বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ফেসবুকে ভুয়া খবর চেনার সহজ উপায় জেনে নিন

ফেসবুকে ভুয়া খবর

ফেসবুকে ভুয়া খবর একটা যেন সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে । দেখা যায় যে সেসব ঘটনা ঘটেনি সেই খবর নিয়ে অনেক নিউজ হয়েছে । বিশেষ করে এই ধরনের খবর বেশি দেখা যায় ফেসবুকে । কারণ ফেসবুকে যেকেও চাইলেই যেকোনো ধরনের নিউজ করতে পারে ।

ফেসবুকের নিজস্ব কোনো উপায় নেই যে কোনো আসল নিউজ আর কোনটা ভুয়া নিউজ । তাই আজকে আমরা নিউজের কিছু কিছু অংশ দেখলে বুঝতে পারি কোনটা আসল নিউজ আর কোনটা ফেসবুকে ভুয়া খবর সেই সম্পর্কা জানার  চেষ্টা করব ।

ফেসবুকে ভুয়া খবর চেনার উপায়

১) ফেসবুক পেজের কোয়ালিটি

পেজের কোয়ালিটি দেখলে অনেক সময় বোঝা যায় এই নিউজটা আসল না ভুয়া । এই সকল পেজ বেশির ভাগ ভেরিফাইড থাকে না ।কারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে না । তাদের পেজে ভুয়া খবর শেয়ার করার কারণ তাদের পেজে লাইক দেয় না ।

এই জন্য তাদের পেজ ভেরিফাই করতে পারে না । মানুষ যখন দেখবে একটা ঘটনা ঘটেনি অথচ তারা নিউজ করেছে । এটা একটা ভুয়া তখন সেই পেজকে আনলাইক করে দিবে এটাই স্বাভাবিক ।এর ফেসবুকে ভুয়া খবর বেশি প্রচার করে থাকে ।

২) লেখার মানঃ

আপনি যখন কোনো পেজে নিউজ দেখার পর ওয়েব সাইট ভিজিট করবেন তখন বুঝতে পারবেন । কারণ যারা প্রফেশনাল সাংবাদিক তাদের লেখা মান ও লেখার ভিতরে তেমন একটা ভুলা থাকে না ।

কারণ তারা এই  বিষয়ে অনেক বেশি লেখা পড়া করা এসেছে । আর এমনি সাধারণ মানুষ যে সব নিউজ করবে সেখানে অনেক বেশি ভুল থাকতে পারে বা বানান অনেক ভুল থাকে । সেখানে লেখার মান তেমন একটা ভালো থাকে না ।

৩) ওয়েব সাইট

যেকেউ চাইলেই যখন তখন একটা ওয়েব সাইট তৈরি করতে পারে । আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জ্ঞান থাকে তাহলে বলতে পারবেন । যদি আপনার ডোমেইন হোস্টিং থাকে তালে ১০ মিনিটের মধ্যে ওয়ার্ডপ্রেসে যেকোনো ধরনের ওয়েব সাইট তৈরি করা সম্ভব ।

এখন অনেক রেডিমেট টেমপ্লেট পাওয়া যায় । যাই  হোক এই দিকে যাচ্ছি না । তাই এখন আর ওয়েব সাইট বানাতে সময় লাগে না । ভুয়া খবর ছাপানো ওয়েব সাইট তেমন সাজানো গোছানো থাকে না  । আর তাদের সরকারের কাছে থেকে লাইসেন্স থাকে না । থাকে না তাদের নিজেদের ফিজিক্যাল অফিসের লোকেশন যোগাযোগের ঠিকানা ।

৪) খববের টাইটেল

যারা সাংবাদিক তারা জানে একটা খবরের কেমন টাইটেল দিতে হয় । আর এমনি সাধারণ কোনো মানুষ জানে না কেমন টাইটেল দিতে হয় । তাই খবরের টাইটেল দেখে বোঝা যায় যে, এই খবর আসল না নকল ।

৫) স্বীকৃত ওয়েব সাইট

আমি অনেকের দেখেছি যে তারা ফেসবুকে একটা খবর দেখলেই তার উপর ঝাপিয়ে পড়ে । তারা এতটুকু বিবেচনা করে না যে এটা আসল না ভুয়া । আমাদের দেশের প্রত্যেক টিভি চ্যানেলের বা পত্রিকার ফেসবুক

পেইজ আছে সেখানের খবর দেখা ছাড়া অন্যতা বিশ্বাস করা উচিত নয় । কারণ এই সব চ্যানেলের বা পত্রিকার অনেক বেশি দায়বদ্ধতা আছে । তারা কখনই ভুয়া নিউজ ছাপিয়ে দিবে না । তাই এই সব স্বীকৃত ওয়েব সাইটের যে সব পেজ আছে সেখানের খবর পড়া ।

৬)একাধিক সোর্স দেখা

এখন সকল পত্রিকা তাদের অনেক বেশি অডিয়েন্স পাওয়ার জন্য ফেসবুকে ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে থাকে । তাই সকল পত্রিকা ফেসবুকে তাদের নিউজ শেয়ার করে থাকে । আমরা যদি দেখি একই নিউজ পত্রিকা চ্যানেল করছে তখন আমরা  বিশ্বাস করতে পারি ।

৭)রঙ্গ কি না যাচাই করা

প্রত্যেক পত্রিকার একটা কৌতুক বা রঙ্গ পার্ট থাকে । তারা দেশের উচ্চ পর্যায়ের লোকদের নিয়ে এরকম রঙ্গ খবর তৈরিকরে থাকে । অনেকে এটাকে আবার সিরিয়াস করে নিয়ে থাকে । তাই ভালো করে দেখে নেওয়া । এটা আসলে রম্য না সঠিক নিউজ ।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড এর সেরা ১০টি মেসেজ ও কলিং অ্যাপস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x