ইমোতে কল রেকর্ড আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে । দেখা যায় যে, আমরা অনেক সময় এমন কথা বলে থাকি যে, সেই কথার প্রমাণ দেওয়া লাগতে পারে । তখন ভাবি যে যদি এই কথার যদি একটা ইমোতে কল রেকর্ড করে থাকত তাহলে কতই না ভালো হত ।
কিন্তু আমরা সকলেই জানি ইমোতে সাধারণ ভাবে অডিও বা ভিডিও কল রেকর্ড করার কোনো অপশন নাই । কম্পিউটারে বা মোবইলে একই অবস্থা কাজ করে । তবে এই সমস্যা থেকে কিভাবে সমাধান পেতে পারি সেই সম্পর্কে আজকের পোষ্ট । তাহলে সম্পূর্ণ দেখে এই সমস্যা থেকে সমাধান নিয়ে নিন ।
ইমোতে কল রেকর্ড কম্পিউটার এর জন্য
কম্পিউটারে স্কিন রেকর্ড করার জন্য অনেক সফটওয়্যার হয়েছে । যেখানে আপনি স্কিন রেকর্ডার অন করে কথা বললে ভিডিও এবং অডিও দুইটায় রেকর্ড হতে থাকবে । কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার হলো OBS, Camtasia, Filmora, My screen recorder আরও অনেক আছে ফ্রি এবং পেইড ।
তবে OBS এর স্কিন রেকর্ড করা এবং সেট-আপ দেওয়া অনেক সহজ সফটওয়্যারটি ফ্রিতে পাওয়া যায় । তবে ইউন্ডোজ ৮ এর উপরের ভার্সন থেকে সাপোর্ট করে থাকে ।
মোবাইলর রেকর্ড করার উপায়
আমাদের দেশের বেশির ভাগ মানুষ ইমো ব্যবহার করে থাকে মোবাইলে । তাই মোবাইলে কিভাবে অডিও ভিডিও কল রেকর্ড করা যায় সেই সম্পর্কে জানা একান্ত প্রয়োজন । মোবাইলে ইমোর কোনো ডিফল্ট অডিও ভিডিও রেকর্ডার নাই আমাদের সকলের জানা ।
তাই আমাদের থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে । এরকম স্কিন রেকর্ড করার জন্য শত শত অ্যাপ আছে প্লে স্টোরে । নিচের ছবিতে কয়েকটি মোবাইলে স্কিন রেকর্ডার এর ছবি দেওয়া হল ।
এখান থেকে আপনি যেকোনো একটা ডাউনলোড দিয়ে এক্টিভ করে নিতে পারেন । সব অ্যাপের সেটিংগুলো একই রকম । তবে আমি প্রথমটা দেখাচ্ছি । এই অ্যাপ । অ্যাপ ইনস্টল করার পর অ্যাপে ক্লিক করলে নিচের ছবির মত দেখাবে । এখানে ALLOW তে ক্লিক করতে হবে ।
সব কিছুতে ALLOW করতে হবে এর পরে ডান সাইডে একটা আইকন আসবে সেখান থেকে প্রথমটাতে ক্লিক করলে স্কিন রেকর্ড হতে থাকবে । তার পরে থাকবে স্কিনশট নেওয়ার অপশন আরও আছে সেটিং করার অপশন । সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে এই অ্যাপে । এভাবে ইমোতে কল রেকর্ড করতে হয় ।
2 thoughts on “ইমোতে কল রেকর্ড (অডিও + ভিডিও) কিভাবে”
আমার মোবাইল টি itei A25 por , এই মোবাইলে কোন রের্কডার কাজ করে না, সব ধরনের কল রেকর্ডার ডাউনলোড করছি কিন্ত এগুলোতে কথা বুঝা যায় না, আমি ইমুর অডিও কল রেকর্ড করতে চাই, প্লিজ একটা সমাধান দিন?
নেটওয়ার্ক ভালো থাকলে এমন হওয়ার কথা না । তবে XRecorder ব্যবহার করতে পারেন । আমি এই অ্যাপটি ব্যবহার করেছি ভালো রেকর্ড হয় ।