বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

কম্পিউটার হ্যাং সুইস অফ না করে সমাধান

কম্পিউটার হ্যাং

কম্পিউটার হ্যাং আমাদের নিত্য দিনের সমস্যা । আর যদি কম্পিউটারের কনফিগারেশন একটু নরমাল হয় তাহলে আর কথায় নেই প্রায় কাজের সমস্যা দেখা দিবে ।তখন দেখা যায় আমরা অনেক সময় মাউস বা কিবোর্ড দিয়ে কোনো ভাবেই কাজ করতে পারি না ।

অনেকে দেখা যায় মাল্টিপ্লাগ বা দেখান থেকে বিদ্যুৎ এর লাইন এসেছে সেখান থেকে লাইন অফ করে দিয়ে থাকি । কম্পিউটার অন থাকা কালে এভাবে পিসি  বন্ধ করে অনেক ক্ষতির মুখে পড়তে পারে । তাই আপনার কম্পিউটারের যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনার জন্য তাই শেষ পর্যন্ত পড়ে যায় ।

কম্পিউটার হ্যাং করার কারণ

আপনার ব্যবহৃত পিসি বা ল্যাপটপ বিভিন্ন কারণে হ্যাং করতে পারে তার মধ্যে কয়েকটি সাধারণ কারণ ।

১)বিশেষ করে ডিভাইসের কনফিগারেশন কম থাকলে তখন হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে ।

২) ডিভাইস যে কনফিগারেশন আছে সেখান থেকে বেশি ভারি ভারি সফটওয়্যার ব্যবহার করলে ।

৩) লো কনফিগারেশনে ক্রোম ব্রাউজারে বেশি পরিমানে ট্যাব খোলা থাকলে সমস্যা হয়ে থাকে ।

৪) কম্পিউটারে র‍্যাম কম থাকলে বেশি পরিমাণে ভারি সফটওয়্যার ব্যবহার করলে সমস্যা হয়ে থাকে ।

৫) ভারি সফটওয়্যার বলতে বেশি এমবি সফটওয়্যার যেমনঃ অ্যাডোবির যত প্রকার সফটওয়্যার আছে । আবার ক্রোম ব্রাউজার, ভিডিও এডিটিং সফটওয়্যার, এছাড়া অনেক সফটওয়্যার আছে ।

হ্যাং থেকে বাচার উপায়ঃ

এই সমস্যা থেকে বাঁচতে হলে কম্পিউটারের সকল যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে এবং নতুন আপডেট ভারর্সন নিতে হবে । এছাড়া আপনি যদি এই কনফিগারেশন রেখে চালাইতে চান তাহলে হ্যাং করলে নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটার সুইস অফ না করে যে সফটওয়্যারের জন্য হ্যাং করেছে সেই সফটওয়্যার কেটে দিতে পারেন । তাই আর দেরি কেন চলুন শুরু করা যাক ।

কাজঃ

প্রথমে কম্পিউটার হ্যাং করলে কিবোর্ড থেকে Ctrl+Alt+Delete একই সাথে চেপে ধরতে হবে । তার পর নিচের ছবিতে একটু খেয়াল করুন ।

এই ছবিতে যে পাঁচটি টাস্ক দেওয়া আছে সেখান থেকে একেবারে শেষেরটা  Start Task Manager এখানে ক্লিক করতে হবে । ক্লিক করার পরে নিচের ছবির মত একটা ডায়ালগ বক্স ভেসে উঠবে ।

এই ডায়ালগ বক্স ওপেন করার সাথে সাথে Performance  এই ট্যাবে থাকতে পারে সেখান থেকে প্রথমের Applications ট্যাবে নিয়ে যেতে হবে ।

নিয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার কম্পিউটারে যে কয়েকটি সফটওয়্যার ওপেন আছে সেইগুলোর লিস্ট দেখাবে । এবার যেই সফটওয়্যার এর জন হ্যাং করেছে সেই  (আমি যেমন Google Chrome এর সিলেক্ট করেছি) আপনিও এই রকম সিলেক্ট করে নিচের End Task এ ক্লিক করবেন ।

কিছু সময় পরে দেখবেন সেই সফটওয়্যারটা ক্লোজ হয়ে গিয়েছে এবং আপনার কম্পিউটারটি আগের মত কাজ করছে ।

আরও পড়ুনঃ কম্পিউটার শর্টকার্ট কি ব্যবহারের কিছু কিছু নিয়ম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

2 thoughts on “কম্পিউটার হ্যাং সুইস অফ না করে সমাধান”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x