আমরা গুগলের যতগুলো সার্ভিস ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম গুগল ম্যাপস । গুগল আমাদের অনেক সার্ভিস ফ্রি দিয়ে থাকে আবার অনেক পেইড সার্ভিস দিয়ে থাকে ।
কিন্তু আমরা গুগল ম্যাপসের কী সব ফিচার ব্যবহার করি ? সেই সব নিয়ে আলোচনা করব । যেগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি । যেগুলো ব্যবহার করলে আমাদের জীবনকে আরও সহজ করবে । সেই সকল ফিচার নিয়ে আলোচন হবে ।
গুগল ম্যাপস ফিচার
ম্যাপের সমস্ত ফিচার গুলো শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের গুগল ম্যাপের অ্যাপ থেকে দেখানো হবে । তাই আইফোন বা ব্রাউজার ম্যাপে অন্য রকম থাকতে পারে ।
Location sharing-লোকেশন শেয়ারিং
নির্দিষ্ট স্থান এর লোকেশন দেওয়ার জন্য আমরা রিয়েল টাইম লোকেশন ব্যবহার করি । অনেকে দেখা যায় মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে । এতে করে দেখা যায় যথাযথ লোকেশন পাওয়া যায় না ।
সঠিক লোকেশন পেতে হলে গুগল ম্যাপস এর রিয়েল টাইম লোকেশন শেয়ারিং ব্যবহার করতে হবে ।আপনি যদি গুগল ম্যাপ লোকেশন শেয়ার করে দেন তাহলে অনেক সহজে যে কোনো জায়গা খুব সহজে খুজে পাওয়া যায় ।
তার জন্য প্রথম মোবাইল ফোন থেকে গুগল ম্যাপে চলে যাবেন ।তার পর ডান পাশের প্রফাইলে ক্লিক করতে হবে । নিচে দেখবনে আছে Location sharing এখানে ক্লিক করতে হবে । এবার লেখা আসবে Share location এখানে ক্লিক করতে হবে । নিচে ডান পাশে আছে প্লাস ও মাইনাস চিহ্ন একটু উপরের ছবিতে দেখুন।
মাইনাসে ক্লিক করে সময় কমানো যাবে ও প্লাসে ক্লিক করে সময় বাড়ানো যাবে । মানে আপনি আপনার লোকেশন কতক্ষন তার কাছে রাখতে চান । তার নিচে আছে Until you turn this off এখানে ক্লিক করে দিলে সব সময় তার কাছে আপনার লোকেশন থাকবে ।
নিচে দেখবেন আপনার মেসেঞ্জার, মেসেজ, জিমেইল সেইভ করার ফোন নম্বর থাকবে সেখানে আপনার ইচ্ছামত শেয়ার করতে পারবনে । সে ঐ লিংকে ক্লিক করে খুব সহজে আপনার লোকেশনে চলে আসতে পারবে ।
ছদ্মবেশে ম্যাপ দেখা
ম্যাপের এই ফিচার ব্যবহার করলে আপনি গুগল ম্যাপে কোন কোন জায়গা সার্চ করেছেন তার কোনো হিস্টোরি থাকবে না । আপনার ইচ্ছামত সার্চ করতে পারবনে। তার জন্য আবার ডানপাশের প্রফাইল ছবিতে ক্লিক করতে হবে । এবার নিচে দেখবেন প্রথম লেখা আছে Turn on Incognito mode এখানে ক্লিক করে দিতে হবে । আপনার ডিভাইসের ম্যাপে Incognito mode অন হয়ে যাবে ।
Offline maps-অফলাইন ম্যাপস
গুগল ম্যাপস যেমন অনলাইনে ব্যবহার করা যায় তেমনি ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায় । মনে করেন আপনি নতুন জায়গায় বেড়াতে যাবেন সেখানে হয়তো ভালো নেটওয়ার্ক সিস্টেম থাকতে পারে আবার নাও থাকতে পারে । তাই বাড়ি থেকে সেই এরিয়ার কিছু জায়গার ম্যাপ ডাউনলোড করে নিয়ে গেলে ম্যাপ দেখার আর কোনো ঝামেলা থাকবে না ।
তাহলে আবার ডান পাশের প্রফাইল পিকচারে ক্লিক করতে হবে । এবার নিচে থেকে Offline maps এখানে ক্লিক করতে হবে । দেখবেন প্রথমে লেখা আছে SELECT YOUR OWN MAP এখানে ক্লিক করতে হবে ।
এবার আপনার ইচ্ছামত জুম ইন জুম আউট করে যেমন ইচ্ছ তেমন করে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর Download এখানে ক্লিক করতে হবে । ডাউনলোড করার পর পর ব্যবহার করতে পারবেন এই অফলাইন ম্যাপ। তাই নতুন জায়গায় যাওয়া আগে এভাবে ম্যাপ ডাউনলোড করে নিন ।
Your Timeline –টাইমলাইন
এই অপশনে দেখাবে আপনি আজকে কোন কোন স্থানে ভ্রমণ করেছেন । তবে এই সুবিধা নিতে হলে আপনার ফোনের ডাটা অন করে তারপর আপনাকে বাইরে বেড়াতে হবে । ডাটা অন অবস্থায় যেখানে যাবেন সব জায়গার লোকেশন দেখা যাবে । তার জন্য আবারও ম্যাপে গিয়ে প্রফাইল অপশনে যেতে হবে ।
তার পর ক্লিক করতে হবে Your Timeline এখানে । লেখা থাকবে Today আপনি যদি বাসা থেকে বাইরে যান তাহলে এখানে দেখা যাবে সব লোকেশন । আর অন্য দিনের জন্য দেখতে হলে Today এর পাশে ক্লিক করতে হবে । এখানে থেকে ডেট সিলেক্ট করে দিতে হবে । কোনো তারিখের মাঝ বরাবর দাগ দেওয়া থাকে তাহলে ঐদিন আপনার ফোনে ডাটা অন ছিল না এমন অবস্থায় বাইরে গিয়েছেন ।
গুগল ম্যাপস প্রয়োজনীয় স্থান
গুগল ম্যাপস এর সবচেয়ে ভালো লাগে এই ফিচার আমার কাছে । এই ফিচারটি আপনার এলাকায় এই প্রতিষ্ঠানগুলো থাকলে পাবেন । শহর অঞলে এই ফিচারটি বেশি পাওয়া যায় । দেখবেন ফোনের ম্যাপের সার্চ বারের নিচে লেখা আছে Restaurants, Hotels, Gas Shopping, Groceries, Coffee, Attractions পাশে আছে More এখানে ক্লিক করলে আরও অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন ।
এখান থেকে যেটা সিলেক্ট করবেন আপনার এলাকায় সেই সম্পর্কিত কতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো দেখা যাবে যাবে। যদি Restaurants এ ক্লিক করেন আপনার বর্তমান লোকেশনের আশেপাশে সকল Restaurants দেখা যাবে ।
আরও পড়ুনঃ Google translate এক ক্লিকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ