এন্টিভাইরাস একধরনের সফটওয়্যার যা কম্পিউটার এর ক্ষতির হাত থেকে বাচার জন্য ব্যবহার করে থাকি । ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রগ্রামার যার মাধ্যমে ক্ষতি হয়ে থাকে। আর এই ভাইরাস এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে ।
ভাইরাসগুলো কম্পিউটারের ফাইল, সফটওয়্যার গুলোকে দূষিত করে ফেলে যার কারণে কম্পিউটারে অনেক ক্ষতি হয়ে থাকে । আমার কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য যে বিভিন্ন ধরনের ফ্লাস ড্রাইভ ব্যবহার করি তার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে থাকে ।
যেমনঃ মেমরি, পেনড্রাইভ, সিডি ফাইল ইত্যাদি । এছাড়া ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে থাকে । আর একবার যদি কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার অনেক ভোগান্তি পোহাতে হতে পারে । তাই এই সমস্যার মধ্যে যেন না পড়তে না হয়ে তার জন্য বিভিন্ন কোম্পনি বাজারে এনেছে বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ।
এন্টিভাইরাস কি? (What is antivirus)
সহজ ভাষায় বলতে গেলে এন্টিভাইরাস হলো একধরনের কম্পিউটার সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে । এর কাজ হলো কম্পিউটারে অনলাইন বা অফলাইন এর সকল ধরনের ভাইরাস থেকে রক্ষা করা । কম্পিউটারের যেন কোনো ফাইল, সফটওয়্যার যে কোনো প্রকার ক্ষতি করতে না পার ।
এন্টিভাইরাস এর জনক কে
ইংল্যান্ড জন্মগ্রহণকারী আমেরিকান- ব্রিটিশ কম্পিউটার সফটওয়্যার নিমার্ণকারী জন ম্যাকাফি (John Macfee) বিশ্বের প্রথম বাণিজিকভাবে এন্টিভাইরাস সফটওয়্যার তৈরি করেন । এই কারণে জন ম্যাকাফিকে এন্টিভাইরাসের জনক বলা হয় ।
সেরা ৫টি এন্টিভাইরাস
Avast Free Antivirus
বাংলাদেশের যারা কম্পিউটার ব্যবহারকারী আছে তাদের প্রায় সকলে avast antivirus ব্যবহার করেনি তাদের খুজে পাওয়া যাবেন না । এই সফটওয়্যারটি আপনি ফ্রি বা পেইড ভার্সন ব্যবহার করতে পারেন ।
ফ্রিতে আপনি একটু কম সুবিধা পাবেন এবং পেইড এ একটু বেশি সুবিধা পাবেন । ফ্রিতে আপনি কম্পিউটার স্ক্যানিং করতে পারবেন । ডাটার সুরক্ষা, ইউআরএল প্রটেকশন, আরও অনেক সুরক্ষা দিয়ে থাকে ।
kaspersky antivirus
আপনার যদি খুব সহজ ফিচার সমৃদ্ধ কোনো এন্টিভাইরাস লাগে তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন । এখানে আপনি কম্পিউটার ফুল স্ক্যান করার সুযোগ পাবেন, ভাইরাস প্রটেকশন, ফ্রি ভিপিএন, ডাটা প্রটেকশন ।
আপনি চাইলেই পেইড অথবা ফ্রি ব্যবহার করতে পারেন । পেইড নিলে একটু বেশি সুরক্ষা পেয়ে যাবেন । এটা আমাদের লোকাল মার্কেটে পাবেন ৬০০-৮০০ টাকামত নিতে পারে । আর ফ্রি চালাতে চাইলে অনলাইন থেকে তাদের অফিশিয়াল ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারেন ।
avira antivirus
যারা একটু বলা কম্পিউটারে এক্সপার্ট তাদের জন্য একটা আর্দশ ভাইরাস প্রটেকশন । কম্পিউটার ভাইরাসকে খুব সুন্দরভাবে প্রটেকশন করে থাকে এই সফটওয়্যার টি । যারা কম্পিউটার সম্পর্কে একটু কম বোঝে তার না ব্যবহার কারায় ভালো ।
এর অন্যতম ফিচার হলো স্প্যাইয়্যার, অ্যাডয়্যার, ম্যালয়্যার, খুব শক্ত হতে প্রতিহত করে থাকে । কম্পিউটারে রিয়েলটাইম প্রটেকশন ও আপডেট দিয়ে থাকে । কম্পিউটার স্লো করে না কম্পিউটারকে করে ফাস্ট । তাই আপনি ইচ্ছা করলে পেইড অথবা ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন ।
Panda antivirus
ব্যবহারকারীদের অন্যতম পছন্দের তালিকায় আছে পান্ডা এন্টিভাইরাস । কারণ এর আছে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মত একাধিক ক্ষমতা । আপনার ব্রাউজিং এবং শপিং রাখবে সিকিউর ।
আপনার শিশুর অনলাইলে রাখবে সেইফ । কম্পিউটারের ডাটা এং পাসওয়ার্ড রাখবে সুরক্ষিত । এই সফটওয়ারের পেইড এবং ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন ।
Bitdefender antivirus
যাদের কম্পিউটারে কম জায়গা আছে বা সফটওয়্যার ইনস্টল দিতে মনে করেন অনেক জায়গার প্রয়োজন । তাদের জন্য হতে পারে একটা আর্দশ সফটওয়্যার । কম জায়গা ব্যবহার করে আপনাকে একটা সুন্দর নেটওয়ার্ক বা কম্পিউটার প্রটেকশন দেওয়ার ক্ষমতা আছে এই সফটওয়্যারের । আপনি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস ডিভাইসের জন্য ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটি ।
বিঃদ্রঃ আপনি চাইলেই প্রায় প্রত্যেকটি সফটওয়্যারের পেইড বা ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন । ফ্রি ভার্সন ব্যবহার করলে বেশি সুযোগ সুবিধা পাবেন না। পেইড ব্যবহার করলে অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন । তাই বলা যায় সিদ্ধান্ত আপনার । আর ডাউনলোড করার জন্য যে নাম গুলো দেওয়া আছে এইগুলো সার্চ বারে লিখলেই চলে আসবে মূল ওয়েব সাইট ।
আরও পড়ুনঃ