ফেসবুক প্রোফাইল নাই এমন মানুষ এখন খুজে পাওয়া খুব কঠিন কাজ হবে । কারণ ডিজিটাল এই দুনিয়ায় আমরা সকলেই প্রায় ফেসবুক ব্যবহার করে থাকি । তাই আমরা অনেকের ফেসবুক প্রোফাইল ভিজিট করে থাকি বা অন্যরাও আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিট করে থাকে ।
আমরা এখন থেকে জানতে পারবো কে কে আমাদের ফেসবুক ওয়ালে ভিজিট করেছে চুপি চুপি । কে কে আপনার প্রোফাইলে ভিজিট করেছে সেটা দেখার জন্য নিচের পদ্ধতি অনুশরণ করতে হবে ।
ফেসবুক প্রোফাইল কে কে গোপনে ভিজিট করে
ক) প্রথমে আপনার যেকোনো ব্রাউজার পছন্দ করে ফেসবুক লগইন করতে হবে । পিসি বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার হলে ভালো হয় । তারপর হোম পেজের যে কোনো জায়গায় মাউস রেখে, মাউসের ডান পাশে ক্লিক করতে হবে ।
অনেকগুলো অপশন আসবে সেখান থেকে একেবারে নিচের দিকে View page source নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে । ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে ।
খ) নতুন পেজে অনেক কোড আসবে সেগুলো আপনার না বুজলেও হবে । এই পেজে আপনি Ctrl+F চাপবেন । এবার উপরে ডানপাশে একটা সার্চ অপশন আসবে । সেই সার্চ অপশনে BUDDY_ID
লিখবেন । এবার BUDDY_ID লিখার করণে নিচের দিকে দেখবেন কমলা রঙের buddy_id এসেছে এবং পাশে ১৫ সংখ্যার কোড লেখা এসেছে যেমনঃ “buddy_id”:”100009484655aaa” শেষের তিনটা আমি a দিয়েছে কারণ এটা লাইভ আইডি নম্বর । এখানে অনেকগুলো আইডি নম্বর আসতে পারেন । এইটা সেই আইডি যেটা দিয়ে আপনার ফেসবুক ভিজিট করেছে ।
গ) এবার আপনি আইডি নং পেয়ে গেলেন এবার আপনি কি করবেন । আপনার কাজ হবে এবার আবার চলে আসবেন facebook.com এইটা লেখার পাশে স্ল্যাস (/) চিহ্ন দিবেন । তারপর আপনি যে ১৫ সংখ্যার কোড পেয়েছেন সেটা স্ল্যাসের পাশে বসিয়ে দিবেন ।
বসানোর পর কিবোর্ড এন্টার প্রেস করবেন । আপনার ডিভাইসে যদি ইন্টারনেট কানেকশন থাকে থাহলে খেলাটা দেখবেন । যে আপনার ফেসবুক প্রোফাইলে চুপি চুপি দেখেছে তার ছবি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চোখের সামনে ভেসে উঠবে ।
এভাবে আপনি পাশে যত কোড পাবেন সেগুলো দিয়ে কত জন আপনার প্রোফাইলে প্রবেশ করেছে সেগুলো জানতে পারেন ।
আরও পড়ুনঃ Scan করুন মোবাইল দিয়ে খুব সহজে, scanner লাগবে না