কম্পিউটার ভাইরাস একধনের ক্ষতিকারক প্রোগ্রাম । যা আমাদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যেতে থাকে । ভাইরাস অস্বাভাবিক অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে । ভাইরাসের কাজ হলো কম্পিউটারের ক্ষতি করা ।১৯৮০ সালে ভাইরাসের নামকরণ করেন অধ্যাপক ফ্রেডরিক কোহন ।
কয়েকটি ভাইরাসের নাম দেওয়া হলো যা মানব সভ্যতার অনেক বেশি ক্ষতি করেছে । ভিয়েনা, মাইকেল অ্যাঞ্জেলা, জেরুজালেম, সিআইএইচ, ঢাকা ভাইরাস, বুট সেক্টর, ওয়ান্না ক্রায়, কনফ্লিকার, ভিবিএস, ১৯৯২ সালে লাখ লাখ কম্পিউটার অচল করে দেয়।
১৯৯৯ সালে এপ্রিল বাংলাদেশেসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার সিএইস বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। যার কারণে কোটি কোটি টাকা ক্ষতি হয় বিশ্ববাসীর ।
কম্পিউটার ভাইরাস আক্রমণের কারণ
আমি মনে করি কম্পিউটারের ভাইরাসের অন্যতম কারণ অসাবধনতা । যখন তখন যেকোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা । যে সব সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায় তার বেশীর ভাগ সফটওয়্যারে সমস্যা থাকে ।
তাই আমরা যেকোনো সোর্স থেকে সফটওয়্যার থেকে ডাউনলোড করব না । সব সময় পেইড সফটওয়্যার ব্যবহারের চেষ্টা করব । ফ্রি পেতে গিয়ে আমাদের অনেক বেশি ক্ষতি হতে পারে । যেকোনো সফটওয়্যারের পেইড ভার্সন বাজারে খুব অল্প টাকায় পাওয়া যায় ।
কিভাবে বুঝব কম্পিউটার ভাইরাস এ আক্রান্ত হয়েছে
কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হলে একক কোনো কারণে আক্রান্ত হয় না । কি কি কারণে কম্পিটারে ভাইরাসে আক্রন্ত হতে পারে তা নিচে দেওয়া হলো
- কম্পিউটারের ফাইল দেখা যায় অটোমেটিক কপি হতে থাকে । কেউ কোনো কাজ না করলে কপি হবে ।
- হার্ডডিস্কে আপনার যে জায়গা ফাকা থাকার কথা তার থেকে অনেক কম জায়গা দেখাবে ।
- যেকোনো সফটওয়্যার ওপেন করতে গেলে আগের চেয়ে অনেক বেশি সময় নিবে । যেটা আপনার বিরক্ত হতে পারে ।
- হার্ডডিস্কের অনেক গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যেতে পারে । যার করণে আপনার অনেক বেশি ক্ষতি হতে পারে ।
- আপনার প্রয়োজনে অনেক ফোল্ডার তৈরি করে ফাইল রেখেছিলেন । কাজের সময় দেখা যায় যে সেই ফাইলগুলো আর পাওয়া যাচ্ছে না ।
- ইন্টারনেটের সংযোগের কারণে মেইলে অনেক বেশি অবাঞ্চিত মেইল পেতে পারেন । বা অনেক সময়ে লেখা ওঠে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে ।
- অপ্রতাশিত বার্তা দেখানো।
প্রতিরোধঃ
ভাইরাসে আক্রান্ত হলে সেগুলোকে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে । তবে সবচেয়ে আগে থেকে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় । নিচে কিছু এন্টিভাইরাসের নাম দেওয়া হলো । এগুলোর পেইড ও ফ্রি ভার্সন আছে ।
- Kaspersky Antivirus এই সফটওয়্যারটি আমি অনেক দিন যাবত ব্যবহার করেছি ।
- Avast Antivirus এই সফটওয়্যারটি অল্প দিন ব্যবহার করেছি ।
আরও আছে Cobra Antivirus, PC cillin Antivirus, E-scan , Avira Antivirus , Norton, McAee’s , AVG, Bitdefender ইত্যাদি । এখান থেকে আপনার ইচ্ছামত একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন ।
আরও পড়ুনঃ উইন্ডোজ পিসিতে জায়গা খালি করার উপায়