বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

মোবাইলে টিভি দেখার সব সেরা অ্যাপ দেখুন

মোবাইলে টিভি

বর্তমান সময় বলা যায় মোবাইল ফোনের জয়জয়কার । যেখানেই যাবেন সেখানেই মোবাইল ব্যবহার দেখতে পাবেন । ইন্টারনেটের এই যুগে মোবাইলে টিভি দেখা কোনো ব্যাপার নয় ।

মোবাইলে কিছু অ্যাপ ইনস্টল দিয়েই আপনার পছন্দের সকল টিভি চ্যানেলগুলো লাইভ দেখতে পাবেন । আবার কিছু অ্যাপ আছে, এক অ্যাপে ক্যাবল টিভির মতো অনেক চ্যানেল দেখা যায় ।

মোবাইলে টিভি দেখার সুবিধা

বর্তমান সময়ে মোবাইলে টিভি দেখার সব চেয়ে ভালো সুবিধা হলো ইচ্ছামত যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন । আমাদের দেখা যায় বাইরে থেকে অনেক সময় বিভিন্ন ধরনের খবর দেখতে হয় । তখন টিভির খবর নিতে পারি না ।

তাই মোবাইল ব্যবহার করে এই সকল খবর নিতে পারবেন । আপনার মোবাইলে কিছু অ্যাপস ব্যবহার করে শত শত চ্যানেল লাইভ দেখতে পারবেন। আপনার পছন্দের সকল ধরনের কন্টেন দেখতে পারবেন ।

অ্যাপস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল যেখান-সেখান থেকে ব্যবহার করা যায় । লোডশেডিং এর কারণে স্বাভাবিক চ্যানেলগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় । এর এমন কোনো ঝামেলা নেই ।    

মোবাইলে টিভি দেখার সব সেরা অ্যাপ

Toffee – TV, Sports and Drama

টফি অ্যাপসকে বলা যায় একের ভিতর সব । এখানে শত শত চ্যানেল তো আছে এছাড়া অনেকটা ইউটিউবের মত কাজ করে । টফির প্লাটফর্মে চ্যানেল খোলার সুযোগ দিয়ে রেখেছে সেগুলো দেখতে পারবেন ।

এখানের কিছু ক্যাটাগরি নিচে দেওয়া হলো সেই ক্যাটাগরির ভিডিও পাবেন ।Web series, Movies, Drama, Sports, Food, Vlog, Gaming, Kids, TOFFEE star search, Music Videos, Comedy, Podcasts,  Education, Infotainment, Others . এছাড়া তারা বিভিন্ন প্রগ্রামের অফিশিয়াল পার্টনার হয়ে থাকে । সেগুলো টফিতে সম্প্রচার করে ।

Bioscope LIVE

গ্রামীণফোন মালিকানাধীন Bioscope একটি অন্যতম সৃষ্টি । এই অ্যাপের অন্যতম সুবিধা হলো মোবাইল, পিসি বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। এখানে লাইভ অনেক টিভির চ্যানেল দেখতে পারবেন । এছাড়া টফি অ্যাপের মত অনেক টিভি চ্যানেল আছে ।

আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারবেন । তাদের অ্যাপের About পেজে লেখা আছে Live TV is Now in Your Pocket! তার মানে এখন লাইভ টিভি আপনার পোকেটে । যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন । তবে তাদের সব কিছু ফ্রি নয় । তাদের পেইড কিছু সার্ভিস আছে । পে করে দেখতে হয় ।

মোবাইলে টিভি Jagobd – Bangla TV (Official)

জাগোবিডিতে বলা  টিভি চ্যানেলের সমাহার । এই অ্যাপে আছে বাংলাদেশের অধিকাংশ টিভি চ্যানেল । এছাড়া আছে বিদেশি অনেক চ্যানেল। তাই বলা যায় ইচ্ছামত যেখান সেখান থেকে টিভি দেখা যাবে । তাই দেরি না করে আপনি এখনি ব্যবহার করতে পারেন । এছাড়া আছে রেডিও স্টেশন । ইচ্ছা করলেই রেডিও শুনতে পারবেন ।

মোবাইলে টিভি Bongo – Watch Movies, Web seri

অন্যসব অ্যাপের মত কোনো কিছু এলোমেলো নয় । অ্যাপে আছে সব কিছু সাজানো । এই অ্যাপে “টিভি” ট্যাবে আসার সাথে সাথে বিভিন্ন ক্যাটগরিতে সাজানো আছে । প্রথমে আছে লাইভ-টিভি। যতগুলো লাইভ টিভি এখন আছে তার সব কিছু এই ক্যাটাগরিতে পাবেন ।

তার পর ক্যাটাগরিগুলো দেখানো হলো । জি নেটওয়ার্ক, নিজজ, বিনোদনমূলক, মিউজিক, সিনেমা, এইগুলো । পাশে লেখা আছে সব দেখুন এখানে ক্লিক করলে সকল কিছু দেখতে পারবেন ।

BINGE

আমি সবগুলো অ্যাপ ব্যবহার করেছি । দেখা যায় যে, এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে পরিবর্তন করার সময় অনেক সময় লাগে । কিন্তু BINGE দেখা যায় একেবারে টিভি চ্যানেলের মত কাজ করে । শুধুমাত্র ক্লিক করতে করতে কাজ করে ।

এক মুহুর্ত দেরি করে না। আমার কাছে খুব ভালো লেগেছে । এখানে দেশি প্রায় সকল চ্যানেল আছে । এছাড়া বিদেশি চ্যানেল আছে তার সব কিছু দেখতে পারবেন । এছাড়া প্রিমিয়াম মানে টাকা দিয়ে লা-লিগা, ক্রিকেট বিশ্বকাপ, এ সিরিজের মত সকল কিছু দেখতে পারবেন এই অ্যাপে ।

Rabbithole

এই অ্যাপে বলা যায় ফ্রিতে তেমন কিছু পাওয়া যায় না । এই অ্যাপটি তৈরি করা হয়েছে । খেলাধুলা দেখার জন্য এখনে অল্প কিছু পরিমানে টাকা পেইড করে ক্রিকেট, ফুটবল ও নাটক দেখতে পারবেন । যে খেলা টিভিতে দেখতে পারতেন সেটা একা একা উপভোগ করতে পারবেন।

Airtel TV+

টিভির সমাহর বলা যায় এয়ারটেল টিভি প্লাস অ্যাপে । বাংলাদেশের প্রায় সকল চ্যানেল লাইভ দেখতে পারবেন। এছাড়া আল-জাজিরার মত চ্যানেলগুলো দেখতে পারবেন । এছাড়া কিছু প্রিমিয়াম চ্যানেল আছে সেগুলো দেখতে হলে আপনাকে টাকা পে করতে হবে ।

Netflix

আপনার যদি যথাযথ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি নেটফ্লিক্স দেখতে পারেন । তাদের প্যাকেজ শুরু হয়েছে ৩.৯৯ ডলার থেকে । আপনার পৃথিবীর সব প্রিমিয়াম টিভি সিনেমা দেখা যায় নেটফ্লিক্স এ । তাদের বিভিন্ন প্রকার কন্টেন আছে । চাইলে আপনি দেখতে পারেন ।

বিঃদ্রঃ এখানে কোনো অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া হয় নি । যে নামগুলো দেওয়া হয়েছে । এই নাম নিয়ে গুগগ প্লে স্টোরে সার্চ করলে অ্যাপসগুলো পেয়ে যাবেন । প্রত্যেকটা চ্যানেল চালানোর জন্য ভালো স্পিডের নেটওয়ার্ক লাগবে ।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড এর সেরা ১০টি মেসেজ ও কলিং অ্যাপস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x