বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ইমোতে প্রাইভেসি সেটিং যা আপনার জানা দরকার

ইমোতে

ইমোতে আপনার প্রাইভেসি সেটিংটা করা একান্ত প্রয়োজন তা কি আপনি জানেন ।বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ স্মার্ট ফোন ব্যবহার কারী ইমো অ্যাপ ব্যবহার করে থাকে তাদের ভিডিও কল করা জন্য ।

তাই ইমো সম্পর্কে জানা একান্ত প্রয়োজন । কারণ ইমোতে যদি সঠিকভাবে সেটিংটা না করতে পারেন তাহলে ব্যবহারে অনেক সমস্যার সম্মুখিন হতে হয় ।

যেমনঃ কেউ আপনার ফোন নম্বর সেভ করে আপনাকে কল করতে পারবে । এটা একটা বিরাট সমস্যা । আরও কয়েকটা এ রকম সমস্যার কথা বলা যাক ।

আপনি অনলাইনে আছেন কিনা সেটা জানা । আপনার সেভ করা নম্বরের বাইরে কেউ ফোন করতে পারবে কিনা । আপনি ব্লক করবেন কিনা সকল বিষয়ে জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে ।

প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাকাউন্ট এ প্রবেশ করুন । এবার নিচে বাম পাশের প্লাস + চিহ্ন আছে সেখানে ক্লিক করলে More অপশন আসবে সেখানে ক্লিক করুন ।

এবার এই পেজের Settings নামের যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে । ক্লিক করার পর অনেকগুলো আপশন আসবে । এখান থেকে ৩ নং টা Privacy তে ক্লিক করতে হবে । এখানে একটা কথা বলে রাখি আপনার আত্মরক্ষার জন্য privacy টা বেশি গুরুত্বপূর্ণ ।

Imo Download link

১। Last Seen

Last Seen এ ক্লিক করলে তিনটা অপশন দেখাবে Everyone, My Contacts, Nobody আপনি এখান থেকে Everyone দিলে সকলেই আপনাকে দেখতে পাবে । My Contacts দিলে যাদের নম্বর সেভ আছে তারা শুধু দেখতে পারবে ।

আর Nobody দিলে কেও দেখতে পারবেনা । আপনি যদি মনে করেন আপনি কখন অনলাইনে এসেছেন কেউ যেন না দেখে তাহলে Nobody করে রাখবেন ।

২। Who can see My Avatar

যদি আপনি ইমোতে পুরাতন অ্যাপ ব্যবহার করে থাকে তাহলে দুই নম্বরে দেখতে পারবেন । আর নতুন হলে একেবারে শেষে আছে । এটার কাজ হল আপনার প্রফাইল পিকচার কে কে দেখতে পারবে ।

Everyone দিয়ে রাখলে সবাই দেখতে পারবে ।My Contacts দিলে সেভ করা মানুষগুলো দেখতে পারবে ।Nobody দিয়ে রাখলে কেউ দেখতে পারবেনা আপনার প্রফাইল ।

৩। Call/Who Can Call Me

পুরাতন ভার্সনে Call আছে আর নতুন ভার্সনে Who Can Call Me এর মাধ্যমে আপনার কলসমুহকে নিয়ন্ত্রণ করতে পারেন । এখান থেকে যদি My Contacts  করে রাখেন তাহলে সেব করা নম্বর ছাড়া কেউ কল করতে পারবে না ।

৪। Blocked Calls আপনি চাইলেই যে কোনো নম্বরকে ব্লক করে রাখতে পারেন । সেই লিস্ট এখানে দেখাবে ।

কম্পিউটারে ইমো ব্যবহার এর সহজ উপায়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x