বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ফেসবুক টিপস কিছু নির্দিষ্ট মানুষের পোষ্ট লুকিয়ে রাখতে

ফেসবুক টিপস

ফেসবুক টিপস । আমাদের এমন কিছু বন্ধু থাকে তাদের ফেসবুক পোষ্ট দেখতে মোটেও ভালো লাগে না। তার পরও তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখতে হয় কারণ তারা খুব কাছের মানুষ হয়ে থাকে ।

তাদের আনফ্রেন্ড করার কোনো উপায় থাকে না। তাই ফেসবুক আমাদের কথা চিন্তা করে একটা উপায় রেখেছে ।

তাদের কোনো প্রকার আনফ্রেন্ড না করে তাদের পোষ্ট না দেখা । এতে করে তাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় থাকে । তাদের আইডি মিউট করে রাখলে তাদের পোষ্ট আপনার নিউউ ফিডে আসবে না।

ফেসবুক টিপস কিছু নির্দিষ্ট মানুষের পোষ্ট লুকিয়ে রাখতে

আমরা দুইভাবে আমাদের ফ্রেন্ডলিস্টের বিরক্তি মানুষদের পোষ্ট পড়া থেকে মুক্তি পেতে পারি । এক আইডি আনফলো করা আর দুই স্নোজ করা । এখন ফেসবুক টিপস এর এই দুইটি পাবেন।

আনফলো করা

আনফ্রেন্ড না করা আনফলো করে রাখলে তার দেওয়া কোনো পোষ্ট আপনার নিউজ ফিডে আসবে না। তার জন্য আপনার প্রফাইলে গিয়ে ফ্রেন্ড লিস্টে সেই আইডিতে যাবেন। প্রথমে থাকে Friends পাশে থাকে Message  এখান থেকে Friends এ ক্লিক করবেন ।

প্রথমে থাকে Unfollow  এখানে ক্লিক করলে আনফলো হয়ে যাবে কিন্তু ফ্রেন্ড থাকবে । এটা ফেসবুক টিপস এর অন্যতম কারণ সকলের সাথে সম্পর্ক রেখে তার পোষ্ট না দেখা ।

স্নোজ করা

এই টিপস ফেসবুক পেজ ও ফেসবুক প্রফাইলের জন্য একইভাবে কাজ করে । এইটা বলা যায় অনেকটা টেমপরারি কাজ  করে । আপনি যদি ফেসবুক পেজ বা প্রফাইল স্নোজ করে তাহলে ৩০ দিন ।

সেই সকল পেজ বা প্রফাইল থেকে কোনো পোষ্ট আপনার নিউজ ফিডে দেখা যাবে না। তার পর আবার আগের মত নিউজ ফিডে আসবে । আপনি নিউজ ফিডে থাকার সময় মোবাইলে যখন ফেসবুক দেখবেন । তখন সেই আইডি বা পেজ এর দেখবেন ডান পাশে থ্রি ডট (…) আছে এখানে ক্লিক করুন ।নিচের ছবিতে দেখুন

ফেসবুক স্নোজ

এখানে অনেক লেখা আসবে এখান থেকে নিচে আছে Snooze (page name) for 30 days এখানে ক্লিক করতে হবে । ৩০ দিনের জন্য পোষ্ট আসা বন্ধ হয়ে যাবে । আপনি চাইলেই আনডু করতে পারেন ।

আরও পড়ুনঃ ফেসবুক অটো মেনশন নোটিফিকেশন বন্ধ করার সহজ উপায়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x