বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

মোবাইলে এন্টিভাইরাস অ্যাপস যা আমাদের দরকার

মোবাইলে এন্টিভাইরাস

মোবাইলে এন্টিভাইরাস একান্ত দরকার কারণ আমরা অনেক সময় মোবাইল হ্যাকিং এর শিকার হয় । দেখা যায় যে, আমরা বিভিন্ন কারণে সকল ধরণের ওয়েব সাইট ভিজিট করি । যেই সকল ওয়েব সাইটে যদি কোনো প্রকার ভাইরাস থাকে তাহলে আমাদের মোবাইলে ব্যাপক ক্ষতি হতে পারে ।

আর যদি আমার  মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করি । তাহলে ঐ সকল ওয়েব সাইট ভিজিট করতে গেলে এন্টিভাইরাস আমাদেরকে বাধা দিবে ।

এছাড়া মোবাইলের ডাটা সকল ব্যাপকভাবে আমাদের সুরক্ষা দিয়ে থাকবে । তাই আজকে আমরা জেনে নেব কি কি মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করলে আমাদের মোবাইল ভালোভাবে ব্যবহার করতে পারব ।

ভাইরাস আমাদের কি কি ক্ষতি করতে পারে

অনলাইনে যে সব ভাইরাস রয়েছে সেগুলো আমাদের ফাইল, মোবাইলের কন্টোল, ডাটা নেওয়া, আমাদের ছবি, কন্ট্রাক নম্বার, মেসেজ, আমাদের ওয়েব ব্রাউজ হিস্টোরি  ইত্যাদি নিয়ে থাকে । এরা আমদের ডিভাইসে আশে Phishing, Ransomware,  malware, adware ইত্যাদির মাধ্যমে ডিভাইসে প্রবেশ করে থাকে  ।

মোবাইলে এন্টিভাইরাস পরিচিত

এন্টিভাইরাস হলো এমন ধরনের অ্যাপস যেগুলো ব্যবহার করলে আমাদের মোবাইল ভাইরাস থেকে মুক্ত রাখতে পারব । এখন এই আধুনিক যুগে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্রাউজ করে থাকি ।

আমরা জানি না কোনোটা আমাদের জন্য কোনোটা ভালো আর কোনোটা খারাপ তাই ইন্টারনেট প্রটেকশন দেওয়ার জন্য মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করা একান্ত প্রয়োজন ।

মোবাইলে কিছু এন্টিভাইরাস  অ্যাপস

১) Kaspersky Security & VPN

kaspersky যেমন কম্পিউটারের জন্য অন্যতম জনপ্রিয় একটা পিসি সফটওয়্যার তেমনি মোবাইলের জন্যও । মোবাইলের জন্য আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন । লিখবেন Kaspersky Security & VPN প্রথমে পেয়ে যাবেন । এই অ্যাপটি অ্যান্ড্রয়েডের জন্য কি কি করছে তার কয়েকটি কাজ দেওয়া হলো ।

  • এই অ্যাপে চারশত মিলিয়ন একটিভ ইউজার রয়েছে ।
  • তাদের এন্টিভাইরাস সম্পর্কে ২০+ এর অভিজ্ঞতা রয়েছে ।
  • যে কোনো ধরনের Spyware এর প্রটেকশন দেওয়ার ক্ষমতে রয়েছে ।
  • তারা আন্ড্রয়েডের প্রায় ১০০% Malware  প্রটেকশন দিয়ে থাকে ।
  • ভিপিএন ফ্রি ।
  • ডেঞ্জারাস ওয়েব সাইট বা মেসেজ ব্লাক করে থাকে ।
  • অ্যাকাউন্ট ডাটা কখনও লিক করে না ।
  • অ্যাডভান্সড এন্টি-থিফট ফিচার রয়েছে ।

এগুলো তাদের অ্যাপের নিচের উল্লেখ করেছে ।

২) Avast Antivirus & Security

কম্পিউটারে যেমন জনপ্রিয় তেমনি মোবাইলের এই এন্টিভাইরাসও অনেক জনপ্রিয়তা পেয়েছে । তারা কি ধরনের সুবিধা দিয়ে থাকে সে সম্পর্কে জেনে নেব ।

  • ৪৩৫ মিলিয়ন তাদের ইউজার রয়েছে যারা তাদের প্রটেক্ট করার জন্য অ্যাভাস্টকে অনেক বেশি বিশ্বাস করে থাকে ।
  • অনলাইনে যত প্রকার অনলাইন প্রাইভসি দেওয়ার দরকার তার সকল ধরনের প্রাইভেসি দিয়ে থাকে এই অ্যাপটি ।
  • সকল অ্যাপ বা সার্ভিসগুলো লক করে রাখে ।
  • আপনার ফোনের যতপ্রকার পিকচার আছে সেগুলো লুকিয়ে রাখে । যেন কোনো প্রকার ছড়িয়ে না যায় ।
  • আপনার ফোন/আপনি কোথায় অবস্থান করছেন সেই সম্পর্কে কাউকে জানতে দেবে না ।
  • ফোনের অতিরিক্ত জায়গা নেওয়া অ্যাপগুলো ক্লিন করতে সহয়তা করবে ।
  • যতপ্রকার পাসওয়ার্ড দেওয়া আছে সেগুলো সুন্দরভাবে মনিটর করবে ।

৩) Antivirus AI Spyware Security

আপনি নাম দেখেই বুঝতে পারছেন যে, এই অ্যাপটি কি কাজে লাগতে পারে ।হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এটা আপনার ফোনের এন্টিভাইরাস অ্যাপ । দেখে নেওয়া যাক তারা আমাদের ফোনের জন্য কি কি সুবিধা দিচ্ছে ।

  • আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের মাধ্যমে Malware, Spyware and Espionage বিরুদ্ধে খুব ভালো কাজ করবে ।
  • আপনি ফ্রিতে আপনার ফোন স্ক্যান করতে পারবেন ।
  • অ্যাডভান্সড থ্রেট এর মোকাবিলা করতে পারবে এই অ্যাপটি

এছাড়া আরও অনেক ফিচার রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ।

৪) McAfee MVision Mobile

কম্পিউটার আর মোবাইলে একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এই McAfee.  এই অ্যাপ বা সফটওয়্যার এর প্রতিষ্ঠা সর্বপ্রথম বাণিজ্যিকভাবে এন্টিভাইরাস বাজারে আনে। ম্যাকফি আমাদের কি কি সুবিধা দিচ্ছে সেগুলো আমাদের জেনে নেওয়া উচিত ।

  • মোবাইলের সকল সিকিউরিটি দিচ্ছে মানে ফোনের যতপ্রকার সিকিউরিটি দেওয়া দরকার তার সকল ভাবে সম্পাদন করছে ।
  • আপনার নেটওয়ার্ক সিস্টেম এর সকল সিকিউরিটি দিয়ে থাকে এই অ্যাপটি ।
  • এছাড়া ফোনের যত প্রকার আপস আছে তার সকল গুলোর সেইফ অ্যান্ড সিকিউরিটি দিয়ে থাকে ।

৫) Norton 360: Mobile Security

কম্পিউটারে এদের যেমন এন্টিভাইরাস আছে তেমনি মোবাইলে এন্টিভাইরাস আছে । জনপ্রিয়তার একটি অন্যতম হলো Norton এই অ্যাপটি । দেখ যাক এই অ্যাপ আমাদের কি ধরনের প্রটেকশন দিচ্ছে ।

  • অ্যাপ, ইন্টারনেট, ওয়াফাই, ডিভাইস সিকিউরিটি দিয়ে থাকে আমাদের ।
  • আমদের মোবাইলে যে সকল মেসেজ আশে তার সকল কিছু ফিল্টার করে থাকে যেন আমাদের মোবাইলে Phishing attacks  না হয় ।
  • এই অ্যাপে আপনি ভিপিএন পেয়ে যাবেন । আলাদা করে ভিপিএন ইনস্টল করার কোনো প্রয়োজন নেই।
  • ডিভাইসে ৩০ দিনের রিপোর্ট দেখাবে তারা কয়টি থ্রেট বা ভাইরাস ব্লাক করতে পেরেছে ।
  • সব সময় ওয়াইফাই এর আন সিকিউর নেটওয়ার্ক এড়িয়ে চলবে ।
  •  ডার্ক ওয়েব সাইটে আপনার যদি কোনো পার্সোনাল ইনফরমেশন পাওয়া যায় সে সকল জানাবে ।
  • যেকোনো অ্যাপ ডাউনলোড করার আগে আপনাকে জানাবে কোনো প্রকার ম্যালওয়্যার আছে কি না ।

বিঃদ্রঃ এখানের সকল অ্যাপে ফ্রি এবং পেইড সার্ভিস আছে । আপনি যদি পেইড সার্ভিস ব্যবহার করেন তাহলে সুবিধা একটু বেশি পাবেন আর ফ্রি ব্যবহার করলে একটু কম পাবেন । আর যে পাঁচটি অ্যাপের নাম দেওয়া আছে সেগুলো গুগল প্লে স্টোর গিয়ে সার্চ দিলেই প্রথমে চলে আসবে তাই কোনো লিংক দেয় নি ।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি এর কিছু টিপস ও ট্রিকস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x