ডিজিটাল সময়ে সব কিছু হবে ডিজিটাল ভাবে । যেমন আগের দিনে মানুষ কিছু লিখে রাখার জন্য নোট খাতা ব্যবহার করত । এখন সেই নোট খাতা হয়ে গিয়েছে মোবাইলের অ্যাপ গুগল কিপ । এখন মানুষ সব কিছুতে স্মার্টভাবে করতে কাজ করতে চাই ।
তারই ধারাবাহিকাতায় নোট খাতার পরিবর্তে গুগল কিপ এর ব্যবহার শুরু করেছে । আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা কম্পিউটার ব্যবহার করে এই অ্যাপ বা ওয়েব ভার্সনের গুগল কিপ ব্যবহার করতে পারেন ।
গুগল কিপ কি
Google Keep হলো গুগলের একটা সার্ভিস যা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি । আপনার কোনো কিছু নোট রাখার জন্য এখন আর খাতা বয়ে বেড়ানো লাগবে না । গুগল সেই চিন্তা করে আপনার হাতের স্মার্টফোনের উপযোগী করে গড়ে তুলেছে Google keep অ্যাপ যেখানে অন্য কিছুর প্রয়োজন নেই ।
গুগল কিপ কত সালে আবিষ্কার হয়
সর্বপ্রথম Google Keep ২০১৩ সালের ২০ মার্চ অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য সার্ভিস নিয়ে আসে । একই সাথে ওয়েব ভার্সনের জন্য কাজ করে । যেন সকলের তার প্রতিদিনের কাজ কর্মের হিসাব টুকে রাখতে পারে। এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে ১ বিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে ।
মোবাইলে গুগল কিপের ব্যবহার
প্রথমে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে হবে । সার্চ অপশনে লিখবেন Google Keep এই টুকু লিখলেই চলে আসবে আসার সাথে সাথে ডাউনলোড করে নিবেন ।
১) নোট লেখা
ডাউনলোড করে ওপেন করে নিচে ডান দিকে দেখবেন প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন । ক্লিক করার সাথে সাথে প্রথমে আসবে Title এখানে আপনার বিষয়ের টাইটেল লিখবনে । নিচে আছে Note এখানে টাইটেল অনুসারে যা মনে চাই তাই লিখবনে ।
২) নোট সেভ করা
এবার এটা সেভ করার পালা । উপরে আছে প্রথমে পিন আকারের চিহ্ন এখানে ক্লিক করলে । আপনার লেখাটা হোম পেজে সেভ হয়ে যাবে এবং হোম পেজে দেখাবে । দুই নম্বরে আছে রিমাইন্ডার এখানে ক্লিক করলে আপনার কতক্ষণ পরে কাজটা করলে ভালো হয় তার একটা রিমাইন্ডার দেওয়া যাবে ।
সেই সাথে সময় সেট করা যাবে । আপনার যখন এটা মনে করা প্রয়োজন সেই সময় সেটা করে রাখলে জানিয়ে দিবে । অনেকটা অ্যালার্ম ঘড়ির মত । আর শেষেরটা আছে Archive এই টার কাজ হলে আপনার লেখা হোমে না রেখে এখানে গচ্ছিত আকারে রেখে দিলেন । পরে Unarchive করে আবার হোমে আনা যাবে ।
৩) গুগল কিপ এ পুরাতন লেখায় রিমান্ডার
আপনার মনে করেন একটা লেখা সেভ করা হয়ে গিয়েছে সেটা রিমান্ডার দেওয়া দরকার কিভাবে করবেন । যেই লেখা হোম পেজে দেখাছে তার উপর ক্লিক করবেন । উপরে দেখবেন আবার সেই তিনটা চিহ্ন এসেছে এখান থেকে ঘণ্টা চিহ্ন ক্লিক করে টাইম সেট করলে সময় মত ঘণ্টা দিবে ।
৪) ট্রাশ
আপনি যদি কোনো কিছু ভুলে ডিলিট করে দেন তাহলে সেটা আবার ফিরিয়ে আনতে পারবেন । তার জন্য বাম পাশের উপরের থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে Trash নামের একটা বাটন আছে এখানে আপনার ডিলিট করা সব কিছু থাকবে । এখান থেকে পুনরায় আপনার হারানো ফাইল খুঁজে পাবেন । যদি না সেই ফাইল স্থায়ীভাব ডিলিট করে দেন ।
৫) ফাইল ডিলিট
কোনো নোটের কাজ শেষ হয়ে গেলে সেটা ডিলিট করার প্রয়োজন পড়ে । যেই নোটের কাজ শেষ হয়ে গিয়েছে তার উপর একটু চেপে ধরবেন । এবার উপরের ডান পাশে থ্রি ডট লাইন আসবে সেখানে আছে Delete নামের অপশন এখানে ক্লিক করলে আপনার নোট ডিলিট হয়ে যাবে ।
৬) লেখার কালার করা
আপনার নোটগুলো ইচ্ছা করলে কালার করতে পারনে । তার জন্য যেই লেখা কালার করতে চান তার উপর একটু চেপে ধরবেন । চেপে ধরার সাথে সাথে উপরে পাঁচটা মেনু বের হয়ে আসবে । ডান দিক থেকে তিন নম্বরটাতে ক্লিক করলে অনেক রং দেখাবে এখান থেকে রঙ সিলেক্ট করে দিলেই আপনার লেখা রঙ হয়ে যাবে । android app download link
কম্পিউটারে Google keep ব্যবহার
কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোনো ব্রাউজারে লিখবনে keep. google. com এইটা লিখলেই একেবার মোবাইলের মত একটা ফিচার চলে আসবে । তবে মোবাইলে প্লাসে চাপ দিয়ে নতুন লেখা যুক্ত করতে হয় আর কম্পিউটারে উপরে আছে Take a note এখানে ক্লিক করে নোট নিতে হয় । তাছাড়া মোবাইলের মত সকল কাজ একইভাবে কাজ করে ।