কম্পিউটারে স্কিনশট নিতে হয় আমাদের প্রতিনিয়ত । তবে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি । তবে এখানে একটু সমস্যা আছে অনেক সফটওয়্যারে অ্যাড থাকে অনেক স্কিনশট নিতে অনেক সমস্যা করে থাকে । আবার অনেক আছে পেইড ।
কিছু সফটওয়্যার কিছু দিন ব্যবহার করার পরে আর ব্যবহার করা যায় না ।তখন ব্যবহার করতে অনেক সমস্যা দেখা দেয় বিশেষ করে এক্সটেনশন জাতীয় সফটওয়্যার । তাই আজকে এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেটা খুব সহজে ব্যবহার করে কম্পিউটারে স্কিনশট নিতে পারবেন ।
কম্পিউটারে স্কিনশট নেওয়ার সেরা সফটওয়্যার
Lightshot কম্পিউটারে স্কিনশট নেওয়ার বেস্ট সফটওয়্যার । এই সফটওয়্যার ব্যবহার করে আপনি খুব সহজে স্কিনশট নিতে পারবেন । এখানে স্কিনশট নেওয়ার জন্য তেমন কিছু আপনার কোনো কিছু জানার দরকার নেই ।
কিভাবে ব্যবহার করবেন
প্রথমে Lightshot সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে । আমি নিচার এই সফটওয়্যারের ডাউনলোড লিংক দিয়ে রাখব সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন । প্রথমে আপনি যে স্থানে স্কিনশট নিতে চাইছেন সেই স্থানে যেতে হবে ।
তার পর কম্পিউটারের F12 বাটনের পাশে prtsc sysRq এই নামের যে বাটন আছে সেখানে ক্লিক করতে হবে বা চাপ দিলেই হয়ে যাবে । এই বাটনে ক্লিক করার পর পর কম্পিউটারের স্কিনে হালকা শ্যাডো কালার আসবে তখন আপনি মাউস দিয়ে যতটুক সিলেক্ট করবেন ততটুকু পরিমাণ স্কিনশট নিতে পারবেন ।
আরও পড়ুনঃ PDF/পিডিএফ তৈরি করে ফেলুন খুব সহজে
সেভ করার উপায়
স্কিনশট নেওয়ার পরে আপনি খুব সহজে সেই ফাইল সেভ করতে পারবেন । মাউসের ডান পাশে ক্লিক করে একটু নিচে save নামের যে অপশন আছে সেখানে ক্লিক করলেই হবে ।
আরও কিছু ফিচার
এই সফটওয়্যার দিয়ে আপনি স্কিনশট নেওয়ার পাশাপাশি কিছু পরিমাণ এডিটও করতে পারবেন স্কিনশট নেওয়ার সময় । আপনি স্কিনশট নেওয়ার সময় কিছু স্থানে মার্ক করতে চাইছেন সেটাও করতে পারবেন ।
এছাড়া স্কিনশটের মধ্যে কিছু লেখার প্রয়োজন হলে সেটাও করতে পারবেন । লেখাগুলোর বিভিন্ন কালার দেওয়া যায় ।এছাড়া আপনি যদি মনে করে একজনের কাছে স্কিনশট হিসেবে কোনো ছবি না পাঠিয়ে সেইটা লিংক আকারে পাঠাব সেটাও করতে পারবেন ।
সেটা করার জন্য সেভ করার সময় Upload to prntscr.com এখানে ক্লিক করলে স্কিনশট লিংক আকার হয়ে যাবে এবার আপনি যেখানে ইচ্ছা সেখানে এই লিংকটা পাঠিয়ে দিলে সে স্কিনশট দেখতে পারবে । এভাবে আপনি কম্পিউটারে স্কিনশট খুব সহজে নিতে পারেন ।
software download link click