ক্রোম ব্রাউজারে আপনি খুব স্বাচ্ছন্দে ব্রাউজ করতে পারবেন । তবে এখানে একটা অন্যতম ফিচার হলো ইনকগনিটো মোড । এই ব্রাউজার ইনকগনিটো মোডে কোনো কিছু ব্রাউজ করলে অপর জন সেই একই ব্রাউজার ব্যবহার করলে কোনো ধরনের হিস্টোরি পাওয়া পাবে না ।
এটাই সবচেয়ে সেরা ফিচার । আমরা সাধারণত কোনো কিছু ব্রাউজ করলে তার হিস্টোরি ব্রাউজারে থেকে যায় । কিন্তু ইনকগনিটো মোডে এমন হয় না । তাই আজ জেনে নেব ইনকগনিটো মোড কীভাবে ব্যবহার করব । এর সবিধা সমূহ ।
ব্রাউজার ইনকগনিটো অন করার উপায়
আমাদের ব্রাউজার প্রথমে অন করতে হবে । তার পর ব্রাউজারের ডান দিকে যে থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করতে হবে তার পর আসবে New Incognito window এখানে ক্লিক করতে হবে ।
ক্লিক করার সাথে সাথে উইন্ডো ওপেন হয়ে যাবে । এখান থেকে ব্রাউজ করতে পারবেন । আপনার ইচ্ছামত এখন থেকে অপরিচিত জায়গায় এভাবে ব্রাউজ করতে পারেন । কোনো সমস্যা হবে না ।
আপনি কখন এই মোড ব্যবহার করবেন
যখন আপনার কাছে ডিভাইস নেই কিন্তু আপনার ব্রাউজ করতে হবে তখন আপনি এই মোড ব্যবহার করবেন । কারণ এই ব্রাউজার ইনকগনিটো মোড ব্যবহার করলে আপনার ব্রাউজা বন্ধ করার সাথে সাথে সকল কিছু মুছে যাবে । তাই নতুন জায়গায় ব্রাউজ করতে হলে এই মোড ব্যবহার করবেন ।
- এই মোডে ব্রাউজার ব্যবহার করলে কোনো ওয়েব সাইটে আপনার ব্রাউজিং হিস্টোরি সেভ করে রাখবে না ।
- আপনি যে সাইট ভিজিট করছেন সেখানে কোনো কুকিজ এবং আপনার ডাটা যাবে না ।
- আপনি যদি কোনো প্রকার ফর্ম ব্যবহার করেন তাহলে সেই গুলোও সেভ করবে না ।
তবে ইন্টারনেট জগতে কিছু ওয়েবসাইট আছে যেগুলো এই সকল রুলস ব্রেক করতে পারে । তারা সাধারণ জনগনের তথ্য নিয়ে ব্যবসার জন্য ব্যবহার করে থাকে । বিশেষ করে র্যাংকে থাকা নিচের দিকের ওয়েবসাইটগুলো ।
বিভিন্ন ধরনের টিপস ও ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন । আমাদের ওয়েবসাইটে পাবেন টেক নিউজ, টিপস ও ট্রিকস, ফেসবুক, অ্যান্ড্রয়েড, কম্পিউটার, সফটওয়্যার, নিউ প্রোডাক্ট, অ্যাপস, অন্যান্য বিষয়ে লেখা ।
এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে রাখতে পারেন নতুন কিছু দেখতে । ধন্যবাদ ।
আরও পড়ুনঃ গুগল ক্রমে ক্যাশ মেমোরি পরিষ্কার করার সেরা উপায়