বর্তমান সময়ে গ্রাম থেকে শহরে প্রায় সকল জায়গায় ওয়াইফাই ব্যবহার করতে দেখা যায় । এই ওয়াইফাই ব্যবহারের সময় আমাদের প্রতিবেশীরা অনেক সময় ব্যবহার করে থাকে । দেখা যায় যে অনেকে আবার ডিস্টার্ব করে থাকে । তখন ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করতে হয় ।
কারণ তাদের ব্লাক করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না । তাদের ব্লক করার পর আপনার আর কোনো ডিস্টার্ব করতে পারবে না । ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করা যায় দুইভাবে । (১) ব্ল্যাক লিস্ট (২) হোয়াইট লিস্ট । আজকে আমরা দেখব ব্ল্যাকলিস্ট কিভাবে করা যায় ।
Device block করার সুবিধা
১) আপনি যে ডিভাইস ব্লক করে রাখবেন সেই ডিভাইস কানেক্ট দেখাবে কিন্তু কাজ হবে না । যেমনঃ ব্লক করার পর ইউটিউবে গেলে সকল কিছু সাদা দেখাবে কোনো কাজ হবে না । আবার আনব্লক করলে আগের মত কাজ করবে ।
২) ব্লক করার মাধ্যমে সকল অবাঞ্চিত ডিভাইস ইন্টারনেট ব্যবহার থেকে রক্ষা করা যায় ।
৩) স্ক্যান করে ইন্টারনেট কানেক্ট করলে সেটা খুব সহজে সনাক্ত করে ব্লক করা যায় ।
ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করার উপায়
আমি যে উপায় বলছি সেটা খুব সহজ আপনি চাইলেই আপনার ওয়াইফাই রাউটারে অবাঞ্চিত সকল ডিভাইস ব্লক করতে পারেন । আমরা আজকে টিপি লিংক রাউটার নিয়ে কথা বলব । কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ টিপি লিংক রাউটার ব্যবহার করে থাকে ।
প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন । ক্রোম ব্রাউজার বলছি কারণ এই ব্রাউজারে কাজ করতে ভালো হয় । এছাড়া মোবাইল মাধ্যমে টিপি লিংকের অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন ।
যায় হোক ব্রাউজার ওপেন করে লিংকবারে লিখবেন 192.168.0.1 লিখে এন্টার করলেই আপনার রাউটারের লগইন ট্যাব চলে আসবে । যদি পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে পাসওয়ার্ড দিবেন । আর নতুন হলে ডিফল্ট ইউজার ও পাসওয়ার্ড দেওয়া থাকে admin ও admin এইটা ডিফল্ট দেওয়া থাকে ।
এছাড়া অনেক রাউটারের পিছনের পাশে পাসওয়ার্ড লেখা থাকে । যেভাবেই হোক আপনার রাউটার লগইন করতে হবে ।
কম্পিউটারে লগইন করলে প্রথমে Quick Setup এই ট্যাবের মাধ্যমে ওয়াইফাই সেটআপ করতে হয় । তার পরে আছে Basic এইটার মাধ্যমে ইন্টারনেটের সেটিং বা পাসওয়ার্ড পরিবর্তন বা অনেক ধরনের কাজ করা যায় ।
তার পর আছে Advanced এর আন্ডারে অনেক গুলো ফাংশন আছে সেখান থেকে নিচের দিকে Security তে ক্লিক করলে দেখবেন আছে Access Control এখানে ক্লিক করবেন । ছবিটি লক্ষ করুন প্রথমে Access Control অন করে নিতে হবে ।
তার পর ব্ল্যাকলিস্ট সিলেক্ট করাতো আছে । এবার একটু নিচে দেখবেন যত গুলো ডিভাইস এই মুহূর্তে অনলাইনে আছে তাদের লিস্ট দেখাবে । ছবিতে যেখানে Add নামের যে অপশন আছে সেখানে ক্লিক করে নিচে থেকে ডিভাইসের নাম ও ম্যাক অ্যাড্রেস নিয়ে এই ঘরে দিতে হবে নিচে যে Save আছে সেখানে ক্লিক করতে হবে ।
এভাবে আপনার ইচ্ছামত অনেক ডিভাইস ব্লক করতে পারেন । আবার এখান থেকে ইচ্ছা করলে আনব্লক করতে পারেন । এইভাবে আপনার ইচ্ছামত ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করে নিয়ন্ত্রণ করতে পারেন ।
আরও পড়ুনঃ Wifi কি? ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করার উপায়