ইমোতে আপনার প্রাইভেসি সেটিংটা করা একান্ত প্রয়োজন তা কি আপনি জানেন ।বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ স্মার্ট ফোন ব্যবহার কারী ইমো অ্যাপ ব্যবহার করে থাকে তাদের ভিডিও কল করা জন্য ।
তাই ইমো সম্পর্কে জানা একান্ত প্রয়োজন । কারণ ইমোতে যদি সঠিকভাবে সেটিংটা না করতে পারেন তাহলে ব্যবহারে অনেক সমস্যার সম্মুখিন হতে হয় ।
যেমনঃ কেউ আপনার ফোন নম্বর সেভ করে আপনাকে কল করতে পারবে । এটা একটা বিরাট সমস্যা । আরও কয়েকটা এ রকম সমস্যার কথা বলা যাক ।
আপনি অনলাইনে আছেন কিনা সেটা জানা । আপনার সেভ করা নম্বরের বাইরে কেউ ফোন করতে পারবে কিনা । আপনি ব্লক করবেন কিনা সকল বিষয়ে জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে ।
প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাকাউন্ট এ প্রবেশ করুন । এবার নিচে বাম পাশের প্লাস + চিহ্ন আছে সেখানে ক্লিক করলে More অপশন আসবে সেখানে ক্লিক করুন ।
এবার এই পেজের Settings নামের যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে । ক্লিক করার পর অনেকগুলো আপশন আসবে । এখান থেকে ৩ নং টা Privacy তে ক্লিক করতে হবে । এখানে একটা কথা বলে রাখি আপনার আত্মরক্ষার জন্য privacy টা বেশি গুরুত্বপূর্ণ ।
Imo Download link
১। Last Seen
Last Seen এ ক্লিক করলে তিনটা অপশন দেখাবে Everyone, My Contacts, Nobody আপনি এখান থেকে Everyone দিলে সকলেই আপনাকে দেখতে পাবে । My Contacts দিলে যাদের নম্বর সেভ আছে তারা শুধু দেখতে পারবে ।
আর Nobody দিলে কেও দেখতে পারবেনা । আপনি যদি মনে করেন আপনি কখন অনলাইনে এসেছেন কেউ যেন না দেখে তাহলে Nobody করে রাখবেন ।
২। Who can see My Avatar
যদি আপনি ইমোতে পুরাতন অ্যাপ ব্যবহার করে থাকে তাহলে দুই নম্বরে দেখতে পারবেন । আর নতুন হলে একেবারে শেষে আছে । এটার কাজ হল আপনার প্রফাইল পিকচার কে কে দেখতে পারবে ।
Everyone দিয়ে রাখলে সবাই দেখতে পারবে ।My Contacts দিলে সেভ করা মানুষগুলো দেখতে পারবে ।Nobody দিয়ে রাখলে কেউ দেখতে পারবেনা আপনার প্রফাইল ।
৩। Call/Who Can Call Me
পুরাতন ভার্সনে Call আছে আর নতুন ভার্সনে Who Can Call Me এর মাধ্যমে আপনার কলসমুহকে নিয়ন্ত্রণ করতে পারেন । এখান থেকে যদি My Contacts করে রাখেন তাহলে সেব করা নম্বর ছাড়া কেউ কল করতে পারবে না ।
৪। Blocked Calls আপনি চাইলেই যে কোনো নম্বরকে ব্লক করে রাখতে পারেন । সেই লিস্ট এখানে দেখাবে ।
কম্পিউটারে ইমো ব্যবহার এর সহজ উপায়