ফেসবুক গ্রুপ থাকাটা একান্ত প্রয়োজন কারণ ফেসবুক ছাড়া আমরা এখন একদিন ও কল্পনা করে পারি না ।এখন আপনি ব্যবসা করতে পারেন অনলাইন থেকে ফেসবুক গ্রুপের মাধ্যমে ।
যার যত বড় গ্রুপ আছে তার ব্যবসার পরিমান বেশি হয়ে থাকে ফেসবুকের মাধ্যমে ।আপনার যদি ৩ মিলিয়ন লোকের যদি একটা গ্রুপ থাকে তাহলে আপনি যদি কোনো কিছু গ্রুপে আপলোড দিয়ে থাকেন তাহলে এই পোষ্ট মিলিয়ন মানুষের কাছে পৌছে যাবে ।
যত মানুষের কাছে আপনার পোষ্টটি পৌছে যাবে তত মানুষ আপনার প্রডাক্ট সম্পর্কে জানতে পারবে । যেখানে আপনার এক টাকা ও খরচ করা লাগবে না বিজ্ঞাপনের জন্য । তাই আমরা আজকে দেখব কিভাবে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে ফেসবুক গ্রুপ তৈরি করতে হয় ।
ফেসবুক গ্রুপ তৈরি কম্পিউটারের মাধ্যমে
প্রথমে আপনি যেকোনো ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগইন করবেন । তবে আমি মনে করি ক্রোম ব্রাউজার ব্যবহার করা ভালো হবে । কম্পিউটারে ফেসবুক লগইন করলে ফেবুকের তিনটা পার্ট থাকে । ডান পাশের কিছু অ্যাড ও মেসেজ দেওয়ার অপশন থাকে ।
মাঝখানে নিউজ ফিড থাকে । আর বাম পাশে ফেসবুকের বিভিন্ন অপশন থাকে । এবার বাম পাশের বার থেকে একটু নিচের দিকে আসলেই দেখবেন Groups নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ।

এখানে ক্লিক করলেই আপনি যদি আগে কোনো ফেসবুক গ্রুপ তৈরি করে থাকেন তাহলে সেটা দেখাবে । এবার ছবিতে মার্ক করে দেওয়া Create New Group লেখা এখানে ক্লিক করতে হবে । এবার নতুন পেজে ওপেন হবে । নিচের ছবিটি ভালোভাবে লক্ষ করুন ।

এবার প্রথমে গ্রুপ এর নাম দিতে হবে ।তারপর নিচের বক্সে Choose privacy থেকে দুইটা অপশন আছে সেখান থেকে Public করলে আপনার গ্রুপের মেম্বার না হয়ে গ্রুপের সকল পোষ্ট দেখতে পারবে । আর যদি Private দেন তা হলে যারা শুধুমাত্র গ্রুপের মেম্বার তারা পোষ্ট দেখতে পারবে ।
এবার আপনার প্রয়োজন অনুযায়ী গ্রুপের প্রাইভেসি সেট আপ দিন । নিচের বক্সে Invite friends (optional) দিতে পারেন বা না দিলে কোনো সমস্যা নেই । এবার নিচের Create এ ক্লিক করতে হবে । এভাবে তৈরি হয়ে যাবে ফেসবুকের গ্রুপ ।
মোবাইলে ফেসবুক গ্রুপ তৈরি করার নিয়ম
মোবাইলে ফেসবুক গ্রুপ তৈরি করার নিয়ম একই ভাবে আপনার আইডি মোবাইলে লগইন করতে হবে । তার পরে থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে ।এবার অনেকগুলো অপশন আসবে সেখান থেকে দুই নম্বরে আছে Groups এখানে ক্লিক করতে হবে ।

এবার প্রথমে Your Groups থাকবে এখানে ক্লিক করতে হবে । উপরের ডান পাশে Create নামের একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে । এখানে কম্পিউটারের মত প্রথমে নাম চাইবে প্রথমে গ্রুপের নাম দিতে হবে দুই নম্বরে privacy দিতে হবে । দেওয়ার পরে নিচে Create Group এ ক্লিক করতে হবে ।

আপনার ফেসবুক গ্রুপ তৈরি করা হয়ে যাবে । তার পরের ধাপে বলবে কিছু বন্ধু ইনভাইট করতে যদি মনে চাই তাহলে করবেন না চাইলে Next এ ক্লিক করবেন । তারপর কভার ফটো চাইবে সেটা দিবেন ।
তার পর Description চাইবে সেটা দিবেন যদি পোষ্ট করতে চান তাহলে পোষ্টে কিছু লিখে Done এ ক্লিক করবেন । এভাবেই আপনার ফেসবুক গ্রুপ তৈরি হয়ে যাবে
আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইলে লিংকে ক্লিক করুন
আরও পড়ুনঃ ফেসবুকের নাম পরিবর্তন করার সহজ উপায়