বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করার উপায়

রাউটারে ডিভাইস ব্লক

বর্তমান সময়ে গ্রাম থেকে শহরে প্রায় সকল জায়গায় ওয়াইফাই ব্যবহার করতে দেখা যায় । এই ওয়াইফাই ব্যবহারের সময় আমাদের প্রতিবেশীরা অনেক সময় ব্যবহার করে থাকে । দেখা যায় যে অনেকে আবার ডিস্টার্ব করে থাকে । তখন ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করতে হয় ।

কারণ তাদের ব্লাক করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না । তাদের ব্লক করার পর আপনার আর কোনো ডিস্টার্ব করতে পারবে না । ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করা যায় দুইভাবে । (১) ব্ল্যাক লিস্ট (২) হোয়াইট লিস্ট । আজকে আমরা দেখব ব্ল্যাকলিস্ট কিভাবে করা যায় ।

Device block করার সুবিধা

১) আপনি যে ডিভাইস ব্লক করে রাখবেন সেই ডিভাইস কানেক্ট দেখাবে কিন্তু কাজ হবে না । যেমনঃ ব্লক করার পর ইউটিউবে গেলে সকল কিছু সাদা দেখাবে কোনো কাজ হবে না । আবার আনব্লক করলে আগের মত কাজ করবে ।

২) ব্লক করার মাধ্যমে সকল অবাঞ্চিত ডিভাইস ইন্টারনেট ব্যবহার থেকে রক্ষা করা যায় ।

৩) স্ক্যান করে ইন্টারনেট কানেক্ট করলে সেটা খুব সহজে সনাক্ত করে ব্লক করা যায় ।

ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করার উপায়

আমি যে উপায় বলছি সেটা খুব সহজ আপনি চাইলেই আপনার ওয়াইফাই রাউটারে অবাঞ্চিত সকল ডিভাইস ব্লক করতে পারেন । আমরা আজকে টিপি লিংক রাউটার নিয়ে কথা বলব । কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ টিপি লিংক রাউটার ব্যবহার করে থাকে ।

প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন । ক্রোম ব্রাউজার বলছি কারণ এই ব্রাউজারে কাজ করতে ভালো হয় । এছাড়া মোবাইল মাধ্যমে টিপি লিংকের অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন ।

যায় হোক ব্রাউজার ওপেন করে লিংকবারে লিখবেন 192.168.0.1 লিখে এন্টার করলেই আপনার রাউটারের লগইন ট্যাব চলে আসবে । যদি পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে পাসওয়ার্ড দিবেন । আর নতুন হলে ডিফল্ট ইউজার ও পাসওয়ার্ড দেওয়া থাকে admin  ও admin  এইটা ডিফল্ট দেওয়া থাকে ।

এছাড়া অনেক রাউটারের পিছনের পাশে পাসওয়ার্ড লেখা থাকে । যেভাবেই হোক আপনার রাউটার লগইন করতে হবে ।

কম্পিউটারে লগইন করলে প্রথমে Quick Setup এই ট্যাবের মাধ্যমে ওয়াইফাই সেটআপ করতে হয় । তার পরে আছে Basic এইটার মাধ্যমে ইন্টারনেটের সেটিং বা পাসওয়ার্ড পরিবর্তন বা অনেক ধরনের কাজ করা যায় ।

তার পর আছে Advanced  এর আন্ডারে  অনেক গুলো ফাংশন আছে সেখান থেকে নিচের দিকে Security তে ক্লিক করলে দেখবেন আছে Access Control এখানে ক্লিক করবেন । ছবিটি লক্ষ করুন প্রথমে Access Control  অন করে নিতে হবে ।

tp link blacklist

তার পর ব্ল্যাকলিস্ট সিলেক্ট করাতো আছে । এবার একটু নিচে দেখবেন যত গুলো ডিভাইস এই মুহূর্তে অনলাইনে আছে তাদের লিস্ট দেখাবে । ছবিতে যেখানে Add নামের যে অপশন আছে সেখানে ক্লিক করে নিচে থেকে ডিভাইসের নাম ও ম্যাক অ্যাড্রেস নিয়ে এই ঘরে দিতে হবে নিচে যে Save আছে সেখানে ক্লিক করতে হবে ।

wifi device  blacklist

এভাবে আপনার ইচ্ছামত অনেক ডিভাইস ব্লক করতে পারেন । আবার এখান থেকে ইচ্ছা করলে আনব্লক করতে পারেন । এইভাবে আপনার ইচ্ছামত ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক করে নিয়ন্ত্রণ করতে পারেন ।

আরও পড়ুনঃ Wifi কি? ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করার উপায়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x