web series, Movies, Drama, Sports, Food, Vlog, Gaming, Kids, TOFFEE star search, Music Videos, Comedy, Podcasts, Education, Infotainment, Others . এছাড়া তারা বিভিন্ন প্রগ্রামের অফিশিয়াল পার্টনার হয়ে থাকে । সেগুলো টফিতে সম্প্রচার করে ।
Bioscope LIVE
গ্রামীণফোন মালিকানাধীন Bioscope একটি অন্যতম সৃষ্টি । এই অ্যাপের অন্যতম সুবিধা হলো মোবাইল, পিসি বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। এখানে লাইভ অনেক টিভির চ্যানেল দেখতে পারবেন । এছাড়া টফি অ্যাপের মত অনেক টিভি চ্যানেল আছে ।
আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারবেন । তাদের অ্যাপের About পেজে লেখা আছে Live TV is Now in Your Pocket! তার মানে এখন লাইভ টিভি আপনার পোকেটে । যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন । তবে তাদের সব কিছু ফ্রি নয় । তাদের পেইড কিছু সার্ভিস আছে । পে করে দেখতে হয় ।
মোবাইলে টিভি Jagobd – Bangla TV (Official)
জাগোবিডিতে বলা টিভি চ্যানেলের সমাহার । এই অ্যাপে আছে বাংলাদেশের অধিকাংশ টিভি চ্যানেল । এছাড়া আছে বিদেশি অনেক চ্যানেল। তাই বলা যায় ইচ্ছামত যেখান সেখান থেকে টিভি দেখা যাবে । তাই দেরি না করে আপনি এখনি ব্যবহার করতে পারেন । এছাড়া আছে রেডিও স্টেশন । ইচ্ছা করলেই রেডিও শুনতে পারবেন ।
মোবাইলে টিভি Bongo – Watch Movies, Web seri
অন্যসব অ্যাপের মত কোনো কিছু এলোমেলো নয় । অ্যাপে আছে সব কিছু সাজানো । এই অ্যাপে “টিভি” ট্যাবে আসার সাথে সাথে বিভিন্ন ক্যাটগরিতে সাজানো আছে । প্রথমে আছে লাইভ-টিভি। যতগুলো লাইভ টিভি এখন আছে তার সব কিছু এই ক্যাটাগরিতে পাবেন ।
তার পর ক্যাটাগরিগুলো দেখানো হলো । জি নেটওয়ার্ক, নিজজ, বিনোদনমূলক, মিউজিক, সিনেমা, এইগুলো । পাশে লেখা আছে সব দেখুন এখানে ক্লিক করলে সকল কিছু দেখতে পারবেন ।
BINGE
আমি সবগুলো অ্যাপ ব্যবহার করেছি । দেখা যায় যে, এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে পরিবর্তন করার সময় অনেক সময় লাগে । কিন্তু BINGE দেখা যায় একেবারে টিভি চ্যানেলের মত কাজ করে । শুধুমাত্র ক্লিক করতে করতে কাজ করে ।
এক মুহুর্ত দেরি করে না। আমার কাছে খুব ভালো লেগেছে । এখানে দেশি প্রায় সকল চ্যানেল আছে । এছাড়া বিদেশি চ্যানেল আছে তার সব কিছু দেখতে পারবেন । এছাড়া প্রিমিয়াম মানে টাকা দিয়ে লা-লিগা, ক্রিকেট বিশ্বকাপ, এ সিরিজের মত সকল কিছু দেখতে পারবেন এই অ্যাপে ।
Rabbithole
এই অ্যাপে বলা যায় ফ্রিতে তেমন কিছু পাওয়া যায় না । এই অ্যাপটি তৈরি করা হয়েছে । খেলাধুলা দেখার জন্য এখনে অল্প কিছু পরিমানে টাকা পেইড করে ক্রিকেট, ফুটবল ও নাটক দেখতে পারবেন । যে খেলা টিভিতে দেখতে পারতেন সেটা একা একা উপভোগ করতে পারবেন।
Airtel TV+
টিভির সমাহর বলা যায় এয়ারটেল টিভি প্লাস অ্যাপে । বাংলাদেশের প্রায় সকল চ্যানেল লাইভ দেখতে পারবেন। এছাড়া আল-জাজিরার মত চ্যানেলগুলো দেখতে পারবেন । এছাড়া কিছু প্রিমিয়াম চ্যানেল আছে সেগুলো দেখতে হলে আপনাকে টাকা পে করতে হবে ।
Netflix
আপনার যদি যথাযথ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি নেটফ্লিক্স দেখতে পারেন । তাদের প্যাকেজ শুরু হয়েছে ৩.৯৯ ডলার থেকে । আপনার পৃথিবীর সব প্রিমিয়াম টিভি সিনেমা দেখা যায় নেটফ্লিক্স এ । তাদের বিভিন্ন প্রকার কন্টেন আছে । চাইলে আপনি দেখতে পারেন ।
বিঃদ্রঃ এখানে কোনো অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া হয় নি । যে নামগুলো দেওয়া হয়েছে । এই নাম নিয়ে গুগগ প্লে স্টোরে সার্চ করলে অ্যাপসগুলো পেয়ে যাবেন । প্রত্যেকটা চ্যানেল চালানোর জন্য ভালো স্পিডের নেটওয়ার্ক লাগবে ।
আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড এর সেরা ১০টি মেসেজ ও কলিং অ্যাপস