বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ফেসবুক প্রফেশনাল মোড কি? চালু করার নিয়ম

ফেসবুক প্রফেশনাল মোড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা সবথেকে বেশি । আরও সেই জনপ্রিয়তা ধরে রাখতে ফেসবুক নতুন ফিচার এনেছে ফেসবুক প্রফেশনাল মোড । এখন থেকে ফেসবুক থেকে টাকা আয় করতে হলে পেজের প্রয়োজন হবে না।

ফেসবুক আইডি দিয়ে হবে । কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন । মোবাইল ও কম্পিউটার দিয়ে তার সকল কিছু আলোচনা হবে ।

ফেসবুক প্রফেশনাল মোড কি

ফেসবুকের প্রফেশনাল মোড হলো একটা নতুন ফিচার । এই ফিচার অন করলে আপনার ফেসবুকের পেজে যে সব সুযোগ সুবিধা দেওয়া হতো আইডিতে একই সুবিধা পাবেন । প্রফাইল পেজের মত দেখাবে । পেজে যে সকল টুলস দেখা যায় আইডিতে তখন একই ধরনের টুলস দেখা যাবে ।

যেখান থেকে আপনি ভিডিও ছেড়ে বা বিভিন্ন ভাবে টাকা আয় করতে পারবনে। এই অপশন চালু করার সাথে সাথে পেজের মত কাজ করবে । পেজে যেভাবে ভিডিও বা লেখা ম্যানেজ করা যায় এখানেও একই ভাবে ম্যানেজ করা যায় । এখানে পোষ্ট নিয়ন্ত্রণ করা যাবে । পোষ্ট পাবলিক, ফ্রেন্ড করা যাবে ।

Facebook professional mode এর সুবিধা

প্রত্যেক ফিচারের কিছু না কিছু সুবিধা থাকে । তেমনি facebook professional mode এর ব্যতিক্রম নয় । বড় সুবিধা হলো মনিটাইজেশনের মাধ্যমে টাকা আয় করা । মোড অন করার মাধ্যমে বিভিন্ন প্রকার অ্যাড ও ফিচারের মাধ্যমে টাকা আয় করতে পারবেন ।

(১)ইন-স্টিম অ্যাডঃ যার প্রধান কাজ হলো ভিডিও অ্যাড । দেখবেন আমরা ভিডিও দেখার সময় বিভিন্ন অ্যাড দেখি এমন অ্যাড সেটআপ করা যাবে ফেসবুক আইডিতে ।

(২) রিলস অ্যাডঃ টিকটকের মত একটা নতুন ফিচার যোগ করেছে ফেসবুক । যার নাম রিলস । আপনি চাইলেই ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবনে। সেখানে অ্যাড দিয়ে টাকা আয় করতে পারবেন ।

(৩)সাবস্ক্রিপশনঃ সাবস্ক্রিপশন এই সিস্টেমটা অনেক আগে থেকে আছে । আগে ফেসবুক পেজে দেখা যেত । এখন একইভাবে ফেসবুক আইডিতে সাবস্ক্রিপশন এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। আইডিতে আপনার অনেক জনপ্রিয়তা আছে।

সেখানে কিছু ফলোয়ারদের জন্য অন্য কিছু নতুন কন্টেন তৈরি করে তাদের কাছ থেকে এই ধরনের সাবস্ক্রিপশন নিতে পারনে। মানে সেখানে সবার পারমিশন থাকবে না।

এছাড়া আরও সুবিধা সম্পর্কে দেওয়া হলো

ড্যাশবোর্ড

যেকোনো কিছু প্রফেশনালভাবে নিয়ন্ত্রণ করতে গেলে লাগে ড্যাশবোর্ড । তার সকল ব্যবস্থা করেছে এই ফিচারে । আগে যখন ফেসবুক পেজ ছিল তখন দেখবেন আপনার ফলোয়ার সম্পর্কে জানা যেত । তারা কোন দেশ থেকে, ছেলে না মেয়ে, ভিডিও বা পোষ্টের রিচ কত, কত জন এনগেজ হয়েছে । তার সকল কিছু পেয়ে যাবেন এই ড্যাশবোর্ডে ।

রিকমান্ডেশন

সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে আপনার ভিডিও বা লেখার নিচে অন্য চ্যানেলের রিকমান্ডেশন আশাটা একান্ত প্রয়োজন । আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির অন্য ভিডিও আসলে মানুষ দেখবে । একইভাবে আপনার ভিডিও অন্য মানুষের কাছে গেলে দেখবে । ফেসবুক এই অপশনটা রেখেছে ।

ক্যাটাগরি

ফেসবুক, ইউটিউব, টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সকল জায়গাতে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় । ক্যাটাগরির মাধ্যমে বোঝানো হয় আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন সেটা জানাতে হয় ।

কমেন্ট ও ইনভাইট

সকল পোষ্টের আপনি কমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন । কমেন্ট নিয়ন্ত্রণ করতে হয় বিভিন্ন কারণে সেটা করতে পারবনে। এছাড়া যারা আইডিতে ফলো করে আছে তাদের  আপনি চাইলেই ইনভাইট করতে পারবেন।

ফেসবুক প্রফেশনাল মোড মোবাইলে

প্রথমেই আপনি ফেসবুক অ্যাপ প্রবেশ করবেন । অ্যাপ পুরাতন থাকলে আপডেট করে নিবেন। তার পর চলে যাবেন প্রফাইলে । প্রথমে আছে Add to story  তার পর আছে । Edit profile তার পর আছে থ্রিডট মেনু সেখানে ক্লিক করুন । 

একেবারে নিচের দিকে আছে Turn on professional mode এখানে ক্লিক করুন । তার পর আসবে Turn on এখানে ক্লিক করলে প্রফেশনাল মোড অন হয়ে যাবে । নিচের ছবি অনুশন করুন।

facebook professional mode

কম্পিউটারে ফেসবুক প্রফেশনাল মোড অন

একইভাবে ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজারে ফেসবুক লগইন করতে হবে । তার পর প্রফাইলে প্রবেশ করতে হবে ।  কম্পিউটারে প্রথমে আছে Add to story  তার পর আছে । Edit profile তার এর নিচে আছে থ্রিডট মেনু সেখানে ক্লিক করুন ।

একেবারে নিচের দিকে আছে Turn on professional mode এখানে ক্লিক করুন । তার পর আসবে Turn on এখানে ক্লিক করলে প্রফেশনাল মোড অন হয়ে যাবে । নিচের ছবি অনুশন করুন

প্রফেশনাল মোড

এই ভাবে আপনার আইডি প্রফেশনাল মোড করতে পারেন।

ফেসবুক প্রফেশনাল মোড অফ করার উপায়

অনেক সময় দেখা যায় আমাদের এই ফিচারটি অন করার পর আর ভাল নাও লাগতে পারে । তখন অফ করার প্রয়োজন হয় তখন নিচের স্টেপগুলো অনুসরণ করতে পারেন ।

মোবাইল বা কম্পিউটার দিয়ে যেভাবে প্রফেশনলা মোড অন করেছিলেন একইভাবে অফ করতে হবে । Turn off professional mode এখানে ক্লিক করতে হবে । তার পর Turn off আসবে এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে ।

বিঃদ্রঃ আমার দুইটি ফেসবুক আইডি দিয়ে আমি টেস্ট করেছি । দেখা যায় যে একটা আইডিতে এই সুবিধা এসেছে অন্য আইডিতে আসেনি । তাই যাদের আইডিতে আসেনি তারা একটু ওয়েট করতে পারেন । যে আইডিতে আসেনি সেই আইডির ছবি ।

professional mode

আরও পড়ুনঃ ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ উপায়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x