আমাদের সব কিছু এখন মোবাইল অ্যাপ নির্ভর হয়ে যাচ্ছে । তাই বলা যায় যে, চাকরির প্রস্তুতি জন্য কেন বাদ থাকবে । চাকরির প্রস্তুতি জন্য বিভিন্ন ধরনের অ্যাপ । আমাদের জন্য এনেছে এই সকল সুবিধা ।
আমাদের বই পড়তে হলে সাথে করে নিয়ে যেতে হয় । কিন্তু আমরা বই সব জায়গায় নিয়ে যেতে পারি না । সেই জায়গায় দেখা যায় যে, মোবাইল সব জায়গায় নিয়ে যেতে পারি । যেখানে সেখানে মোবাইল বের করে পড়তে পারি । যেকোনো অবস্থায় ।
বইতে যেসকল অধ্যায় বা পড়ার বিষয় আছে । তার সকল কিছু পেয়ে যায় ছোট্ট একটা মোবাইল অ্যাপের মাধ্যমে । তাই এই রকম ৫টি মোবাইল অ্যাপ নিয়ে আজকের আলোচনা করা হবে ।
চাকরির প্রস্তুতি জন্য সেরা ৫টি মোবাইল অ্যাপস
১) Job solution book 2022
এই অ্যাপটি আমি নিজে ওপেন করে দেখেছি । এখানে জব সলুশনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান করা আছে । আমি কয়েকটি ক্যাটাগরির প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করছি ।যেমনঃ
- চাকরির প্রশ্ন ও সমাধান বই।
- শিক্ষক নিয়োগ সহায়িকা ।
- ফার্মা জব সলুশন ।
- বাংলাদেশ ব্যাংক প্রশ্ন সমাধান ।
- অন্যান্য চাকরির প্রশ্ন সমাধান ।
- এন.এস.আই নিয়োগ সহায়িক-১
- এন.এস.আই নিয়োগ সহায়িকা-
এই সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন । তবে এই অ্যাপের অন্যতম সমস্যা হচ্ছে প্রত্যেকটা ট্যাব ওপেন করা ও বন্ধ করার সময় অ্যাড শো করে । তাছাড়া তেমন কোনো সমস্যা হয় নি আমার ।
আর সকল কিছুর ফাইল পিডিএফ আকারে আছে । গুগল ড্রাইভের মধ্যে । ইচ্ছা করলে দেখতে পারেন । তবে অ্যাপ চালানোর জন্য ইন্টারনেটের দরকার হবে ।
২) Teacher Job
একটা জিনিস যদি দেখতে না ভালো হয় তাহলে তার প্রতি বেশিক্ষণ মন বসে না । আপনি এই অ্যাপে প্রবেশ করলে প্রথমে দেখতে পারবেন অসাধারণ ডিজাইন । আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের ডিজাইনটা । এই সব বাদ যাক কাজের কথায় আসি ।
এই অ্যাপটি তাদের সার্ভিস দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যারা শিক্ষক হতে চায় । প্রথমিক থেকে কলেজ পর্যন্ত কি কি পড়তে শিক্ষক পরিক্ষায় টিকে তাকা যাবে সেই সম্পর্কে অনেক মডেল টেস্ট আছে । কি কি মডেল আছে তার কয়েকটি বলছি ।
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ।
- প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ।
- মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ।
- শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) সহকারী শিক্ষক ।
- শিক্ষক নিবন্ধন (কলেজ) প্রভাষক ।
বিষয় ভিত্তিক অনুশীলন এর জন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, এর উপর প্রশ্ন পেয়ে যাবেন ।তবে অ্যাপ চালানোর জন্য ইন্টারনেটের দরকার হবে ।
বিষয়ভিত্তিক লেকচার শীট এর জন্য বাগজন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান । এছাড়া অনেক কিছু আছে একবার অ্যাপটি ইনস্টল করে দেখতে পারেন । আপনি চাইলেই প্রিমিয়াম মেম্বারশীপ নিতে পারেন তার জন্য আপনাকে টাকা দিতে হবে । তবে সেখানে অনেক সুবিধা আছে ।
সব ধরনের চকরির খবর/বিজ্ঞপ্তি মোবাইলে পাওয়ার জন্য এই লেখাটি পড়তে পারেন ক্লিক
৩) NTRCA Job Solution-শিক্ষক নিবন্ধন প্রশ্নব্যাংক
অ্যাপটিতে এখন পর্যন্ত দুইটি প্রশ্ন ব্যাংক ও সলুশন দেওয়া আছে । পরে আরও হয়তো বা আপডেট আসতে পারে ।
- শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক সলিউশন যেখানে স্কুল পর্যায়ে নিবন্ধনের জন্য বিভিন্ন বারের প্রশ্ন ও সমাধান ।
- প্রভাষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক সলিউশন এখানে কলেজ পদের প্রভাষক নিবন্ধনের জন্য বিভিন্ন বারের প্রশ্ন ও সমাধান ।
৪) Job Assistant
বাংলাদেশের মধ্যে চাকরি কিংবা স্কিল বাড়ানোন জন্য অন্যতম একটা প্লাটফর্ম একটা স্যাট একাডেমি । এই কোম্পানির একটা ওয়েব সাইট আছে । আর আমরা অ্যাপ নিয়ে কথা বলছি ।
এখানে আপনি ব্যাংক থেকে বিসিএস সকল ধরনের চাকরির প্রস্তুতি জন্য লেখা ভিডিও সকল ধরনের কিছু পেয়ে যাবেন । তবে এই অ্যাপের চালানোর জন্য ইন্টারনেটের প্রয়োজন আছে ।
৫) 10 Minute School-Online Learning Courses
টেন মিনিট স্কুল অ্যাপ সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নাই । কারণ বাংলাদেশের যারা লেখা পড়া করে বা করেছে এবং অনলাইন সম্পর্কে জানে । তার সকলেই টেন মিনিট স্কুল সম্পর্কে জানে । তারা তাদের কার্যক্রম ফেসবুক, ইউটিউব, অ্যাপ, ওয়েব সাইট ইত্যাদির মাধ্যমে পরিচালনা করে থাকে ।
এখানে যেমন আপনি ফ্রি কোর্স পেয়ে যাবেন তেমনি পেইড কোর্স পাবেন । আপনার লেখা পড়া কিংবা স্কিল ডেভেলপমেন্ট বা চাকরির সকল কিছু পেয়ে যাবেন । তাই অ্যাপটি ব্যবহার করতে পারেন । চাকরির প্রস্তুতি জন্য সেরা অ্যাপ হতে পার ।
1 thought on “চাকরির প্রস্তুতি জন্য সেরা ৫টি মোবাইল অ্যাপ”
Pingback: ফ্রি বাংলা বই পড়ুন এক অ্যাপের মধ্যে জেনে নিন - Techzoombd