ফেসবুক ডার্ক মোড আমাদের কি কি সুবিধা দিয়ে থাকে বা আমরা অনেকেই জানি না । কেন ব্যবহার করব এ বিষয়েও জানি না । এসকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে তাই সব কিছু জানতে হলে সম্পূর্ণ পোষ্টটি পড়ুতে থাকুন।
ফেসবুক ডার্ক মোড
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক । যেখানে আমাদের সারাদিনের অধিকাংশ সময় চলে এটি ব্যবহারের মাধ্যমে । এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মতো ফিচারটি রয়েছে তা আমরা অনেকে জানি না ।
আবার আমরা অনেকে মোবাইলে ডার্ক মোড ব্যবহার করি ও কম্পিউটারে ইউটিউব ব্যবহার করার সময় ডার্ক মোড ব্যবহার করে থাকি । তবে ডার্ক মোড অপশনটি এখন সব জায়গায় অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।
তারই ধারাবাহিকতায় ফেসবুক এনেছে ডার্ক মোড । এই সুবিধাটি আপনি মোবাইল ও কম্পিউটারে ব্যবহার করতে পারবনে ।
ফেসবুক ডার্ক মোড ব্যবহারের সুবিধাসমূহঃ
১) এর প্রধান সুবিধা হচ্ছে যখনই এই ডার্ক মোড অন করবেন তখন থেকে আপনার চোখের একটা স্বস্তি অনুভব করবেন । সাদা অপশন কালার থাকলে অনেকের অল্পক্ষণ ব্যবহার করার পরে চোখের সমস্যা দেখা দেয় । তাই যাদের এই সমস্যা আছে তাই এই ফিচারটি ব্যবহার করতে পারেন ।
২) আপনি যদি ফোনে Facebook ব্যবহার করেন তাহলে ব্যাটরির ব্যাকআপ একটা বিষয় চলে আশে । তাই ফোনে Facebook ব্যবহার করার সময় ডার্ক মোড ব্যবহার করলে কিছুটা ব্যাটরি সাশ্রয় হয় ।
৩) এই ফিচারটি আপনি অন করে ব্যবহার করে দেখতে পারেন কেমন লেগেছে ।
৪) ফেসবুকে ডার্ক মোড অন করলে শুধু ফেসবুকের মধ্যে সিমাবদ্ধ থাকবে ফোনের অন্য কোনো জায়গায় কাজ করবে না
ফোনে Facebook Dark Mode চালু করার নিয়ম
প্রথমে ফোন থেকে ফেসবুকে অ্যাপে প্রবেশ করতে হবে । তারপর ডান পাশের উপরে থ্রি ডট মেনুতে চাপ দিতে হবে । এর পরে Settings & Privacy অপশনে ক্লিক/চাপ করুন । এবার এখান থেকে Setting অপশনে ক্লিক করুন ।
এবার একটু নিচে আসলে দেখবেন লেখা আছে Dark Mode এখানে Off থাকবে On করে দিলেয় Dark Mode অন হবে যাবে অ্যান্ড্রয়েড ফেসবুক অ্যাপে
পিসিতে ডার্ক মোড অন করার নিয়ম
এবার আপনার পছন্দের ব্রাউজারটি ওপনে করতে হবে । সেখান থেকে ফেসবুক ব্রাউজ করতে হবে । এবার ফেসবুকে থাকা অবস্থায় ব্রাউজারের ডান পাশের তিন কোনা যে আইকন আছে সেখানে ক্লিক করলে Display & Accessibility আছে সেখানে ক্লিক করতে হবে ।
এখানেই প্রথমে পেয়ে যাবেন Dark Mode এই অপশনটি । Dark Mode এখানে Off থাকবেন On করে দিলেয় ডার্ক মোড অন হবে যাবে ।
বিঃদ্রঃ আমি আগে এই ভাবে ব্যবহার করেছি তারপর লেখা হয়েছে । অ্যান্ড্রয়েডের ফেসবুক অ্যাপটি অনেক পুরাতন হলে এই ফিচার কাজ নাও করতে পারে। তাই অ্যাপটি আপডেট করে নিন .
আরও পড়ুনঃ দেখে নিন আপনার ফেসবুক প্রোফাইল কে চুপি চুপি ভিজিট করে