ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম । আমারা আগেই জেনেছি ওয়ার্ডপ্রেস কী ও ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত। আপনি জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন । আজ আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে জানব ।
উপরের এই দুইটি পোষ্ট পড়লে খুব সহজেই ওয়ার্ডপ্রস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যাইহোক ওয়ার্ডপ্রস এর ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করা যাক ।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডঃ আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ যেতে হলে ওয়ার্ডপ্রেস Log In করতে হবে । তার জন্য যা করতে হবে । প্রথমে আপনার ওয়েব সাইটের নাম দিতে হবে । মানে করেন আপনার ওয়েব সাইটের নাম abc. com যদি এ রকম হয় তাহলে abc.com /wp-admin দিয়ে Enter চাপতে হবে । তার পর নিচের ছবির মত বক্স আসবে ।
প্রথমে Username এবং দ্বিতীয় ঘরে Password দিয়ে Log In এ Enter করেয় ওয়ার্ডপ্রস এর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে । এবার নিচের ছবিতে লক্ষ্য করুন ।
ছবিতে যে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এটাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড । এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইটের সবকিছু নিয়ন্ত্রণ করা হয় । এগুলো হচ্ছে মূল এর সাথে যত প্লাগইন ব্যবহার করবেন ততই ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে ফিচার এর সংখ্যা বৃদ্ধি পাবে ।
এবার প্রথমে আসা যাক ওয়ার্ডপ্রেস এর আইকনের কাছে এখানে কার্সর রাখলে প্রথমে About wordpress আছে । এই About wordpress এ ক্লিক করলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানা যাবে । বর্তমানে ওয়ার্ডপ্রেস এর ভার্সন কত চলে । তাদের প্রাইভেসি তারা কী কী আপডেট নিয়ে আসছে ওয়ার্ডপ্রেস সব কিছু জানা যাবে ।
দ্বিতীয় নম্বরে আছে wordpress. org এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস যারা প্রভাইড করছে WordPress.org এই কোম্পানি সম্পর্কে জানা যাবে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট তৈরি করার জন্য কী কী প্রয়োজন কীভাবে তৈরি করা যায় সব কিছু জানা যাবে ।
WordPress Dashboard
তৃতীয় নম্বরে আছে Documentation এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস এর Documentation সম্পর্কে জানা যাবে । এখানে ক্লিক করার সাথে সাথে WordPress.org এর Support এ নিয়ে যাবে । সেখান থেকে Documentation পড়ে পড়ে তাদের থেকে Support নিতে পারেন ।
চতুর্থ নম্বরে আছে Support এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস এর Support এর মধ্যে Forums বলে একটা অপশন আছে ঐ খানে নিয়ে যাবে । এখান থেকে WordPress.org এর বিভিন্ন Forums পড়তে পারবেন ।
পঞ্চম নম্বরে আছে Feedback এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার অনুভুতি জানেতে পারেন বা ওয়ার্ডপ্রেসে কী আপডেট হলে আরও উন্নত সার্ভিস পাওয়া যাবে সে সম্পর্কে জানতে পারেন ।
তার পরে ঘরের মত যে আইকন আছে ঐখানে কার্সর রাখলে Visit site আসবে । Visit site এ ক্লিক করলে আপনার সাইট ওপেন ।
তার পরে আছে মেসেজ মত দেখতে একটা আইকন ।এখানে দেখতে পারবেন আপনার পোষ্টে কত টা কমেন্ট করেছে কী কমেন্ট করেছে সব কিছু জানা যাবে ।
পাশে যে প্লাস চিহ্ন দেওয়া আছে post media page user যা পরের পার্টে জানানো হবে । এভাবে আমাদের ওয়ার্ডপ্রেস এর পার্ট বাই পার্ট চলবে।
3 thoughts on “ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি Part(1) জেনে নিন”
Good day I am so glad I found your weblog, I really found you by accident, while I was researching on Google for something else, Nonetheless
I am here now and would just like to say kudos for a tremendous post and
a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to go through it all
at the minute but I have bookmarked it and also added
in your RSS feeds, so when I have time I will be back to read a
lot more, Please do keep up the superb jo.
Asking questions are actually good thing if you are not understanding something totally, however this article provides
pleasant understanding even.
I believe that is among the such a lot significant information for
me. And i am satisfied reading your article.
But want to commentary on few general things, The website style is great, the articles is
actually excellent : D. Excellent job, cheers