বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জেনে নিন

এটিএম বুথ থেকে টাকা

প্রযুক্তির এই দুনিয়ায় ব্যাংকিং ব্যবস্থা মানুষের খুব কাছে এনেছে এটিএম ব্যবস্থা । যে কেউ ইচ্ছা করলে যখন তখন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছে । যেটা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় সম্ভব নয় ।

যেখানে এটিএম ব্যবস্থা আসার আগে মানুষকে টাকা তুলতে হলে অনেক সময় ও ঝামেলার মধ্যে দিয়ে সময় পার করতে হত । এটিএম আসার কারণে সেই কাজ মাত্র ১ থেকে ২ মিনিটে শেষ করা সম্ভব হচ্ছে । ইচ্ছামত যখন তখন টাকা তোলা যায় এটিএম বুথ থেকে ।

এটিএম (ATM) এর পূর্ণরুপ কি

ATM এর পূর্ণরুপ Automated teller machine বাংলা অর্থ (স্বয়ংক্রিয় টেলার মেশিন)

এটিএম কার্ড নিতে হলে আপনাকে একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে । কিছু ব্যাংক তাদের শাখায় একাউন্ট করার সাথে সাথে কার্ড দিয়ে থাকে । আবার কিছু ব্যাংক ১৫ দিনের মত সময় নিয়ে থাকে । সেই ব্যাংকের উপর নির্ভর করে কখন তারা কার্ড দিবে ।

কার্ড দিয়ে এটিএম বুথ থেকে কত টাকা তোলা যায়

এটা অনেক কিছুর উপর নির্ভর করে । আপনার লেনদেন, ব্যাংক একাউন্টের ধরণ, এটিএম কার্ডের প্রকৃতির উপর নির্ভর করে । তবে সাধারণত প্রত্যেক ব্যাংক এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে দেয় ।

তবে কিছু ব্যাংক ১ লক্ষ টাকা তুলতে দিয়ে থাকে । তবে এটা ভিআইপি অ্যাকাউন্টের কার্যকর হয়ে থাকে । তবে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলোতে বেশি টাকা তুলতে দেয় না ।

তাই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় সব কিছু হিসাব করে অ্যাকাউন্ট খুলবনে  তবে সব কার্ড থেকে সর্বনিম্ন ৫০০ টাকা তোলা যার ।

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

প্রথমে আপনার আশেপাশের যে কোনো একটি বুথ খুজে বের করতে হবে । তার পর মেশিনে কার্ড প্রবেশ করতে হবে । এখন দুই ধরণের মেশিন দেখা যায় । একটা টাচ স্কিন ও বাটন দেওয়া মেশিন ।

মেশিনে কার্ড দেওয়ার সাথে সাথে টাচ স্কিনের মেশিনে সম্পূর্ণ ঠেলে দিতে হবে । আর বাটন মেশিনে কার্ড অল্প দিলে কার্ড টেনে নেয়। কার্ড মেশিনের ভেতরে টেনে নিলে ভয়ের কোনো কারণ নেই। কারণ টাকা তোলার পরে কার্ড ফেরত নিয়ে আসবে ।

কার্ড দেওয়ার সাথে সাথে চার সংখ্যার পিন দিতে হবে। যদি বাটন থাকে তাহলে বাটন চেপে । আর টাচ স্কিন থাকলে টাচ চেপে চেপে পিন দিতে হবে ।

মেশিনে পিন দেওয়ার পর বাটন মেশনি অনেকগুলো পাশে লেখা আছে Cash Withdrawal  বা “নগদ উত্তোলন” টাচ স্কিন মেশিনে সব কিছু লেখা থাকে স্কিনে । মেশিনে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লেখা থাকে ।

বুথ থেকে টাকা তোলার পদ্ধতি

বর্তমানে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা যায় একবারে । তবে ডিসপ্লেতে ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত লেখা থাকে । আর যদি ২০ হাজার টাকা তুলতে চান তাহলে একে বার নিচে “Other বা অন্যান্য” লেখা আছে সেখানে ক্লিক করতে হবে । এবার এখান থেকে ২০,০০০ বাটন বা স্কিন চেপে লিখে দিতে হবে ।

এর পর transition receipt চাই কি না তা জানতে চাইবে । আপনি যদি “YES” করেন তাহলে টাকা মেশিন বের হওয়ার সাথে সাথে একটা কাগজ আসবে । কত টাকা তুলেছেন তার একটা রিসিভ আসবে । এর জন্য ২-৪ টাকা পর্যন্ত চার্জ কাটবে । “NO”  করলে এমন কোনো কাগজ আসবে না। আর কোনো টাকা চার্জ কাটবে না ।

এর পর মেশিন থেকে টাকা বের হয়ে আসবে । মেশিন থেকে টাকা বের হওয়ার সাথে সাথে টাকাগুলো দেখে নিবেন । কারণ অনেক সময় টাকা কাটা থাকে । যদি কাটা টাকা চলে আসে বুথের লোকের জানাবেন । জানালে সে টাকা নিয়ে রাখবে বা লিখে রাখে । ব্যাংক খোলা থাকলে টাকা পরিবর্তন করে দিবে ।

তার পর আপনি কোনো টাকা তুলতে চান কি না তার তার একটা অপশন আসবে । যদি আরও টাকা তুলতে চান তাহলে “YES” এ ক্লিক করুন । আর টাকা তুলতে না চাইলে “NO” তে ক্লিক করুন । “NO” তে ক্লিক করার সাথে সাথে আপনার কার্ড মেশিন থেকে বের হয়ে আসবে ।

এখান থেকে কার্ডটি নিয়ে নিবেন। কার্ড টি নেওয়া হলে চলে আসবে ।

যদি টাকা তুলতে কোনো প্রকার সমস্যার মুখোমুখি হয়ে যান তাহলে বুথে যে মানুষ থাকে তাকে জানালে সকল সমস্যার সমাধান করে দিবে । তাই কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেয় ।

উপরের উপরের পদ্ধতিগুলো যথাযথভাবে অনুসরণ করলে আপনি সঠিক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন । ধন্যবাদ ।

আরও পড়ুনঃ সেরা ১০টি এন্ড্রয়েড ফোন টিপস যা আপনার কাজে লাগবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x